আর্ট : ফুল বাগানের আর্ট

in hive-129948 •  29 days ago 

Abb 02.04.2025 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000015252.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুল বাগানের আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে ফুল বাগানের আর্ট ভালো লাগবে।

রং কলম ব্যবহার করে এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এই জন্যই তো যখনই সময় পাই তখনই আর্ট করার জন্য বসে পড়ি। আজকে আমি অনেক সুন্দর একটা ফুল বাগানের আর্ট করার চেষ্টা করেছি। যেটার মধ্যে ছোট বড় অনেক বড় লেডিবাগ পোকা এঁকেছি, যেগুলো ফুল গাছের মধ্যে ছিল। ফুল বাগানে কিন্তু আমরা এরকম অনেক সুন্দর সুন্দর পোকা দেখতে পাই। বিভিন্ন কালারের রং কলম ব্যবহার করে আমি পুরোটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনারাও চাইলে এই আর্ট সহজে করতে পারবেন। আশা করি আমার আজকের এই আর্ট আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখতে।

1000015252.jpg

উপকরণ

রং কলম
আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

1000013937.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি কালো মার্কার কলম নিয়ে সুন্দর একটা দৃশ্য এঁকে নিলাম।

1000015254.jpg

ধাপ 2️⃣

এরপর লেডিবাগ পোকা গুলোকে সুন্দর করে এঁকে নিয়ে কালার করতে লাগলাম।

1000015255.jpg

ধাপ 3️⃣

এভাবে সুন্দর করে লেডিবাগ পোকা গুলো বিভিন্ন কালার করে নিলাম। তারপর একটা ফুলের মধ্যে কালার করলাম।

1000015256.jpg

ধাপ 4️⃣

এরপর বাকি ফুলগুলোর মধ্যে কালার করা শুরু করলাম।

1000015225.jpg

ধাপ 5️⃣

এভাবে সবগুলো ফুলের মধ্যে কালার করে নিলাম সুন্দর করে।

1000015226.jpg

ধাপ 6️⃣

এরপর পাতাগুলোর মধ্যে সবুজ কালার করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ড নীল কালার করে নিলাম। এভাবেই আমি আজকের আর্ট সম্পূর্ণ করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

1000015228.jpg

ফাইনাল আউটপুট

1000015252.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রং কলম দিয়ে আর্ট করতে আমি নিজেও খুব পছন্দ করি। আজকে আপনি রং কলম দিয়ে খুব সুন্দর ফুলবাগানের আর্ট করেছেন। তবে আপনার আর্ট অসাধারণ হয়েছে। এবং ফুলের উপর কি চমৎকার লেডিবাগ পোকো আর্ট করেছেন। ধন্যবাদ চমৎকার একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আর্ট করার জন্য আরো আগ্রহ বেড়ে গেলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে।

আরে বাহ্ , তুমি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা আর্ট করেছ। তোমার আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ তুমি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। তোমার এই আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি।

প্রতিনিয়তই সুন্দর আর্ট করার চেষ্টা করি।

খুব সুন্দর একটা পেইন্টিং শেয়ার করেছেন ভাইয়া। আসলে এরকম করে পেইন্টিং গুলো থ্রিডি আকারে করলে খুবই সুন্দর লাগে। লেডিবাগ পোকাগুলো দেখছি খুব সুন্দর করে এঁকেছেন। আসলে সবকিছুর কম্বিনেশনে দারুন একটা পেইন্টিং হয়েছে।

এই আর্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

প্রথমে মার্কার দিয়ে আর্ট করেছেন পরবর্তীতে কালারফুল ভাবে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছেন বেশ ভালো লেগেছে ভাইয়া। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে ভালো লাগলো।

খুব সুন্দর এবং কালারফুল একটা আর্ট করেছেন। কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে করেছেন, যার কারণে অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। ভালো লাগলো দেখে। ছোট ছোট পোকাও আর্ট করেছেন ফুলের মাঝে। এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

এই আর্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ফুল বাগানের বেশ চমৎকার সুন্দর আর্ট করেছেন ভাইয়া আপনি। বরাবর ই আপনার করা আর্ট গুলো আমার বেশ পছন্দের।ফুল বাগানের ফুল ও পোকাগুলোর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ। আর্ট করার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন ভাইয়া আপনি। সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

এত সুন্দর আর্ট করতে পেরে খুব ভালো লেগেছে।

ফুল বাগানের চমৎকার সুন্দর আর্ট করেছেন ভাইয়া।ফুল বাগানের ফুলের সাথে কীটপতঙ্গের আর্ট সব থেকে বেশি সুন্দর হয়েছে। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

আর্ট দেখে সুন্দর মন্তব্য করেছেন দেখে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

1000256316.jpg

1000256318.jpg