ভ্রমণ : নদী ভাঙ্গন দেখতে যাওয়ার মুহূর্ত।

in hive-129948 •  19 days ago 

Abb 7 জানুয়ারি 2025

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20241013_164859.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20241013_165123.jpg

আজ দীর্ঘদিন যাবৎ ভাবতে ছিলাম নদী ভাঙ্গন দেখতে যাব। অনেকদিন হয়ে গেল নদী দেখতে যাই না। আমাদের মুছাপুর নদীটি বন্যার সময় ভেঙ্গে গিয়েছিল। এরপর কয়েকবার গিয়েছিলাম দেখার জন্য। কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল দেখতে যাওয়া হয় না। যখন ভালো ছিল তখন সপ্তাহে কয়েকবার যাওয়া হতো। এমনও সপ্তাহ আছে সপ্তাহে পাঁচবার গিয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন নদী আমার খুব পছন্দের।

20241013_165609.jpg

ওদের কাছে বসে সময় কাটাতে আমি খুব ভালোবাসি। নদীর ঢেউ নদীর পাড়ে বসে বাতাস খাওয়ার মুহূর্ত আমার হৃদয়ে ভালো লাগা কাজ করে। নদী দেখতে যাওয়ার জন্য প্রথমত বড় ভাইকে কল করলাম। বড় ভাই বলল আচ্ছা ঠিক আছে চলো । তখন আমি কয়েকজনকে কল দিলাম নিবলু ভাই কয়েকজনকে কল দিল।

20241013_165605.jpg

এরপর আমরা হঠাৎ করেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশেষ করে দীর্ঘদিন পর জুয়েল ভাই বিদেশ থেকে এসেছে। তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই আমাদের। হঠাৎ সিদ্ধান্ত করে আমরা রওনা হলাম মুছাপুর ক্লোজার দেখার জন্য। কারণ সেখানকার মুহূর্ত আমাদের সবার ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হল বর্তমানে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।

20241013_165630.jpg

এরপর আমরা সবাই একসাথে রওনা হলাম মুছাপুরের উদ্দেশ্যে। মোটরসাইকেল দিয়ে গিয়েছিলাম আমরা। সেখানে যাওয়ার পর সেখানকার পরিবেশ দেখে মন খারাপ হয়ে গিয়েছে। কেমন সুন্দর মুছাপুর আজ ভেঙ্গে চুরে চুরমার। মনে হচ্ছে ১-২ বছর পর সেখানে আর মুছাপুর থাকবে না। সব পানিতে বিলিন হয়ে যাবে। এই বিষয়টা দেখে আমার চোখে পানি চলে এসেছে।

20241013_171205.jpg

এত সুন্দর একটি জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ ঘুরতে কোথায় যাবে। আমাদের অঞ্চলের মানুষ ট্রাভেল করতে অনেক বেশি ভালোবাসে। যার কারনে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় তারা। আমি নিজেও ট্রাভেলিং করতে অনেক বেশি ভালোবাসি। যার কারনে যেকোনো সময় যে কোথাও চলে যায়। কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে শুধু কষ্ট লাগতেছিল।

20241013_171806.jpg

কত বড় বড় দালান নদীর মধ্যে চলে যাচ্ছে। এই বিষয় দেখে খুবই কষ্ট লেগেছিল। এই ধরনের দালান কোটা গুলো যদি নষ্ট হয় হাজার হাজার টাকা ক্ষতি হয়। কিছু কিছু জায়গা দেখলাম ঘরবাড়ির সব সাগরে নিয়ে গিয়েছে। আমরা যাওয়ার পথের যে রাস্তা রাস্তাটাও বর্তমানে নদীর ভিতরে। জমিনের ভিতর দিয়ে কৃত্রিম ভাবে ছোট একটি রাস্তা তৈরি করেছে। সেখান দিয়ে আমরা অনেক কষ্ট করে গিয়েছিলাম।

20241013_171201.jpg

এভাবে যদি মুসাপুর বিরিজ ঠিক না করে তাহলে কয়েকটি গ্রাম নদীতে চলে যাবে। কত মানুষের স্বপ্ন সব বিলীন হয়ে যাবে। ঘরবাড়ি জায়গা জমিন সব নদীতে চলে যাবে। এ বিষয়গুলো চিন্তা করলে কলিজায় অনেক কষ্ট হয়। কত কষ্ট করে কত পরিশ্রম করে মানুষ একটি জায়গা কিনে। সেখানে একটি সুখের সংসার করে। একটি ঘর করে। সবকিছু যদি নদীতে চলে যায় তাহলে মানুষটা কেমন কষ্ট পায়। এই বিষয়গুলো চিন্তা করে খুব কষ্ট লাগতেছিল। এরপরেও এবার আমরা যখন গিয়েছিলাম নদী দেখার জন্য আসলে আনন্দে করতে পারি নাই। শুধু কষ্ট লেগেছে সবকিছু দেখে।

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Screenshot_20250107_101903_X.jpg

Screenshot_20250107_102116.jpg

1000217311.jpg

মুছাপুর নদীটির এমন দুর্দশা দেখে অনেক টা খারাপ লাগলো আমার কাছে। আসলে আমাদের দেশে এরকম প্রতি বছর অনেক অনেক নদী ভাঙ্গন হয় , এর ফলে অনেকের ভিটা বাড়ি নদীর মধ্যে ভেসে যায়। যতদিন আমরা এই নদী ভাঙ্গন রোধ করতে পারবো না, তত দিন পর্যন্ত নদীর কুলে বসবাস করা লোক গুলো শান্তিতে বসবাস করতে পারবেন না।

আসলে আমার নিজের কাছেও অনেক খারাপ লাগে, এই জায়গাটার দৃশ্যগুলো দেখলে।

এই ধরনের পরিস্থিতিটা আসলেই অনেক ভয়াবহ হয়। তারা এই ধরনের অবস্থার মধ্যে পড়েছেন তারা জানেন যে এটা কতটা কষ্টের বিষয়। বাড়িঘর সহ সকল জিনিস নদীর গর্ভে হারিয়ে যায়। নিমিষেই পথে বসে যায় অনেক মানুষ।

হ্যাঁ ভাই এটা অনেক বেশি কষ্টের একটা বিষয়।

নদী ভাঙ্গন সত্যি অনেক খারাপ জিনিস। আসলে ভাইয়া এমন নদী ভাঙ্গন হলে মানুষের সব কিছু ভেঙে যায় এটা আসলে অনেক কষ্টের।তবে নদী ভাঙ্গনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এটার জন্য অনেকে বাড়িছাড়া হয়ে থাকে।

খুবই খারাপ লাগলো নদীর এ অবস্থা দেখে। মুছাপুর নদীতে আরও কয়েকবার গিয়েছিলেন। তবে এখনকার অবস্থা খুবই খারাপ। এবার মনে হয় উপভোগ করার থেকে দুঃখ পেয়েছেন বেশি। কারণ নদীর অবস্থা ভালো নেই। নেভলু ভাইকে অনেকদিন পর দেখছি মনে হচ্ছে।

ঠিক বলেছেন উপভোগ করার থেকে দুঃখ পেয়েছি অনেক বেশি।

নদী ভাঙ্গন খুবই প্রকৃতির বিপর্যয় বিষয়। এতে করে মানুষের ফসলি জমি, বাড়ি ঘর সব বিলীন হয়ে যায়। নদী ভাঙ্গন হলে মানুষের সব কিছু ভেঙে যায়। নদী ভাঙ্গন দেখতে যাওয়ার মুহূর্তের অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সবকিছু দেখে খুব খারাপ লাগছিল।

নদী ভাঙ্গনের কথা ভাবতেই আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। তুমি আজকে অনেক সুন্দর করে নদী ভাঙ্গন দেখতে যাওয়ার মুহূর্ত সবার মাঝে শেয়ার করেছো। আর অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছ। যেগুলো দেখে আমার কাছে অনেক খারাপ লাগছিল। কারণ সবকিছুই ভেঙ্গে গিয়েছে। এই দৃশ্য গুলো দেখলে যে কারো কাছে অনেক বেশি খারাপ লাগবে।

একদম ঠিক এই বিষয়টা আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

মুসাপুর জায়গাটি একসময় অনেক সুন্দর ছিল। মুসাপুর গেট ভেঙ্গে যাওয়ার পর থেকে এখন জায়গাটির অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। তবে আপনি ঘুরতে গিয়েছেন ভালই করেছেন। আসলে ঘুরলে মন ও শরীর দুটোই ভালো থাকে। তবে নদী ভাঙ্গা বাড়িগুলো বা কোন প্রতিষ্ঠান সামনে থেকে দেখলে নিজের কাছেও খারাপ লাগে। সুন্দর করে নদী ভাঙ্গার পোস্টে আমাদের মাঝে শেয়ার করেছেন।

হ্যাঁ ভাইয়া অনেক বেশি সুন্দর ছিল একসময়। ওখানে যাওয়ার পর তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল।