DIY : রঙিন কাগজের তৈরি ওয়ালমেট

in hive-129948 •  2 years ago 

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের তৈরি ওয়ালমেট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজের তৈরি ওয়ালমেট ভালো লাগবে।

আজও আমি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে জিনিসপত্র গুলো আমার ভীষণ ভালো লাগে তৈরি করতে। বিশেষ করে আমি যখন ওয়ালমেট তৈরি করি তখন ভীষণ ভালো লাগে। এ ধরনের ওয়ালমেট গুলো যদি দেয়ালে লাগিয়ে রাখা যায় তাহলে দেখতে খুবই সুন্দর দেখায়। কিন্তু দুঃখের বিষয় হল আমি কোন কিছু তৈরি করে যখন রাখি পরের দিন আমার মেয়ে নাশিয়া সেগুলো দিয়ে খেলা করে। এজন্য দেয়ালে লাগাতে পারি না। নাশিয়া যখন রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস পায় অনেক আনন্দিত হয়। এছাড়াও বাড়ির পাশের ছোট ছোট ছেলে মেয়েগুলো জিনিসপত্র গুলো নিয়ে যায়। তারা অনেক বেশি খুশি হয়। আমি আশা করি আপনাদের সবার কাছেও আজকের রঙিন কাগজের তৈরি ওয়ালমেট অনেক ভালো লাগবে।

IMG20221125124232.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221125111159_BURST000_COVER.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি সবুজ রঙের রঙিন কাগজ নিলাম। এরপর একটি লম্বা লাঠি তৈরি করে নিলাম।

IMG20221125111321.jpg

IMG20221125112944.jpg

ধাপ 2️⃣

এভাবেই একটি তৈরি করা শেষ করে তারপর আরো অনেকগুলো লাঠি তৈরি করে নিলাম সবুজ রঙের রঙিন কাগজ ব্যবহার করে।

IMG20221125113020.jpg

IMG20221125113049.jpg

ধাপ 3️⃣

এরপর চারপাশে চারটি লাঠি গাম দিয়ে জোড়া লাগানো শেষ করার পর মাঝখানে জোড়া লাগিয়ে নিলাম।

IMG20221125113809.jpg

IMG20221125114127.jpg

ধাপ 4️⃣

এভাবে এপাশ ওপাশ করে সবগুলো লাঠি জোড়া লাগিয়ে নিলাম গাম দিয়ে।

IMG20221125114550.jpg

IMG20221125114550.jpg

ধাপ 5️⃣

এরপর একটি হলুদ রঙিন কাগজ নিয়ে ভাঁজ করে একটি ফুল কেটে নিলাম কাঁচি ব্যবহার করে।

IMG20221125115546.jpg

IMG20221125115610.jpg

ধাপ 6️⃣

এভাবে অনেকগুলো ফুল তৈরি করার পর লাঠিগুলোর উপরে উপরে লাগিয়ে নিতে শুরু করলাম।

IMG20221125123535.jpg

IMG20221125123941.jpg

ধাপ 7️⃣

তারপর সবুজ রঙের একটি রঙিন কাগজ নিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করে নিলাম।

IMG_20221213_230229.jpg

ধাপ 8️⃣

এরপর ওয়ালমেট এর মাঝখান বরাবর এই ফুলটি জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই আমি আমার ওয়ালমেট তৈরি শেষ করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

IMG20221125124232.jpg

IMG20221125124300.jpg

ফাইনাল আউটপুট

IMG20221125124300.jpg

IMG20221125124252.jpg

IMG20221125124234.jpg

IMG20221125124232.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীDIY
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনফেনী, বাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজের তৈরি ওয়ালমেট দেখতে অসাধারণ হয়েছে ভাই। আপনার তৈরি করা ওয়ালমেট দেখতে ভীষণ ভালো লাগে। সব সময়ই নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেন। পুঁতি দেওয়ার কারনে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে।

পুঁতি দেওয়ার কারণে আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন সব সময়।

ওয়াও অসাধারণ একটি ওয়ালমেট বানিয়েছেন ভাইয়া। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। আপনার এই ওয়ালমেট বানাতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধাপগুলি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনি ঠিকই বলেছেন এই ওয়ালমেট দেয়ালে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। আমি তো এটি তৈরি করার পর দেয়াল এই ওয়ালমেট টা নিয়ে রেখেছিলাম সত্যি অসাধারণ লেগেছিল। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ছোট বাচ্চারা তাই হয় যেকোনো জিনিস দেখলেই ওরা নিতে চায় কিন্তু ওরা তো আর বোঝে না যে নষ্ট হয়ে যাবে ভালো লাগে তাই নিয়ে খেলা করে। ওয়ালমেট টি দেখতে অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশন টা জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। এইরকম ওয়ালমেট আমি বেশ কয়েকজনের রুমে দেখেছিলাম কিন্তু কিভাবে বানাতে হয় তা জানতাম না, আজকে আপনার পোস্ট দেখে শিখে নিলাম।ভাইয়া আপনি খুবই সুন্দর করে ওয়ালমেট টি তৈরি করেছেন। সুন্দর করে ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন যা দেখে খুব সহজেই তৈরি করা যাবে।সুন্দর ডাই পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার কাছে আমার এই ওয়ালমেট ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

ভাইয়া রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট করেছেন, দেখে অনেক ভাল লাগলো। আপনি সব সময় এত সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে জিনিস বানিয়ে শেয়ার করেন দেখে অনেক ভাল লাগে। অনেক ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

আমি সব সময় চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের উপহার দেওয়ার। এভাবে মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ।

খুব চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন এবং এটি ওয়ালে টানালে অনেক বেশি চমৎকার লাগবে। ধৈর্য সহকারে খুব ছোট ছোট ফুলগুলো ওয়ালমেট এ সংযুক্ত করাতে এটির সৌন্দর্য আরো বাড়িয়েছেন। ধন্যবাদ সব মিলিয়ে চমৎকার একটি ওয়ালমেট উপহার দেওয়ার জন্য।

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ এভাবেই সব সময় মন্তব্যের করে পাশে থাকবেন।

অনেক অনেক ধন্যবাদ সুগঠিত মন্তব্যের সুগঠিত একটি রিপ্লাই দেওয়ার জন্য।

ঠিক বলেছ, মানুষের জন্য এত সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো দেওয়ালে লাগানো হয় না। তবে এই ওয়ালমেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। বিশেষ করে কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ছিল। আর আমি দেখেছি এটা তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে। বিশেষ করে ফুলগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লেগেছে। এই ধরনের ওয়ালমেট তৈরি আমার ভীষণ ভালো লাগে।

এই ধরনের ওয়ালমেট তৈরি করতে আমারও ভীষণ ভালো লাগে। তাই তো সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে আকর্ষণীয় কিছু শেয়ার করার। ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্যের জন্য।

খুবই সুন্দর এবং কালারফুল একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন ঘরের দেয়ালে ঝুলিয়ে দিলে ঘরে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে। বিশেষ করে ওয়ালমেটে পুতির ব্যবহারটা খুব দারুণভাবে দেখিয়েছেন এজন্যই বেশি আকর্ষণীয় লাগছে।। ওয়ালমেট প্রস্তুত প্রণালী দারুণভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।।

আমার কাছেও পুঁতি দেওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে পুঁতি দেওয়ার কারনে আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। ছোট্ট মন্তব্যের সাহায্যে পাশে থাকার জন্য ধন্যবাদ।

আমার মনে হয় ভাইয়া এটা নিয়ে দুঃখ করার কোন কারন নেই। কারন নাশিয়ার মত বাচ্চারা তো খেলাই করবে। আর আমার মনে হয় এটাই আপনার তৃপ্তি। তবে আপনার বানানো ওয়ালমেটের প্রশংসা না করে পারছি না। অনেক সুন্দর হয়েছে ভাই।

সত্যি বলেছেন এটা আমার আরো তৃপ্তি। আপনার প্রশংসা পেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ জানাই এভাবে মন্তব্যের সাহায্যে প্রশংসা করার জন্য।

সত্যিই রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে সেগুলো যদি ঘরের দেয়ালে টানিয়ে রাখা যায় তাহলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখায়। কিন্তু আপনি টানিয়ে রাখতে পারেন না আপনার মেয়ের জন্য আসলে ছোট বাচ্চার কাগজের কোন কিছু দেখলে অনেক বেশি খুশি হয়। আপনার তৈরি এই রঙিন কাগজের ওয়ালমেট দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে।

ও যখনই এই ওয়ালমেট দেখেছিল সাথে সাথে দেওয়ার জন্য অনেক কান্নাকাটি করেছিল। খুবই ভালো একটি মন্তব্য করেছেন ধন্যবাদ।

নাশিয়া মামনির আনন্দের কাছে আপনার কষ্টগুলো কিছুই নয়। ভাইয়া আপনার তৈরি করা রঙিন কাগজের সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো পেয়ে মামনি অনেক খুশি হয় জেনে ভালো লাগলো। আসলে এসব ওয়ালমেট ঘরে লাগিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। তবে এগুলো যেহেতু মামনির ভীষণ পছন্দ তাই তাকে খেলতে দেওয়াই ভালো। ধন্যবাদ ভাইয়া দারুন একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন নাসিয়া মামনির আনন্দের কাছে আমার কষ্টগুলো কিছুই নাই। ওতো ওয়ালমেট পেয়ে অনেক খুশি হয়েছিল। যেন ওর হাত থেকে কেউ নিতে পারবে না নিলেই কান্না করে দেয়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনি খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন তাই তো সেগুলো দেখে নাশিয়া খুব খুশি হয়। আপনার আজকের কাজটিও বেশ ভালো লেগেছে আমার কাছে। কালার কম্বিনেশনটা দারুন হয়েছে। হলুদ রঙের ফুল গুলো সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি যখনই কিছু তৈরি করি তখনই নাসিয়া আমার কাছ থেকে এসে নিয়ে যায় খেলা করার জন্য। ও অনেক খুশি হয় এরকম জিনিস গুলো পেলে। ভালো লাগলো মন্তব্য পড়ে ধন্যবাদ।

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট দেখতে অসাধারণ লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি। পড়ে খুবই ভালো লেগেছে ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

ওয়ালমেট আগে দেখেছি কিন্তু এমন সুন্দর হোমমেড ডিজাইন দেখিনি। দারুণ বানিয়েছেন।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে এত চমৎকার ভাবে ওয়ালমেট তৈরি করলে খুবই ভালো লাগে দেখতে ।আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করি। আপনার ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে আসলে ফুলগুলো আকর্ষণীয়ভাবে ফুটে আছে।

আসলেই এই ওয়ালমেট যখন তৈরি করেছিলাম আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

রঙিন কাগজের খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সত্যি ভাই আপনার ওয়ালমেট দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ ছিল।

আমার ওয়ালমেট আমার কাছেই ভালো লেগেছে আপনাদের কাছে ও ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাই আপনাকে।

বাহ ভাই । ওয়ালমেটটি দেখতে দারুণ হয়েছে। এটা বাসার দেওয়ালে লাগালে সত্যি দারুণ লাগবে। ছোট ছোট ফুল গুলোর কারণে এটিকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। চমৎকার ভাবে তৈরি করেছেন ভাই। আমিও শুরু করবো শিগ্রই।

আমি তো দেয়ালে লাগাতে চেয়েছিলাম কিন্তু নাশিয়ার জন্য পারিনি যাই হোক মন্তব্য পড়ে ভালো লাগলো।

আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট টি দেখতে চমৎকার লাগছে ভাইয়া।এর আগেও আপনি ওয়ালমেট শেয়ার করেছিলেন, সেটাও দেখতে অনেক ভালো ছিল। এই ওয়ালমেটটার কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে।এতো সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ঠিকই বলেছেন আপনি ওয়ালমেট এর কালার কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে। আপনাদের মন্তব্য ফেলে খুবই ভালো লাগে। এভাবেই সব সময় পাশে থাকবেন।