( এসো নিজে করি ) আর্ট : অর্ধবৃত্ত এবং প্রজাপতির ম্যান্ডেলা আর্ট।

in hive-129948 •  11 months ago 

ABB 16 মার্চ 2k24 শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 02-23-2024 22.31_1.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অর্ধবৃত্ত এবং প্রজাপতির ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে অর্ধবৃত্ত এবং প্রজাপতির ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

আপনাদের মাঝে আমি আজকেও অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করার জন্য। আপনারা সব সময় আমাকে মন্তব্যের মধ্যে উৎসাহিত করেন। যা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি যখনই সময় পাই তখনই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। কারণ ম্যান্ডেলা আর্ট করার জন্য প্রচুর সময়ের প্রয়োজন হয়। এবং কি ধৈর্য আর দক্ষতার প্রয়োজন হয়। সময়, ধৈর্য এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ম্যান্ডেলা আর্ট করলে অনেক সুন্দর হয়। আসলে আর্ট করার জন্য বসলে কিসের আর্ট করব এটাই ভেবে পাইনা। ভাবতে ভাবতেই অর্ধেক সময় চলে যায়। তারপর মোবাইলের মধ্যে দেখতে লাগলাম কিসের ম্যান্ডেলা আর্ট করতে পারি। তারপর এরকম একটা আর্ট দেখলাম। তাই এরকম একটা আর্ট করলাম। এটা করতে আমার অনেক সময় লেগেছিল। কিন্তু আর্ট সম্পূর্ণ করার পর নিজের কাছেই দেখতে খুব ভালো লেগেছিল। আমি চেষ্টা করেছি এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার পদ্ধতি সুন্দর করে সবার মাঝে তুলে ধরার জন্য। যেন যে কেউ চাইলে এটি অংকন করতে পারে এবং সবার দেখার সুযোগ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার পদ্ধতি।

CamScanner 02-23-2024 22.31_1.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি পেন্সিল দিয়ে একপাশে অনেক সুন্দর করে কয়েকটা অর্ধবৃত্ত এঁকে নিলাম ছোট বড় করে। তারপর আরেক পাশে ছোট বড় করে অনেকগুলো প্রজাপতি এঁকে নিলাম।

IMG-20240227-WA0044.jpg

ধাপ 2️⃣

এরপর দুটি প্রজাপতির ভেতরে মার্কার দিয়ে কালো কালার করে নিলাম।

IMG-20240227-WA0048.jpg

ধাপ 3️⃣

এভাবে সবগুলো প্রজাপতির ভেতরে কালো মার্কার-কলম দিয়ে কালো করে নিলাম এবং চারপাশে ছোট ছোট করে অনেকগুলো ফোঁটা এঁকে নিলাম।

IMG-20240229-WA0006.jpg

ধাপ 4️⃣

তারপরে অর্ধ বৃত্তের ভেতরে অনেক সুন্দর করে ডিজাইন আঁকতে লাগলাম। এরপর ফুলের পাপড়ির মত করে ডিজাইন আঁকতে শুরু করলাম।

IMG-20240227-WA0046.jpg

ধাপ 5️⃣

এভাবে অনেক সুন্দর করে ফুলের মতো করে এঁকে নিলাম। এরপরের অর্ধবৃত্তটার ভিতরে আরেকটা ডিজাইন করতে শুরু করলাম।

IMG-20240229-WA0005.jpg

ধাপ 6️⃣

তারপর ভেতরের কিছু অংশ কালো করে নিলাম। এরপর উপরের খালি জায়গাটাতে কালো করতে লাগলাম।

IMG-20240227-WA0026.jpg

ধাপ 7️⃣

এভাবে এটা এঁকে নেওয়ার পর আরেকটা ফুলের ডিজাইন এঁকে নিলাম। তারপর আরো একটু বড় করে আরেকটা ফুলের ডিজাইন আঁকতে লাগলাম।

IMG-20240227-WA0020.jpg

ধাপ 8️⃣

এই ফুলটা এঁকে নেওয়ার পর আরও একটু বড় করে আরেকটা ফুলের ডিজাইন আঁকতে শুরু করলাম।

IMG-20240227-WA0027.jpg

ধাপ 9️⃣

এরপর ফুলগুলোর ভিতরে অনেক সুন্দর করে ডিজাইন এঁকে নিলাম। এভাবেই আমি আমার আজকের আর্ট সম্পূর্ণ করলাম। আশা করছি আপনারা আমার আজকের এই আর্ট পছন্দ করবেন।

IMG-20240227-WA0017.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 02-23-2024 22.31_1.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অর্ধবৃত্তের মধ্যে প্রজাপতির ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে। এ ধরনের আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। সময় ও ধৈর্য নিয়ে আপনি খুব সুন্দর একটি আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমি যখন এই আর্ট দেখেছি কখনো সিদ্ধান্ত নিয়েছিলাম করার জন্য। এমনিতেই প্রজাপতি আবার খুবই প্রিয়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রজাপতি ও অর্ধ বৃত্তের মধ্যে দারুন সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। খুব নিখুঁতভাবে অঙ্কনটি সম্পন্ন করেছেন। অংকনের প্রতিটি ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর হয়েছে আর আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

আমি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি একদম ঠিকই বলেছেন ম্যান্ডেলা আর্ট করতে অনেকটা সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অর্ধবৃত্ত এবং প্রজাপতির ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ম্যান্ডেলার ডিজাইনটি দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার কাছে আজকের ডিজাইনটি অনেক সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ভাই। আমি সবসময় চেষ্টা করি ভালো ম্যান্ডেলা আর্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে অর্ধবৃত্ত এবং প্রজাপতির ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমাদের নূর মোহাম্মদ ভাই এমন চমৎকার, চমৎকার জিনিস আমাদের মাঝে শেয়ার করেন যেটা প্রশংসা না করে থাকতে পারিনা। অর্ধ বৃত্তের মধ্যেও এমন প্রজাপতির আর্ট এমন ইউনিক আইডিয়া আপনি আমাদের মাঝে শেয়ার করলেন যে এটা অসাধারণ ছিল এবং আপনি আর্ট টাও একদম প্রফেশনাল ভাবে সম্পন্ন করেছেন।

Posted using SteemPro Mobile

এই নামের লোকটি কে? জাতি জানতে চায়?
আপনার মত বটে আমার অনেক বেশি ভালো লেগেছে ভাই। অনেক ধন্যবাদ।

যেকোনো আর্ট তৈরি করতে অবশ্যই নিজের দক্ষতার প্রয়োজন। নিজের দক্ষতা না থাকলে কোন কিছু তৈরি করা সম্ভব নয়। আপনি আজকে খুবই চমৎকার অর্ধবৃত্ত এবং প্রজাপতির মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। আর এটা ঠিক বলেছেন এগুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্য লাগে। আপনি খুব চমৎকার ভাবে তৈরি করেছেন এবং পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনি ঠিক বলেছেন ধৈর্য এবং সময় না দিলে এই কাজগুলো করা যায় না। আমি চেষ্টা করি সব সময় সুন্দর বর্ণনা করে পোস্ট করার জন্য।

অর্ধবৃত্ত এবং প্রজাপতির এত সুন্দর আর্ট করেছ দেখে আমার কাছে দেখতে খুব সুন্দর লেগেছে। এই ধরনের সুন্দর সুন্দর আর্ট গুলো দেখতে আমার কাছে ভালো লাগে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর করে পুরোটা সম্পূর্ণ করে। প্রত্যেকটা ডিজাইন ছিল অনেক বেশি নিখুঁত। এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে নিশ্চয়ই তোমার অনেক সময় লেগেছিল। একপাশে প্রজাপতি এবং আরেক পাশে ম্যান্ডেলা আর্ট হওয়াতে পুরোটা একেবারে দারুন লাগছিল। সত্যিই তোমার এরকম নিখুঁত কাজগুলোর প্রশংসা করতেই হচ্ছে। আশা করছি সুন্দর সুন্দর ম্যান্ডেলা গুলো সব সময় শেয়ার করবে সবার মাঝে।

প্রজাপতি আমার এমনিতে খুব প্রিয়। তার জন্য এই আর্টটি করেছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার আর্ট দেখে মুগ্ধ হলাম। আমিও আপনাদের দেখা দেখি শেখার প্রচেষ্টায় রয়েছি। চেষ্টা করব খুব শীঘ্রই সুস্থ হলেই এই সুন্দর সুন্দর হাট আপনাদের মাঝে দেখার মাধ্যমে তৈরি করে দেখাতে।

আপনি আমার ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লাগলো।

চমৎকার একটি অর্থ বৃত্ত ও প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম এই আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে আটটি সম্পন্ন করেছেন। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ।এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

হ্যাঁ ম্যান্ডেলা আর্ট করার জন্য সময় ও ধৈর্যের প্রয়োজন অনেক বেশি হয়।

ম্যান্ডেলা আর্টগুলো যেমন সুন্দর হয় তেমনি করতেও ভালো লাগে। তবে ধৈর্য ও সময় দুটোই লাগে। আপনার ম্যান্ডেলা আর্টটি সুন্দর হয়েছে ভাইয়া। ভিতরের ডিজাইনটা ভালো ছিল 😍

আমার ম্যান্ডেলা আর্ট সুন্দর হয়েছে শুনেই ভালো লাগলো। ধন্যবাদ।

ভাইয়া অর্ধবৃত্ত এবং প্রজাপতির খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই আর্ট সম্পূর্ণ করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। প্রজাপতি গুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। সব মিলিয়ে আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু অনেক সময় লেগেছিল এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে।

সময় এবং ধৈর্য ছাড়া কোন কিছু করা সম্ভব হয় না। আপনার ধৈর্য আছে বলেই আপনি সবসময় দারুন দারুন আর্ট শেয়ার করেন ভাইয়া। অর্ধবৃত্ত এবং প্রজাপতির ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

হ্যাঁ সময় এবং ধৈর্য ছাড়া এগুলো করা সম্ভব হয়।

ভাই আপনার শেয়ার করা এই অর্ধবৃত্ত এবং প্রজাপতির ম্যান্ডেলা আর্টটি দেখে অনেক ভালো লাগলো। আপনি যেই থিমে এই আর্টটি করেছেন, আমি বেশ কিছুদিন আগে এই থিমে একটি ওয়ালমেট করেছিলাম। যাইহোক, এই ধরনের আর্ট গুলো করতেও অনেকটা সময়ের দরকার পড়ে কারণ ছোট ছোট অনেক ডিজাইন করতে হয়, এই আর্টগুলোর ভিতরে। আমি নিজেও এমন ধরনের ম্যান্ডেলা আর্ট করি, সেইজন্য এই বিষয়টা জানি। যাইহোক, এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

আপনাদের উৎসাহিত মূলক মন্তব্যের জন্য ম্যান্ডেলা আর্ট করার প্রতি উৎসাহিত হয়েছি অনেক বেশি।