হ্যালো আমার বাংলা ব্লগ সম্প্রদায়ের সব বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এর আগে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমার পরিচিতি পর্ব নিয়ে পোস্ট করেছিলাম। এখন আমি আবার নতুন করে ভেরিফিকেশনের #abb-level01 এর জন্য আজকের পোস্ট করলাম।
আমার সম্পর্কে কিছু কথা :
আমার নাম নুরুল আলম রকি। আমার ইউজার নাম @narocky71। আমার বয়স ২৭ বছর। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি ফেনী জেলায় বসবাস করি। বর্তমানে আমি এ প্লাটফর্ম নিয়ে কাজ করে যাচ্ছি।আমার পরিবারের সদস্য সংখ্যা ছয় জন। আমি, আমার মা, আমার এক ছোট ভাই,এক ছোট বোন, আমার স্ত্রী এবং আমার একমাত্র মেয়ে। এদের সবাইকে নিয়ে আমার পরিবার।এর আগে আমি অনেকভাবে ব্যবসা করার চেষ্টা করি কিন্তু কোথাও সফলতা অর্জন করতে পারেনি। বর্তমানে এ স্টিমিট প্লাটফর্ম নিয়ে কাজ করছি। আমার স্ত্রী @tasonya ও এ ফ্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে।
আমার শখ
আমার শখ ফটোগ্রাফি করা। আমি বিভিন্ন স্থানের, বিভিন্ন জিনিসপত্র ফটোগ্রাফি করতে পছন্দ করি। বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি ভ্রমণ করতে পছন্দ করি। আমি যেকোনো জায়গায় ভ্রমণ করতে গেলে সেখানে ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই। এছাড়াও ইতিমধ্যে আমার ছবি আঁকা পছন্দ হতে শুরু করল। আমি এখন ছবি আঁকার চেষ্টা করি। আমি কিছুটা ছবি আঁকা শিখলাম। আমি এখন নিজে অনেক কিছু শেখার চেষ্টা করতেছি।
পড়াশোনা :
প্রথমে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করি। এরপর হাই স্কুলে ভর্তি হলাম। হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি পাস করলাম। এরপর আমি চট্টগ্রাম কলেজে ইন্টার মিডিয়াতে ভর্তি হলাম। ওইখানে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করি। এরপর আমি ওই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। পরবর্তীতে বাবা মারা যাওয়ার কারণে আর সামনে দিকে পড়াশোনা করা হলো না।
স্কিল সম্পর্কে :
আমার সবথেকে বড় স্কিল হচ্ছে ফটোগ্রাফি করা। আমি শুরু থেকেই ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি যে কোন কিছু নিয়ে ফটোগ্রাফি করতে পারি। এছাড়াও আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে ভালোবাসি। আগে আমি অনেক ম্যাক্রোফটোগ্রাফি করতাম। কিন্তু এখন আমার আরো কিছু স্কিল দেখা দিয়েছে যা আমি আগে কখনো এরকম করতাম না। বিশেষ করে এখন আমি ছবি আঁকার চেষ্টা করি। আমি অনেকটা শিখেছি ছবি আঁকতে। এছাড়াও আমি রঙিন কাগজ দিয়ে কিছু কারো কাজ করি যা আমি সদ্য শিখলাম।
পূর্বের ব্লগিং এর অভিজ্ঞতা নিজস্ব ক্রিটিভিটি সম্পর্কে :
আমি এর আগে বিভিন্ন কমিউনিটি তে কাজ করতাম। কিন্তু আমি বেশিরভাগ ফটোগ্রাফি নিয়ে কাজ করতাম। যেহেতু ফটোগ্রাফি আমার খুবই প্রিয় একটি বিষয়। আমি নিচে কোন ফটোগ্রাফি করতে পছন্দ করতাম এজন্য আমার বেশিরভাগ পোস্ট ফটোগ্রাফি নিয়ে। এছাড়াও আমি কিছু ডাই পোস্ট করেছিলাম কিন্তু খুবই কম। আমি ডাই ইভেন্ট নিয়ে কাজ সেরকম পারতাম না। কিন্তু এখন আমি বাংলা ব্লগে আসার পর থেকে ডাই ইভেন্ট এবং ছবি আঁকা দুটোই করার চেষ্টা করছি আমি। আমি এখন আস্তে আস্তে আকাশ শিখছি এবং একটু একটু আঁকতে পারি।
আমি যার কাছ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে জানতে পেরেছি
আমি প্রথমে আমার স্ত্রী @tasonya কাছ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির কথা শুনি। এবং অনেক বিষয় সম্পর্কে তার কাছ থেকে জানতে পারি। আমি প্রথমেই কমিউনিটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি নাই। কিন্তু আমার একজন বড় ভাইয়ের স্ত্রী @bristy1 এর থেকে বিস্তারিত জানতে পারি। তার কাছে বিস্তারিত কথা শুনে আমি এই প্লাটফর্মে কাজ করার আগ্রহ প্রকাশ করি। পরবর্তীতে ভাবলাম এখানে আমি কাজ করতে পারব। এবং ভবিষ্যতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এখন আমি এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছি নিয়মিত। এবং সারাজীবন কাজ করে যাব এই আশা করি।
abb-level01 প্রথম এবং দ্বিতীয় ক্লাস থেকে যা শিখলাম :
প্রথম দিনের ক্লাস জয়েন করেছিলাম একটু দেরি করে। জয়েন করার পর কয়েকজন ভাইয়ের কথা শুনে। তখন দেখলাম শুভ ভাই@shuvo35 ভাই খুব সুন্দর ভাবে ক্লাস নিচ্ছেন। ক্লাস থেকে থেকে আমি শিখলাম যে বিষয়গুলো তা বিবরণ নিচে দিলাম। প্রথমত তিনি বলেছেন ভেরিফাইড পোস্ট কিভাবে করতে হবে। যেমন একটি সাদা কাগজে নিজের পুরো নাম, আইডির নাম, প্রথম পরিচয় পর্ব করার তারিখ, আমার বাংলা ব্লগ লিখে একটি সেলফি তুলতে হবে। এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে হবে। @rme দাদা যে ভেরিফিকেশন পোষ্টের যে নিয়মাবলী দিয়েছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে। তারপর আমাকে হাত তুলে স্টেজে তুলে কথা বলতে বলে। এরপর আমি স্টেজে উঠে ভাইয়ের সাথে কথা বলি। এবং তিনি আমাকে কিছু প্রশ্ন করে সেগুলোর উত্তর দিয়ে থাকি। তারপর তিনি আমাকে ভেরিফিকেশনের পোস্ট করার জন্য বলল।
প্রথম দিনের ক্লাস
দ্বিতীয় ক্লাসে আমি যা যা শিখেছি। প্রথম ক্লাস থেকে দ্বিতীয় ক্লাশ অনেক গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ হলো তৃতীয় ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলে @shuvo35 ভাই। যেমন ১. plagiarism ২. Copyright©️ ৩. Spamming ৪. Farming ।
১. প্লেগারিজম
এককথায় বললে প্লেগারিজম বলতে চুরি করা বোঝায়। অন্যের পোস্ট ব্যবহার করা এবং ছবি ব্যবহার করা এগুলাই মূলত প্লেগারিজম। এক কথায় বলা যায় অন্যের ছবিও পোস্ট এনে নিজের আইডি তে করাকে প্লেজারিজম বলা হয়। প্লেগারিজম কোনভাবেই করা যাবে না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আমার বাংলা ব্লগ কমিউনিটি কখনোই প্লেগারিজম মেনে নেবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. কপিরাইট©️
কপিরাইট বলতে আমি যা বুঝেছি গুগল থেকে কোন লেখা এবং ছবি কপি করে আমার নিজের লেখা বলে চালিয়ে দেওয়া অথবা পোস্ট করা। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আমি যদি কপি করে নিজের বলে চালিয়ে দিই তাহলে তা কপিরাইট হবে। অন্য কারো তোলা ছবি এমনকি গুগোল এ সব রকমের ছবি দেওয়া থাকে ওইখান থেকে কোন ছবি যদি আমি নিজের বলে চালিয়ে দিই তাহলে তা কপিরাইট হবে। আমার বাংলা ব্লগ নিজের করা সব রকমের সৃজনশীলতা কে প্রাধান্য দেয় কিন্তু তা সম্পূর্ণ নিজের হতে হবে। অন্য কারো লেখা নিজের বলে চালিয়ে দেওয়া কিছুতেই মেনে নেবে না। কিন্তু ও যদি এখন তো কোন প্রয়োজন হয় সে ক্ষেত্রে কিছু ফ্রি ওয়েবসাইট রয়েছে যার থেকে ছবি নেওয়া যাবে যেখানে কোন কপিরাইট নেই। কিন্তু নিজের তোলা ছবি সবথেকে বেস্ট।
৩. স্প্যামিং
স্পামিং বলতে আমি যতটুকু বুঝেছি তা হল আমার নিজের কোন পোস্ট একটা কমিউনিটিতে করে কিছুদিন পরপর ওই একই পোস্ট কয়েকবার করা। অথবা এক কমিটিতে পোস্ট করে পোস্ট বিভিন্ন কমিউনিটিতে বারবার করা। এছাড়াও কোন লেখা এবং কোন ছবি আমার নিজের হলেও তা আমি কয়েকবার ব্যবহার করা। এছাড়াও প্রফেসর আমাদেরকে আরও বলেন শর্ট কোন কমেন্ট করা যেমন গুড, নাইস, এরকম কোন কমেন্ট করাকেও স্পামিং বলে।
৪. ফার্মিং
একজন ব্যক্তি অনেকগুলো আইডি ব্যবহারকারীকে ফার্মিং বলা হয়। যেমন, ইউজার একজন কিন্তু একজন ইউজারের কয়েকটা আইডি থাকে এবং একজন ইউজার কয়েকটা আইডি ব্যবহার করে ফেক আইডি হিসেবে এটাকে ফার্মিং বলা হয়। আমার বাংলা ব্লগ কমিউনিটি একজন একটা মাত্র আইডি চালাতে পারবে সে কোন কিছু না পারলে তাকে সাহায্য করা হবে কিন্তু কোনোভাবেই একজন ব্যক্তির কয়েকটা আইডি মেনে নিবে না। এসব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন ক্লাসে।
২য় দিনের ক্লাস
শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য দেখে আমার খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা দেখে মনে হচ্ছে আপনি কপিরাইট এবং স্পামিং বিষয়টা নিয়ে পুরোপুরি পরিষ্কার ধারণা পাননি। আপনি আর একটা ক্লাস এটেন্ড করুন। তারপর আপনাকে level-1 ট্যাগ দেয়া হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rupok ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে বিষয়টি জানানোর জন্য, আমি সর্ব মোট তিনটি ক্লাস করেছি। কিন্তু দ্বিতীয় ক্লাস করার পর আমি আমার পোস্টটি করলাম। তৃতীয় ক্লাসে কপিরাইট এবং স্পামিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে পেরেছি। এখন আমি যদি আবার বিস্তারিত ভাবে তুলে ধরি। আমি যদি এখন এডিট করে বিষয়টা বিস্তারিত লিখি তাহলে কোন সমস্যা হবে। প্রয়োজনে আমি আবার ক্লাস করে শিখব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা এডিট করে আমাকে জানান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rupok ভাই আমি এডিট করে পোস্টটি দিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit