ABB 4.2.25 ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাটক রিভিউ। নাটকের নাম হচ্ছে স্কুল গ্যাং সিজন ২ । নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে । বেশি দিন ধরে আমি এই নাটকটি দেখছিলাম। যদি এটা অনেক আগেই বের হয়েছে। তবে যেহেতু এই নাটকটি বেশ কিছুটা পর্ব তৈরি করা হয়েছে, তাই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটা একটা করে পর্ব শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে নাটকের ১৪ পর্ব টা শেয়ার করবো। আশা করি রিভিউটা পড়ে আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | স্কুল গ্যাং সিজন ২ |
---|---|
কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা | আর্থিক সজীব। |
অভিনয়ে | শহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, তামিম খন্দকার, শায়লা সাথী, সিয়াম মৃধা , আরোহী মিম, মিরাজ খান, আদর আহমেদ , নাজিয়া বর্ষা, সাকিব সিদ্দিকি, অনন্যা ইসলাম, শোয়েব শান্ত , রকি খান, ফারুক আল ফারুকী সহ আরো অনেকে। |
প্রধান সহকারী পরিচালক | মামুন অর রশিদ |
সম্পাদনা | সাইদুর রহমান সবুজ |
মিউজিক | বি এইচ পারভেজ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, মিরাজ আর সাকিব তার ফ্যামিলির কাছ থেকে টাকা চাচ্ছে তাদের বন্ধুর জন্য। আর তারা কিছু টাকা ম্যানেজ করে। অন্যদিকে সাথী আর নাজিয়াও কিছু টাকা ম্যানেজ করে। তারা দুইজন ৩৫ হাজার ৫০০ টাকা ম্যানেজ করে। সাকিব আর শান্ত ১৭০০০ টাকা ম্যানেজ করে। আর তারা সবাই মিলে মোট ২০৫০০০ টাকা ম্যানেজ করে। তাদের আরো অনেক টাকার প্রয়োজন। তারা এসব কিছু বলার সময় শান্তর বাবা শোনে। আর তিনি বলতে থাকে তিনি তো এখনো কোনো টাকাই ম্যানেজ করতে পারছেন না। আর তাদের এসব কাজ দেখে শান্তর বাবা অনেক কান্না করতে থাকে। আর তিনি ওই লেখাটা দেখান। আর এটা দেখে তারা অনেক কান্না করতে থাকে। তারপর তারা নিজেরা একেবারে সবগুলো টাকা ম্যানেজ করবে বলে।
আর তখন সাথী কাগজটা নিয়ে সবাইকে বলে তারা সবাই সাহায্যের জন্য সাধারণ জনগণের কাছে হাত পাতবে। আর তারা দুইটা দল ভাগ করে নিজেদের মধ্যে। তখন তারা শান্তর বাবাকে সান্ত্বনা দেয়। আর তারা দুইটা বক্স নেয় আর তার সেই বক্সে শান্তকে বাঁচাতে এগিয়ে আসুন এটা লিখে। আর দুই দলে ভাগ হয়ে মানুষের কাছ থেকে সাহায্য চায়। এক পর্যায়ে তাদের সাথে তামিমের দেখা হয়। মিরাজ অন্য দিকে চলে যাওয়ার কথা বললেও সাথী বলে তামিম অনেক ভালো মানুষ। আর শান্তর জন্য হলেও সবার কাছে হাত পাততে হবে। তামিল তো এগুলো দেখে না জানার ভাঙ ধরে। তখন তামিম নিজের কাছে যত টাকা ছিল টাকাগুলো তাদেরকে দিয়ে দেয়। আর সে এটাও বলে সে নাকি এখন কাজের জন্য শহরের বাহিরে যাচ্ছে। যেন কোনো কিছু প্রয়োজন হলে তাকে খবর দেয়। এরপর তারা ওখান থেকে চলে যায়।
সাকিব আর নাজিয়া যখন টাকা চাচ্ছিল তখন সাকিব তাকে তার পরিবারের কথা বলে। আর তাকে বাসায় পাঠিয়ে দেয়, কারণ তার মা অনেক চিন্তা করবে তার জন্য। অন্যদিকে এসব কিছু অনন্যা দেখছিল। আর সাকিবকে ধান্দাবাজ বলতে থাকে। এভাবে তাকে বিভিন্ন কথা বলতে থাকে। কিন্তু সাকিব প্রথমে তাকে কিছুই বলছিল না। আর তাকে তখন সবকিছুই বলে, তখন অনন্যা তার কাছে মাফ চায়। আর সাকিব অনন্যাকে জানিয়ে দেয় আর কখনো সে তাকে ডিস্টার্ব করবে না। কিন্তু অনন্যা বলে সে ডিস্টার্ব করলে নাকি তার কাছে ভালোই লাগে। আর অনন্যা তার সাথে কিছুক্ষণ টাকা তোলার কথা বলে। এরপর তারা দুজন মিলে টাকা তুলতে থাকে শান্তর জন্য। অন্যদিকে শান্তর বাবা হসপিটালে বসে বসে অনেক কান্না করছিল শান্তর জন্য।
তখনই ওখানে সাথী আর মিরাজ আসে। আর ওনাকে কান্না করার জন্য বারণ করে। ওনাকে শক্ত হওয়ার জন্য বলে। আর তাকে এটা আশ্বাস দেয় শান্ত সুস্থ হয়ে উঠবে। তিনি ভিক্ষা করে টাকা জোগাড় করার কথা বলে। কিন্তু তারা তাকে এটা দেয় না। তারা এটাও জানায় কালকে স্কুলে গিয়েও তারা টাকা তুলবে। আর তখন ডাক্তার আসে। আর তাদেরকে আবারো জানিয়ে দেয় শান্তর যদি ২৪ ঘন্টার মধ্যে জ্ঞান না আসে তাহলে অপারেশন করাই লাগবে। তারপরে আমরা নাজিয়াকে দেখতে পাই বাসায় এসেছে। আর আসার সাথে সাথে তার মা তাকে স্বর্ণের চেইনের কথা বলে। কিছুক্ষণ পর নাজিয়া তার মাকে শান্তর বিষয়টা জানায়। তারপরে শান্তর বাবাকে দেখতে পাই, দোকান বিক্রির জন্য লোক খুঁজছে।
আর সবাইকে ফোন করছে। অন্যদিকে তার বন্ধুরা একসাথে হয়ে টাকার কথা বলতে থাকে। আর তখন ওখানে শান্তর বাবা আসে। আর তাদেরকে দোকান বিক্রির জন্য কাস্টমার খোঁজার বিষয়টা বলে। আর তারা বন্ধুরা হাসপাতালেই রাতে থাকবে বলে। এরপর আমরা নার্সকে দেখতে পাই ডাক্তারকে শান্তর কথা বলে, সে নাকি অনেক চটপট করছে। আর ডাক্তার এসে তাকে দেখে। আর নার্স কে কিছু একটা দেওয়ার জন্য বলে ওখান থেকে চলে যায়। আর ডাক্তার আগামীকাল অপারেশন করবে এটা সবাইকে জানায়। যেহেতু ২৪ ঘন্টা হতে বিকাল তিনটা হবে, তাই তারা সকালের মধ্যেই টাকা ম্যানেজ করার চিন্তা করে। আর তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
এই পর্বে আমরা দেখতে পাই, শান্তর সব বন্ধুরা তার চিকিৎসার জন্য বিভিন্ন রকম ভাবে টাকা ম্যানেজ করার জন্য চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে কয়েক লক্ষ টাকা ম্যানেজ করতে পেরেছে। অন্যদিকে আগামী কালকেই অপারেশন হবে বলে ডাক্তার তাদেরকে জানিয়েছে। তাই তাদেরকে সকালের মধ্যেই সব টাকা ম্যানেজ করতে হবে। তার বন্ধুরা চেইন, আংটি, মোবাইল সবকিছু বিক্রি করে দিয়েছে। শান্তর অবস্থা আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে আসে, তাহলে সঙ্গে সঙ্গে অপারেশন করা লাগবে। এখনো পর্যন্ত ২৪ ঘন্টা না হওয়ায় ডাক্তার ভালো করে কিছুই বলতে পারছে না। দেখা যাক তারা সব টাকা কিভাবে ম্যানেজ করে, আর শান্তকে বাঁচাতে পারে কিনা। আর এসব কিছু আমরা আগামী পর্বে জানতে পারবো। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আগামী পর্ব শেয়ার করার জন্য। আশা করছি আপনারা সবাই সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
আপনি আজকে চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া।আমি তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই নাজিয়া বর্ষা, সাকিব, আরোহী মিম,মিরাজ এদের নাটক গুলো দেখি। উনাদের নাটক গুলো এবং উনাদের সবার অভিনয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি লাইভ দেখতেছি। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট শেয়ার করতে পেরে ভালো লেগেছে। এই পর্বের রিভিউ টা আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/NARocky4/status/1885908614789116384?t=wGp43QgvZRWsX0g6TTQsfg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে নাটকটির ১৮ পর্ব রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। মিডিয়াতে এখন এই অভিনেতাদের প্রচুর নাটক চলছে। এরা অনেক ভালোই অভিনয় করে। যদিও এতটা সময় হয়ে ওঠেনা নাটক দেখার। তারপর মাঝে মাঝে কিছুটা অংশ দেখা হয়। আপনার এই নাটকটি রিভিউ পরে বুঝতে পেরেছি অনেক সুন্দর একটি নাটক। তাই নাটক না দেখলেও এখানে আপনাদের রিভিউ এর মাধ্যমে অনেক নাটক সম্পর্কে ধারণা পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এভাবেই চেষ্টা করবো নাটকটার প্রতিটা পর্বের রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্কুল গ্যাং নাটক দেখেছি তবে পর্ব ভাবে দেখা হয়নি এলোমেলোভাবে দেখা হয়। আজকে আপনি ১৪ তম পর্ব রিভিউ করেছেন। এই পর্বের শেষের দিকে শান্ত অনেক অসুস্থ হয়ে যায় এবং ওনার অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে। কিন্তু কিভাবে শেষ পর্যায়ে টাকা ম্যানেজ করেছে আমিও দেখিনি আপনার পোষ্টের মাধ্যমে দেখার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে টাকা ম্যানেজ করে এটা আশা করি পরবর্তী পর্বে দেখতে পাবেন। এই পর্যন্ত অপেক্ষায় থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটি সরাসরি ভিডিও না দেখলেও তবে রিভিউ আকারে নাটকটির বিষয়বস্তু পড়তে পারলাম। আসলে নাটক না দেখলেও রিভিউ করলে মোটামুটি কিছুটা হলেও প্রতিচ্ছবি মাথায় এসে যায়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া। সুন্দর করে রিভিউ টা শেয়ার করতে পেরে ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে তুমি অনেক সুন্দর করে স্কুল গ্যাং নাটকের ১৪ তম পর্বের রিভিউ সবার মাঝে শেয়ার করেছ। সবগুলো পর্বের মতো এই পর্বের রিভিউ টাও খুব ভালো লেগেছে আমার কাছে। শান্তর সব বন্ধুরা মিলে দেখছি অনেক বেশি চেষ্টা করছে টাকা যোগাড় করার জন্য। আশাকরি শান্তকে সবাই মিলে বাঁচাতে পারবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখা যাক শান্তকে বাঁচাতে পারা যায় কিনা। এটা খুব শীঘ্রই জানতে পারবো আমরা পরবর্তী পর্বের মাধ্যমে। আমি চেষ্টা করবো তাড়াতাড়ি শেয়ার করার জন্য পরবর্তী পর্ব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মাঝেমধ্যে সুযোগ পেলে এই সমস্ত নাটকগুলো একটু দেখার চেষ্টা করি। ভালো লাগে বিভিন্ন ধরনের নাটক গুলো দেখে। তবে অতীতের নাটক গুলো আমার কাছে বেশি ভালোলাগার। যায়হোক এই নাটকটার বেশ কিছু পর্ব আমার দেখা রয়েছে। স্কুল গ্যাং সিজন 2 এর ১৪তম পর্বটা অনেক সুন্দর করে রিভিউ করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পর্বের রিভিউটা আপনার কাছে এত ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ ভাই সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্কুল গ্যান নাটকটি একটি জনপ্রিয় নাটক। এই নাটকের বেশ কিছু পর্ব আমার দেখা হয়েছে। নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকের অভিনয় চমৎকার। নাটকের এই পর্বে বন্ধুদের এক উদাহরণ দেখা যায়। বন্ধুত্ব আসলে কি নাটকটি দেখলে বোঝা যায়। খুব সুন্দর একটি নাটক গুছিয়ে বর্ণনা করে আমাদের মাঝে রিভিউ আকারে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ অনেক সুন্দর বন্ধুদের উদাহরণ দেখা যায়। আমার কাছে তো খুব ভালো লাগে নাটকটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্কুল গ্যাং সিজন ২ আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। আমি আপনার পোস্টের মাধ্যমে এই নাটকের আরও কয়েকটি পর্ব দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। আজকেও আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকারভাবে আজকের পর্বের কাহিনী আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার নাটক রিভিউ খুবই দুর্দান্ত হয়েছে। আজকে গল্প খুব দারুন ছিলো। ধন্যবাদ আপনাকে নাটক রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার নাটক রিভিউ অনেক দুর্দান্ত হয়েছে শুনে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ আপনি স্কুল গ্যাং সিজন ২ নাটকের ১৪ তম পর্ব রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি । রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর। পরবর্তী পর্বগুলোর রিভিউ দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব সময় চেষ্টা করছি ভালোভাবে নাটকের প্রতিটা পর্বের রিভিউ শেয়ার করার জন্য। আশা করি প্রতিটা পর্বের রিভিউ পড়বেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit