"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৪ || আমার করা প্রাকৃতিক দৃশ্য অংকন।steemCreated with Sketch.

in hive-129948 •  last year 

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1695127267150.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেইন্টিং । আর সবার প্রথমে আমাদের মাঝে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ জানাই। প্রতিযোগিতা দেখলেই আমার কাছে ভীষণ ভালো লাগে। কারন আমি সব সময় প্রতিযোগিতায় জয়েন করার চেষ্টা করি। আগে খুব একটা আঁকা আঁকি না করলেও আমার বাংলা ব্লগে আসার পর থেকে বেশ ভালই আঁকা শিখেছি। তাই জন্য এবারের প্রতিযোগিতার বিষয়টা দেখেও ভালো লাগলো। সত্যি বলতে এখন বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করি। তাই জন্য প্রতিযোগিতা দেখেই ভেবে নিলাম আমিও খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকার চেষ্টা করব। তবে আসলে এই দৃশ্যটা আকাঁর ক্ষেত্রে সোনিয়া আমাকে খুবই সাহায্য করেছে। আসলে আমি এমন একটা দৃশ্য আঁকতে চাইছিলাম যেখানে, প্রাকৃতিক সৌন্দর্য থাকবে। তাই জন্য আমি আমার এই দৃশ্যের মধ্যে আকাশ, খুব সুন্দর পাহাড়, তার সাথে ঝরনা, গাছপালা এবং ফুলের বাগান দেওয়ার চেষ্টা করেছি। আসলে এই ধরনের পেইন্টিং গুলো করা খুবই কঠিন কাজ। তারপরেও চেষ্টা করেছি ভালোভাবে করার। জানিনা কতটা পারফেক্ট ভাবে করেছি। তারপরেও চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

1695127267150.jpg

উপকরণ

• ক্যানভাস বোর্ড
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
• মাস্কিং টেপ

IMG_20230919_101420.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি উপরের দিকে আকাশে কালার এবং সাদা কালার দিয়ে রং করে নিলাম।

IMG_20230919_102340.jpg

ধাপ 2️⃣

তারপর নীল রঙের সাথে সবুজ এবং একটু সাদা কালার মিশিয়ে পাহাড়ের মত করে এঁকে নিলাম।

IMG_20230919_103538.jpg

ধাপ 3️⃣

এরপরে হালকা আকাশি কালার এবং সাদা কালার দিয়ে পাহাড়ের উপরের অংশ হাইলাইটস করে নিলাম।

GridArt_20230919_142416370.jpg

ধাপ 4️⃣

এরপরে পাহাড়ের নিচের অংশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে একটু রং করে নিলাম।

GridArt_20230919_142527650.jpg

ধাপ 5️⃣

এরপরে নিচের অংশে কতগুলো গাছ এঁকে নিলাম দুই পাশে। নিচের আরো কিছু অংশের দুই পাশে টিয়া কালার দিয়ে রং করে নিলাম।

GridArt_20230919_142700924.jpg

ধাপ 6️⃣

এরপরে মাঝখানের অংশে হালকা আকাশি কালার দিয়ে পানির কালার করে নিলাম।

GridArt_20230919_142735697.jpg

ধাপ 7️⃣

তারপর সাদা কালার দিয়ে ঝরনার পানির মত করে এঁকে নিয়েছি। নিচে পানির কালার এর মতো রং করে নিলাম।

GridArt_20230919_142815503.jpg

ধাপ 8️⃣

এরপরে দুই পাশের অংশে হলুদ এবং কমলা কালারের কতগুলো ফুলের মত দিয়ে দিলাম। নিচের অংশে মেজেন্ডা কালার এবং সাদা কালার দিয়ে কতগুলো ফুল এঁকে নিলাম।

GridArt_20230919_143000825.jpg

ধাপ 9️⃣

এরপরে সবুজ কালার দিয়ে ফুলগুলোর নিচের অংশ চিকন চিকন করে এঁকে নিলাম।

GridArt_20230919_143020909.jpg

ধাপ 🔟

এরপর উপরের অংশে কালো রং দিয়ে কতগুলো উড়ন্ত পাখি এঁকে দিলাম।

IMG_20230919_121404.jpg

ফাইনাল আউটপুট

1695127267214.jpg

1695127267247.jpg

1695127267165.jpg

1695127267181.jpg

1695127267131.jpg

1695127267198.jpg

1695127267150.jpg

1695127267293.jpg

1695127267231.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সকাল সকাল বেশ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি প্রতিযোগিতায় বেশ সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। আজকের প্রাকৃতিক দৃশ্যটি সত্যি অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আসলে প্রতিনিয়ত আমি সকালে পোস্ট করার চেষ্টা করি। এজন্য প্রতিযোগিতার পোস্টটি ও সকালে করেছি। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

খুব সকালে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে পেরে সত্যি অনেক ভালো লাগলো।
কালার কম্বিনেশন টা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন যার জন্য সৌন্দর্যটা একটু বেশিই ভালো লাগলো।
বিশেষ করে পাহাড়-পাখি এবং নদীর দুধার দিয়ে ফুটে থাকা সুন্দর ফুল অসাধারণ।
অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইজান আপনার জন্য।

Posted using SteemPro Mobile

আসার পরে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লেগেছে ভাই। আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য আরো বেশি ভালো লেগেছে।

অত্যন্ত সুন্দর একটা ছবি অংকন করেছেন ভাইয়া। ছবিটা দেখতে যেমন মোবাইল ফোনে তোলা ছবির মত লাগছে। একদম জ্বলজ্বল করে ভাসছে যেমন দৃশ্যের ছবি। ছবিটা দেখে মনে হচ্ছে যেন হিমালয়ের পাঁচ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আমি পাহাড় গুলোকে দেখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি চিত্রাঙ্কন আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আসলে ভীষণ ভালো লাগে এ ধরনের কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করতে।

প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তোমার অংশগ্রহণ দেখে ভালো লেগেছে অনেক বেশি। আর প্রতিযোগিতা উপলক্ষে অংকন করা এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে, আমি তো একেবারে এটির মাঝে হারিয়ে গিয়েছিলাম। পুরোটা এতটাই সুন্দর হয়েছে যে বলার মতো না।

তোমার সহযোগিতা পেয়ে আমি এই আর্ট করেছিলাম। তোমার সহযোগিতা না পেলে হয়তো এটা করা সম্ভব হতো না। অনেক ধন্যবাদ তোমাকে।

আপনার আর্টের হাত তো দারুণ রকিভাই!! আপনার অংশগ্রহণ এর এই আর্টটি খুবই চমৎকার হয়েছে। আসলে এইসব দেখলে সহজ লাগে, কিন্তু রঙ নিয়ে এমন ডিটেইলস গুলো ফুটিয়ে তোলা এতও সহজ না। আপনি রঙ এর মেলবন্ধনে ডিটেইলস গুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো রকি ভাই।

Posted using SteemPro Mobile

আপু আপনার কাছে দারুণ লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। আসলে প্রশংসা করলে অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন। পাহাড়ের গায়ে সে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যময় দৃশ্যটি আপনি ফুটিয়ে তুলেছেন। আমার দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার তৈরি পোষ্ট আমার কাছে দেখতে ভাই আসলেই বেশ অসাধারণ লেগেছে। আসলে এরকম ভাবে পোস্ট তৈরি করা সত্যি অনেক ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনার তৈরি পাহাড়ের দৃশ্য দেখতে আমার কাছে সব থেকে বেশি দারুণ লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অনেক বেশি ভালো লাগে। এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক তো ভালো হলো তাহলে আপু আপনাকে অনেক সাহায্য করেছে। আপনি যেমন চেয়েছেন তেমন একটি দৃশ অঙ্কন করলেন। পাহাড় থেকে খুব সুন্দর করে ঝর্নার পানি বেয়ে চলে আসতেছে। দৃশ্যটি খুবই সুন্দর ছিল চারপাশের পরিবেশ। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে শেয়ার করার জন্য।

তার সহযোগিতা না থাকলে তুলি ধরা শিখতে পারতাম না। অনেকদিন পর তুলি দিয়ে আর্ট করেছে। একটা সময় প্রতিনিয়ত পেইন্টিং গুলো করতাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর ভাবে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ফুটে উঠেছে পাহাড়ের দৃশ্য ফুলের দৃশ্য গাছের দৃশ্য নদীর দৃশ্য পাশাপাশি উড়ন্ত পাখি। এই সমস্ত অসাধারন দৃশ্যগুলো দেখতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আশা করি এভাবে আপনি আমাদের মাঝে পরবর্তীতে এমনি অনেক সুন্দর দৃশ্য অংকন করে দেখাবেন।

পাখিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাই। আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক আনন্দিত।

ওহ অসাধারণ। আপনি দেখছি খুবই সুন্দর একটি প্রকৃতির ছবি অঙ্কন করে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। আপনি প্রতিযোগিতায় অংশ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আরো বেশি ভালো লাগলো আপনার চিত্র অংকন দেখে অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

আমি সবসময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে

নদীর দুইপাশ দিয়ে বিভিন্ন ফুল ফুটেছে আর আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে সেইসাথে চারিপাশে সবুজ পরিবেশ বেশ ভালো লেগেছে আবার পেছনে পাহাড় এই সৌন্দর্যটা আরো নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। সুন্দর আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

আমার কাজগুলো সবসময় চেষ্টা করে নিখুঁতভাবে করার জন্য। আপনার কাছে সুন্দর মন্তব্যে অনেক আনন্দিত।