রঙিন কাগজ দিয়ে খরগোশের মত কলমদানি তৈরি” By nasrin111 [10% @shy-fox + 5% abb-school]

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুয়ালাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি বাংলাদেশের 🇧🇩 সিরাজগঞ্জ জেলায় বসবাস করি।

IMG-20220702-WA0003.jpg
আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি কাগজের কলমদানি এটা দেখতে অনেকটা খরগোশের মত। কয়েক দিন হল চিন্তা করছি কিছু একটি তৈরি করব কাগজ দিয়ে । তাই আজকে কাগজ দিয়ে একটি কলম দানি তৈরি করেছি। এখন কলম দানিটি কিভাবে তৈরি করেছি পুরো প্রসেসটি আপনাদের সামনে উপস্থাপন করছি । আশা করি আপনাদের "কাগজের কলম দানিটি" ভাল লাগবে।
সবসময় আমার নতুন কিছু তৈরি করতে ভালো লাগে
সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরতে। চলুন শুরু করা যাক।

IMG-20220703-WA0000.jpg

প্রয়োজনীয় উপকরণ :

  • সাদা ও গোলাপী কালার কাগজ

  • টিস্যুর রোল 2 টি

  • মোটা বাদামি কাগজ।

  • কাঁচি

  • আঠা

ধাপ-১

IMG-20220702-WA0004.jpg

প্রথমে মোটা বাদামি সাদা কাগজ দিয়ে আঠা সাহায্যে মুড়ি নিলাম।

ধাপ-২

IMG-20220702-WA0013.jpg

একিভাবে টিস্যু রোল দুটি সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম।

ধাপ-৩

IMG-20220702-WA0008.jpg

এরপর একটি গোলাপি কাগজ দুই ভাঁজ করে পেন্সিল দিয়ে কানের মত আঁকিয়ে নিলাম ।

ধাপ-৪

IMG-20220702-WA0005.jpg

একইভাবে সাদা কাগজ পেন্সিল দিয়ে আঁকিয়ে নিয়ে সাদা ও গোলাপি কাগজ খরগোশের কানের মত করে কেটে নিলাম।

ধাপ-৫

IMG-20220702-WA0011.jpg

এরপর সাদা কাগজের উপরে আঠা দিয়ে গোলাপি কাগজ লাগিয়ে দুটি কান তৈরী করে নিলাম।

ধাপ-৬

IMG-20220702-WA0012.jpg

এরপর মোটা কাগজের উপর টিস্যু রোল দুটি এবং কানদুটি আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৭

IMG-20220702-WA0010.jpg

এরপর চোখ বানানোর জন্য দুটি সাদা কাগজআপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন গোল করে কেটে নিলাম তার চেয়ে একটু ছোট করে দুটি কালো কাগজ কেটে নিয়ে আঠা দিয়ে সাদা কাগজের উপরে কালো কাগজটি লাগিয়ে চোখ বানিয়ে নিলাম।

ধাপ-৮

IMG-20220702-WA0009.jpg
এবার চোখ দুটি লাগিয়ে নিলাম।

ধাপ-৯

IMG20220703105100.jpg

এরপর ছয়টি চিকন করে কালো কাগজ এবং একটি গোলাপি কাগজ গোল করে কেটে নিলাম।

শেষ ধাপ

IMG-20220702-WA0015.jpg

সবশেষে খরগোশের নাক আর দুপাশে তিনটি করে খরগোশের লোম আঠা দিয়ে লাগিয়ে নিলাম। আর এভাবে শেষ হয়ে গেল সুন্দর কাগজের তৈরি খরগোশ আকৃতি একটি কলমদানি , আসা করি আপনাদের সবার ভালো লেগেছে। আাচ্ছা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।

banner-abbVD.png

ফোনের বিবরণ

ফোনRealme C17
ধরণরঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি।
ক্যমেরা মডেলC17
ক্যাপচার@nasrin111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20211119_185440_719.jpg

আমি মোছা.নাসরিন খাতুন।বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি একজন ভ্রমণপিপাসু মানুষ। ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।এছাড়াও অবসর সময়ে আমি বই পড়ি।বই পড়তে আমার খুবই ভালো লাগে।সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও রঙিন কাগজ দিয়ে খরগোশ আকৃতির চমৎকার একটি কলমদানি তৈরি করেছেন। যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি কলমদানি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

image.png

দেখছি রঙিন কাগজ এবং টিস্যু রোল দিয়ে অনেক সুন্দর কলমদানি তৈরি করেছেন। এরপর কলমদানি টাকে খুব সুন্দর খরগোশ তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো। এইরকম ড্রাই পোস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে এটা তৈরি করতে আপনার অনেকটা সময় লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে খরগোশের মত কলমদানি তৈরি ভালো লেগেছে আপু। আপনি ভালো লাগার মত একটি প্রজেক্ট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার দক্ষতায় সুন্দরভাবে এই কলমদানি তৈরি করে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা খরগোশের মত কলমদানির অরগেমি টা দেখতে বেশ দারুন হয়েছে। অসাধারণ ছিল আপনার কারু কাজ। আমার বাংলা ব্লগ সব সময় ইউনিক জিনিসগুলোই পছন্দ করে। সেরকম একটি কাজ আপনি করেছেন। শুভেচ্ছা রইল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে খরগোশ এবং কলম দানের খুবই সুন্দর একটি ক্রাফ্ট প্রস্তুত করেছেন এ ধরনের ক্রাফ্ট ঘরে সো পিচ হিসেবে রেখে দিলে ঘরে সৌন্দর্য বাড়িয়ে দেবে সুন্দর উপস্থাপনা করেছেন প্রস্তুত প্রণালীর শুভেচ্ছা রইল আপনার জন্য

রঙিন কাগজ দিয়ে খরগোশের মত কলমদানি তৈরি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই কলমদানি তৈরি করেছেন। আসলে আপনার কলমদানির ধাপে ধাপে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। দেখে শিখতে পারলাম, পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

কাগজ দিয়ে যে এতো সুন্দর কলমদানী বানানো যায় জানা ছিলো না। আপনি অনেক সুন্দর ভাবে খরগোসের আকৃতি নিয়ে একটা কলমদানী তৈরি করেছেন। আপনার কলমদানী আমার অনেক পছন্দ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

আপনি রঙ্গিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে তৈরি করলে বেশি টাকাও লাগবে না। টেবিলে সুন্দর একটি কলমদানিও থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

রঙিন কাগজের এই কলমদানি ভালো লেগেছে আমার। বিশেষ করে আপনি অনেক সুন্দর ভাবে খরগোশের মত করে এই কলমদানি তৈরি করতে চেয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা কলমদানি সত্যি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এবং সেইসাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।

আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে খরগোশের মত কলমদানি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো এত সুন্দর ভাবে সাজিয়ে আমাদের মাঝে আপনি ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। মনে হয় খুব সময় নিয়ে আপনি সুন্দরভাবে কাজটি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

বাহ আপনার আইডিয়া বেশ ভালো। রঙিন কাগজ দিয়ে খরগোশের মত করে কলমদানি তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে। খুবই পারফেক্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন ভালই লাগলো দেখে।

রঙিন কাগজ ব্যবহার করে খরগোশের মতো কলমদানি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এত চমৎকার একটি ইউনিক ধরনের খরগোশের মত কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর খরগোশের মত কলমদানি তৈরি করেছেন ।দেখতে অনেক সুন্দর লাগছে। কাগজের কালার কম্বিনেশন খুব ভালো হয়েছে। আমার কাছে আপনার কাগজ দিয়ে বানানো জিনিসটা অনেক ভালো লেগেছে। সত্যিই আপনি খুব সুন্দর করে এটি বানিয়েছেন ।অনেক ধৈর্য সহকারে সব কিছু সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি খরগোশ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করার এই চিন্তা ধারা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু।

আপনি আমাদেরকে রঙিন কাগজ দিয়ে একটি কলমদানি তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন একই সাথে আপনি সেই কলমদানিটির আকৃতি খরগোশের মত দিয়েছেন। সব সব মিলিয়ে আপনার তৈরি করা এই খরগোশের মতো কলমদানিটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

রঙিন কাগজ দিয়ে খরগোশের মত কলমদানি দেখতে চমৎকার লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইলো আপনার জন্য