এবার আসি হাটে গিয়েছিলাম যে কারণে। আমার আম্মুর আকিকা দেওয়ার জন্য একটা ছাগল কিনতে। আমাদের কুমারখালির শনিবারের হাটে গিয়েছিলাম পশু কিনতে। পশু কিনে সারা রাস্তা হাঁটতে হাঁটতে আর সবাইকে দাম বলতে বলতে বাড়ি চলে আসলাম।
ঈদের দিন:
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কুরবানির গরুকে গোসল করাতে যায় আমার চাচার বাড়িতে। আমাদের বাড়ি থেকে চাচার বাড়ি পাঁচ মিনিটের পথ। গরুকে গোসল করিয়ে বাড়ি চলে আসি নিজের গোসল সারার জন্য। এরপর লাল পাঞ্জাবি পড়ে আব্বুর সাথে ঈদের নামাজের উদ্দেশ্য রওনা হই। যথা সময়ে ঈদের নামাজ পড়ে দ্রুতই বাড়ি চলে আসি কুরবানিরর পশু জবাই করার জন্য। পাশের বাড়ির একজন ভাই সহ আমরা মোট ছয় জন মিলে ভালো ভাবে পশু জবাই এর কাজ সেরে ফেললাম। আমার আব্বু জবাই করেছিল পশুটাকে। এরপর কাটাকাটির পালা। আমি আর আমার চাচাত ভাই মিলে বটির কাজগুলো করে সেরে ফেললাম। আমার আব্বু আর চাচা মিলে ডাঁসা দিয়ে মাংস চুড়ানোর কাজ করল। কাটাকাটির পড়ে মাংস সমান তিন ভাগ করে একভাগ সমাজের জন্য দিয়ে আসলাম নিজে। এরপর শুরু আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া। ঈদের দিনে এ কাজটি যেমন আনন্দদায়ক আবার একটু কষ্ট কর।কেননা মাংস নিয়ে তাদের বাড়ি যাওয়া আবার তাদের কুরবানি থাকলে সে মাংস বাড়িতে নিয়ে আসা। তাছাড়াও এই ঈদে ঈদুল ফিতরের মতো বেশি সালামি হয় না। দিক দিয়ে আর একটু কষ্টের। সব আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া পর আমি আমার বন্ধু শিউলের সাথে ঘুতে বের হই। ও আমার একজন খুব কাছের বন্ধু। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে দুজন আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ি চলে আসি।
ঈদের পরের দিন:
CC:
@rme
@blacks
@rex-sumon
@hafizullah
@moh.arif
@shuvo35
@winkles
ঈদের দিনের আনন্দের কোনো সীমা হয় না। অনেক আনন্দ করেছেন এবং আত্মীয়দের বাড়িতে গোসত নিয়ে যাওয়ার ব্যাপারটি একটু কষ্টদায়ক হলেও ব্যাপারটি অনেক আনন্দের।
অনেক সুন্দর হয়েছে, আপনার পোস্টটি।
আরেকটি বিষয়ঃ
আপনার পোস্টে জরুরী বা একান্ত প্রয়োজন না হলে কাউকে মেনশন করাটা ঠিক নয় বলে আমার কাছে মনে হয়। কন্টেস্ট এন্ট্রি হিসেবে ট্যাগ দিয়েই পোস্ট খুজে পাবে আর কমিউনিটির পেজ এ তো থাকছেই। তাই অযথা মেনশন না দেয়াটাই উত্তম। মেনশন করলে একটা নোটিফিকেশন আসে, এটা অনেকক্ষেত্রে প্রয়োজন ছাড়া বিরক্তিকর। যদিও আপনি কেবল নির্বাচকদেরকে মেনশন করেছেন, এখানে হয়ত ঠিক আছে। অন্যান্য ক্ষেত্রে সাবধান থাকবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারন উপস্থাপনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর উপস্থাপনা, লিখার মাঝে জো আছে বটে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit