আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভাল আছি। আমি ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে এই প্লাটফর্মে যুক্ত হই। তবে আজই "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার প্রথম পরিচিতি পোস্ট। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব🙂
আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল টেকনোলজির তৃতীয় পর্বের ছাত্র। আমি কুষ্টিয়া জেলায় কুমারখালি থানায় বসবাস করি। আমার গ্রামের নাম বাটিকামারা। আমাদের শহরের মাঝ বরাবর বয়ে গেছে গড়াই নদী।আর অপর একপাশে রয়েছে পদ্মা নদী। কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এটি একটি ঐতিহ্যবাহী শহর।
আমি খেলাধুলা পচ্ছন্দ করি। যদিও ক্রিকেট খেলে একবার আমার ডান হাত ভেঙেছে। ব্যাটমিন্টন মোটামুটি পারদর্শী।
আমার ছোট একটি বাগান আছে।কিছু ফল এবং ফুলের গাছ রোপন করেছি সেখানে। সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন কোনো ভালো ছবি তুলতে পারি আমার বাগানের। বাগানের পাশাপাশি আমার একটা অ্যাকুরিয়াম আছে। আমার অ্যাকুরিয়ামে দুটি অনেক সুন্দর গোল্ডফিশ আছে। ২০১৭ সালের শেষের দিকে আমি এদেরকে নিয়ে আসি। তারা এখন আমার অনেক প্রিয়।
পরিশেষে সবাই ভাল থাকবেন।সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।দেখা হবে অন্য কোনো এক ব্লগে।ধন্যবাদ সবাইকে।
CC:
@rme
@blacks
@shuvo35
@rex-sumon
@amrbanglablog
অনেক সুন্দর পোস্ট। আপনাকে #আমার বাংলা ব্লগে স্বাগতম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটোগ্রাফিগুলো খুব সুন্দর ছিলো। স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit