কাদিনা আমি কাদতে ভুলেছি-
সে তো অনেক আগে,
সুখের দেখা শেষ কবে হয়েছে-
এ কথা মনেতে জাগে।
কষ্ট সে আমায় বেসেছে ভাল-
যায়না কখনো ছেড়ে।
সুখের দেখা মিলার আগেতে-
সে যায় পেছনে তেড়ে।
নিয়তি যেন নিয়ত করেছে-
কষ্টই দেবেই মোরে।
আমিও সেটাই মেনে নিয়েছি-
যাবোনা তাকে ছেড়ে।
ভাগ্য তার নির্মম ছুরি-
চালায় বারেবার।
অট্ট হাসিতে বলি শুধু তারে-
বৃথা চেষ্টা তার।
কষ্টের দহনে পুরেছে যেজনে-
আগুনে কি তার হয়?
কষ্টের নেশায় মাতাল এখন-
সুখকে পায় ভয়।
এ ধরনের পোস্ট যেথায় সেথায় করা মোটেও ঠিক নয়। আর এ ধরনের পোস্ট এই প্লাটফর্মের জন্য ক্ষতিকরও বটে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit