🎼গান🎤 আমার মতো এত সুখী নয়তো কারো জীবন🦊 ||১০%লাজুক-খ্যাকের জন্য🦊

in hive-129948 •  3 years ago 
আজ, ০২ চৈত্র | ১৪২৮, বঙ্গাব্দ | ১৬, মার্চ |২০২২, খ্রিস্টাব্দ | ১৩, সাবান | ১৪৪৩, হিজরি | বুধবার | পহেলা ফাল্গুন |


আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি।শিল্পী খালিদ হাসান মিলু গাওয়া গান আমার মতো এত সুখী নয়তো কারো জীবন গানটি আপনাদের মাঝে গাওয়ার চেষ্টা করবো। আশা করি সকলের ভালো লাগবে।




গানের লিরিক্সঃআমার মতো এত সুখী নয়তো কারো জীবন
শিল্পীঃ খালিদ হাসান মিলু

আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন।

জানি এই বাঁধন চিড়ে গেলে কভু

আসবে আমার মরণ।

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন।

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম।

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম।

কেন নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন,

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন।

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়।

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

কেন মমতার টানে কেঁদে মরে

বেদনার কথা একন।

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন

ঝরালো মায়ার বাঁধন,

ঝরালো মায়ার বাঁধন।

জানি না গানটি কেমন গেয়েছি তবে চেষ্টা করছি ভাল করে গাওয়ার।আমরা সকলেই এই করোনা মহামারী সংক্রান্ত পরিস্থিতিতে সতর্কতার সাথে থাকব এবং নিরাপদে থাকব। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

ইতি,

@nazmul-sakib

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার গলায় গানটি শুনে আমার খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে গানটি আমার খুবই পছন্দের একটি গান। আমার কাছে খারাপ লাগলে গানটি আমি সব সময় শুনে। আপনার গলা শুনে খুবই ভালো লেগেছে। এত চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

অসাধারণ ছিল গানটি, গানটি বরাবরই খুবই ভালো লাগে। আর আপনি অনেক সুন্দর করে গানটি আমাদের উপহার দিয়েছেন। এবং আমি আপনার গানটি শুনে মনে হয় যে কোথায় জানি হারিয়ে গিয়েছিলাম। এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

গানটি আমার খুব ই ফেভারিট একটি গান। আপনি নিজের কন্ঠে গেয়ে শোনালেন খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপন ও বলার ভঙ্গি খুবই সুন্দর ছিল ।আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

অসম্ভব সুন্দর একটি গান নিয়ে হাজির হয়েছেন আপনি। আমার অনেক পছন্দের একটা গান। আমি প্রায় শুনি গানটি। আপনার কন্ঠে গাওয়া অনেক সুন্দর হয়েছে। সুন্দর উপস্থাপন করে শেয়ার করেছেন আমাদের সাথে। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

প্রথম যেদিন মুভিটি দেখেছিলাম যখন এই গানটি বেজেছে চোখের পানি আর ধরে রাখতে পারেনি। দারুন একটি গান এবং কালজয়ী ও বটে। আর আপনার অসাধারণ কন্ঠে দারুন মানিয়েছে গানটি। এভাবেই চালিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন।

এই গানটি মনে হয় অনেক আগে একবার শুনেছিলাম তারপর এই গানটা শোনা হয়নি তবে আপনার কোকিল কন্ঠে এই গানটি শুনে সত্যি অনেক ভাল লাগছে । আশা করি ভবিষ্যতে এমন সুন্দর গান গেয়ে আমাদের আরো আনন্দ দেবেন ধন্যবাদ ভাই আপনাকে।❤️❤️

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

অসাধারণ একটি গান গেয়েছেন এই গানটি আমার খুবই পছন্দের একটি গান। আর আপনি খুব সুন্দর করে গানটি কভার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমার পছন্দের একটা গান গেয়েছেন ভাইয়া। মাঝে মাঝে আমিও বিছানায় শুয়ে কানে হেডফোন লাগিয়ে গানটি শুনুন। অনেক ভালো লাগে গানটি শুনতে। আপনি অনেক সুন্দর ভাবে গানটি কভার করেছেন শুনে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা গান সুন্দর ভাবে গেয়ে আমাদের উপহার দেওয়ার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

অসাধারণ জনপ্রিয় গান পরিবেশন করেছেন আপনি। আপনার কন্ঠে গানটি শুনতে খুবই ভালো লাগলো। এই গানটি শুনতে অনেক ভালো লাগলো। আগে থেকেই আমার গানটি শুনতে খুব ভালো লাগতো। আপনি অনেক সুন্দর ভাবে গানটি পরিবেশন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

এই গানটি আমার এমনিতেই শুনতে অনেক ভালো লাগে । আর আপনার নিজের গলায় গাওয়া শুনে আরো অনেক ভালো লাগলো ভাই । আপনি অনেক সুন্দর ভাবে গানটির প্রত্যেকটি লাইনের সঙ্গে আপনার সুর মিলিয়েছেন ।
এত সুন্দর একটি গান নিজের গলায় কি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ

এক সময় এই গানটি খুবই জনপ্রিয় ছিল ।এখনো অনেক জায়গায় শোনা যায় গানটি। আপনার কন্ঠে কাভার করা এই গানটি খুবই সুন্দর হয়েছে ।এভাবে সামনের দিকে এগিয়ে যান ভাইয়া।
শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ