শুভ দুপুর 🌅
আজ ০৩ ই ডিসেম্বর,
মঙ্গলবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গুলোতে ঢুকলেই দেখা যাচ্ছে পতাকার অবমাননা ও দেশ নিয়ে নানা কটুক্তি। পতাকা অবমাননা নয়, সম্প্রীতির বন্ধন চাই আমরা। পতাকা হল একটি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। পতাকার মূল্য অসীম, তাই দেশে হিংসার আগুন না জ্বালিয়ে ভালোবাসার মিলবন্ধন স্থাপন করতে হবে। পরস্পর দেশগুলো একত্রিত ও মিলিত হলে দুটি দেশের জন্যই লাভ। ধনী-দরিদ্র কিংবা জাত-পাত বড় কথা নয়, সবচাইতে বড় কথা হলো আমরা সকলেই মানুষ। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ হলো অন্যতম, আর আমরা সবচাইতে দামি মানুষ হয়ে যদি পশুর মতো আচরণ করি। তাহলে মানুষ নামের কি আর মূল্য হতে পারে আমার জানা নেই। একটি পতাকার সাথে একটি দেশের সম্মান জড়িত থাকে। তাই বিবেক থাকা সত্ত্বেও পতাকার অবমাননা করছি, এটা মনুষ্যত্বের পরিচয় নয়। সম্প্রতি বন্ধ ও পারস্পরের সহযোগিতা প্রতিটি দেশের জন্য কল্যাণ ও মঙ্গলময়।
আমরা সব সময় আবেগ দিয়ে চিন্তা করি, কিন্তু দুঃখের বিষয় হলো কিছু কিছু ক্ষেত্রে বিবেকের প্রয়োজন আছে। পার্শ্ববর্তী দেশগুলো সাথে আমাদের অর্থনীতি ও আমদানি রপ্তানি সহ মিলবন্ধন স্থাপন করলে লাভ কিন্তু দুই দেশেরই হয়। তাহলে এখানে শ্রদ্ধাবোধ ও আত্মসম্মানের অভাব কেন থাকবে। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। একসঙ্গে থাকতে হলে কিছু সেক্রিফাইস সবাইকে করতেই হবে। কারণ প্রত্যেক দেশের পতাকা আমাদের সবার কাছে প্রিয় এবং ভালোবাসা থাকা উচিত। আমরা শিক্ষিত জাতি আমাদের ভিতরে যথেষ্ট জ্ঞান রয়েছে, জ্ঞান ও শিক্ষার আলো আমাদেরকে কখনো হিংসা বিদ্বেষ শেখায়নি। মানুষ হয়ে মানুষকে ভালবাসতে হবে, এক দেশে বসবাস করতে হলে অন্য দেশের প্রতি ভালোবাসা স্থাপন করতে হবে। সৃষ্টিকর্তার এই সামান্য দুনিয়ায় আমরা অল্পদিনের জন্য এসেছি। এখন আছি, আগামীতে থাকবো না। তাহলে হিংসা ও অবমাননা কেন লালন করবো। বন্ধু শোলভ আচরণ ভালোবাসা বৃদ্ধি করতে সর্বোচ্চ ভূমিকা বজায় রাখে।
কিন্তু দুঃখের বিষয় হলো একশ্রেণীর অসাদু মানুষ কখনো দেশের ভালো চায় না। তারা চায় সব সময় দেশে বিভিন্ন আন্দোলনের সূত্রপাত ঘটিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক সুসম্পর্ক নষ্ট করতে। দিনশেষে আমরা শান্তি চাই, বর্তমান রাজনীতি হয়ে গিয়েছে ধর্ম কেন্দ্রিক, তাই ধর্ম নিয়ে বিভিন্ন মতবাদ দুই দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ভারত বাংলাদেশ দুই বন্ধু। একে অন্যের বিপদে দুজনেই এগিয়ে আসে। দুনিয়াতে কেউ কখনো একা চলতে পারে না, বিপদের সঙ্গী এবং বন্ধু প্রয়োজন। তাই হিংসার আলো না জালিয়ে ভালোবাসার প্রদীপ জ্বালাতে হবে। অবশেষে একটি কথাই বলতে চাই, আমরা মানুষ আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। অজ্ঞতা মূর্খতা পশুর স্বাভাবিক আচরণ। মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষের সঙ্গে থাকতে চাই। নিজের দেশকে যতটা ভালবাসি অন্য দেশকে ততোটা ভালোবাসবো। পতাকা অবমাননা নয়,সম্প্রীতির বন্ধন চাই আমরা। তাহলেই আমরা বিশ্বে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবো। যাইহোক আজকে এটুকুই বলার ছিলো, ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | পতাকা অবমাননা নয়,সম্প্রীতির বন্ধন চাই আমরা। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1863824600230252863?t=_HMSnzzxtANPtuIEZok0-A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ যদি এসব কিছু বিবেক দিয়ে চিন্তা করতো তাহলে বর্তমানে এত কিছু হতো না। পতাকার অবমাননা করা কারোরই একেবারে উচিত নয়। এই দুই দেশের মধ্যে সম্পর্ক আচ্ছে আচ্ছে অবনতির দিকে যাচ্ছে। যেটা দেখতে একেবারেই ভালো লাগছে না আমার কাছে। পতাকার প্রতি সম্মান জানানো এবং দেশের প্রতি সম্মান জানানো উচিত সবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু প্রতিটি দেশের প্রতি সম্মান ভালোবাসা আমাদের থাকতে হবে সর্বদা। তাই হিংসা বিদ্বেষ নিয়ে বেঁচে থাকলে চলবে না। ধন্যবাদ আপু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit