ডাই প্রজেক্ট :)- রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতি 🦋।

in hive-129948 •  10 months ago 
রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতি 🦋।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। আসসালামু আলাইকুম। আমি @nazmul01 ময়মনসিংহ বাংলাদেশ থেকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ডাই প্রজেক্ট পোস্ট নিয়ে। আসাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখন রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করছিলাম তখন নিজের কাছেই অনেক ভালোলাগা কাজ করছিল। প্রজাপতি টি আমি অনেক সময় নিয়ে তৈরি করেছি। যখন আমার হাতে সময় থাকে তখনই বসে পরি রঙিন কাগজ নিয়ে কিছু তৈরি করার জন্য। আমি কিভাবে এই প্রজাপতি তৈরি করেছি তা আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। যে কেউ চাইলে প্রজাপতি খুব সহজে তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রজাপতি তৈরি করার পদ্ধতি।

প্রয়োজনীয় উপকরণ।

IMG_20240202_223934.jpg

IMG_20240202_225319.jpg

  • রঙিন কাগজ
  • গাম
  • কাঁচি
  • কলম
  • স্কেল
✂️ প্রথম ধাপ ✂️

InShot_20240203_092557851.jpg

প্রথম ধাপে আমি রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর ১৫ সে.মি করে কাগজ সমান করে কেটে নিলাম। কাগজকে গোল করে কেটে নেওয়ার জন্য ভালো করে মাঝখান থেকে সমান ভাবে ভাঁজ করে নিলাম। সুন্দর করে কেটে কাগজ দুটি গোল করে নিলাম।

✂️ দ্বিতীয় ধাপ ✂️

InShot_20240203_200654907.jpg

দ্বিতীয় ধাপে আমি গোল করে কাটা কাগজ দইটি চিকন করে ভাজ করে নিলাম। কাগজ দুইটির ভাজ এর উপর সৌন্দর্য নির্ভর করে। তাই ভাজ করার দিকে আমি বেশি মনোযোগ দেই।

✂️ তৃতীয় ধাপ ✂️

InShot_20240203_093430397.jpg

তৃতীয় ধাপে কাগজ দুটি গোল করা হয়ে গেলে মাজ বরাবর একটি ভাজ দিয়ে দেই। ভাজ দেওয়ার পর উপরের অংশ বড় এবং নিচের অংশ একটু ছোট রাখবো প্রজাপতির পাখনার মতো।

✂️ চতুর্থ ধাপ ✂️

InShot_20240203_093522426.jpg

চতুর্থ ধাপে কাগজটি ভাজ হয়ে গেলে মাজে গাম দিয়ে ভাল করে লাগিয়ে নিব, এবং কিছু সময় অপেক্ষা করবো। অপেক্ষা করার পর গাম আঠা শুকিয়ে যাবে।

✂️ পঞ্চম ধাপ ✂️

InShot_20240203_102554420.jpg

পঞ্চম ধাপে দুইটি পাখা তৈরি হওয়ার পর আরোও দুইটি কাগজ চিকন করে কেটে নিলাম।

✂️ ষষ্ঠ ধাপ ✂️

InShot_20240203_102735203.jpg

"ছবি গুলো InShot অ্যাপস দিয়ে তৈরি"


ষষ্ঠ ধাপে কাগজ দুটি চিকন করে পেঁচিয়ে নিয়ে ভাল করে আঠালো গাম দিয়ে লাগিয়ে নিলাম। এই ভাবেই আমি প্রজাপতি তৈরির কাজ সম্পন্ন করলাম। তারপর আমি কিছু নিজের মতো করে ফটোগ্রাফি করে নিলাম।

ফাইনাল আউটপুট

IMG_20240202_231845.jpg

IMG_20240202_231854.jpg

IMG_20240202_231900.jpg

IMG_20240202_232141.jpg

IMG_20240202_232215.jpg

এ ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার পোস্ট আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJzBe23ysak37JWu629ZbAoUF3awVWWW6ttLQ1SoKMxWHrGUnZtKuEMrbWBoBGSzPZ76YhtsdY.png

পোস্ট বিবরণ
বিভাগডাই প্রজেক্ট।
ডিভাইসশাওমি রেডমি ৯
বিষয়রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতি ।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYdt6SjwZ7vvktYfrGq3aDQtm22XGwMLgr461bjVhJAHB7fWFmwER363cnXeux6BYatjzjynwz1bJnJG2PkLtv.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Mzo7WDimR59eqwKXDqmnhF9z4ff4m5qW1wS3z2W4iMcH1ntgYnP4NW5wz5S8vGgfYSeKDERUTqkBRyyXpLgMsU.png

RNFetchBlobTmp_sy2hofzehkk6yhkiozzh.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রজাপতি আমার ভীষণ পছন্দের একটি প্রানী। রঙিন কাগজের তৈরি প্রজাপতি দেখতে অনেক সুন্দর লাগতেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

প্রজাপতি আপনার অনেক পছন্দের প্রানী যেনে খুশি হলাম। এবং ভাল মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রজাপতির অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতির পাখা তৈরি করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। রীতিমতো আমাকে ভালো মন্তব্য এবং প্রেষণা দেওয়ার জন্য।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা প্রজাপতি তৈরি করেছেন আপনি। আমার কাছে আপনার তৈরি করা এই প্রজাপতি দেখতে অনেক সুন্দর লেগেছে। প্রজাপতির মাঝখানে পুঁতি বসানোর কারণে বেশি সুন্দর লাগতেছে দেখতে এরকম প্রজাপতি ঘরের দেয়ালে লাগিয়ে রাখলেও ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। সব মিলিয়ে আপনার কাজটা ভালো লাগলো আমার কাছে। আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, আপনি সব সময় আমাকে ভালো মন্তব্য করে উৎসাহ করেন।দোয়া করবেন আমার জন্য 🤲।

রবিন কাগজ ব্যবহার করে দারুণভাবে প্রজাপতির অরিগামি প্রস্তুত করেছেন।
দেখতে সত্যিই অনেক সুন্দর দেখাচ্ছে।
এ ধরনের সুন্দর দৃশ্য প্রস্তুত করতে আমার কাছেও অনেক ভালো লাগে।
ফটোগ্রাফির সাথে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

জি ভাই আমি সর্বোচ্চ ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লাগে তা জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে 💞।

লাল রঙের কাগজ দিয়ে বেশ দারুণ একটি রঙিন প্রজাপতি বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ ই আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। লেভেল ১ এর শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আপনার মার্কডাউন বেশ আকর্ষণীয়, দেখে ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

আপনার সুচিন্তিত মতামত পেয়ে আমি অনেক খুশি হলাম। আপু দোয়া করবেন আমার জন্য, আমি ভালো কিছু যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি।

খুবই সুন্দর একটি প্রজাপতি তৈরি করে ফেলেছেন আপনি। আপনার কাছ থেকে এই সুন্দর প্রজাপতি দেখতে পেরে খুব ভালো লাগলো৷ নতুন অবস্থা থেকে আপনি খুব সুন্দর সুন্দর কিছু পোস্ট শেয়ার করে আসছেন৷ আজকের এই প্রজাপতিও একদমই অসাধারণভাবে তৈরি করেছেন৷ যেভাবে ধাপে আপনি এটি শেয়ার করেছেন তা দেখেও খুব ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

আমার জন্য দোয়া করবেন ভাই । সুন্দর সুন্দর পোস্ট যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল মন্তব্য করার জন্য💞।

Posted using SteemPro Mobile

আপনার মতো আমারও রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে খুব ভালো লাগে।আপনি লাল রঙের কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন।রঙিন কাগজ দিয়ে যেকোন কিছু তৈরি করলে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন।দেখেই বোঝা যাচ্ছে আপনি বেশ সময় নিয়ে প্রজাপতিটি তৈরি করেছেন।ধন্যবাদ এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

জেনে খুশি হলাম এই ধরনের কাজ আপনার অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

image.png

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন । সুন্দর একটি ডাই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

প্রজাপতি দেখতে আপনার খুবই সুন্দর লাগে তা জেনে অনেক খুসি হলাম। আপনার প্রশংসা অতুলনীয় আপু, ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি প্রজাপতি তৈরি করেছো। সত্যি বলতে এধরনের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। আর রঙিন কাগজের ডাই প্রজেক্ট মানেই দারুন কিছু। তোমার পোস্ট উপস্থাপন বেশ সুন্দর ছিল, তুমি এধরনের ডাই প্রজেক্ট বেশি বেশি করবে আশাকরি।

আপনার প্রশংসা পেলে কাজের মন মানসিকতা আরও বেড়ে যায় আমার। রীতিমতো আমাকে কাজের প্রতি উৎসাহ দিয়ে থাকেন। ইনশাআল্লাহ এ ধরনের কাজ আমি আরও বেশি বেশি করার চেষ্টা করো। আপনাকে অসংখ্য ধন্যবাদ 💞

রঙিন কাগজ ভাঁজ করে করে খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করলেন। এরকম সুন্দর প্রজাপতি তোর করতে অনেক ধরনের ভাঁজ দিতে হয়। কারণ রঙিন কাগজ দিয়ে এমনিতে যে কোন ধরনের জিনিস তৈরি করলে দেখতে বেশ সুন্দর দেখায়। আর আমার কাছে রঙিন কাগজে যে কোন জিনিস এমনিতে বেশি ভালো লাগে। আমি নিজেও চেষ্টা করি রঙিন কাগজে দিয়ে সুন্দর জিনিসগুলো তৈরি করার জন্য। যাইহোক আজকে আপনার তৈরি করা রঙিন কাগজের এই প্রজাপতি বেশ ভালো লাগলো দেখে।

রীতিমতো আপনি আমাকে ভালো মন্তব্য করে উৎসাহ দিয়ে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন। আপনার এই প্রজাপতি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত প্রজাপতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনি ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো অনেক সুন্দর লাগে। এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রজাপতি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ ও খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আমাকে রীতিমতো উৎসাহ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপু । আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর প্রজাপতি বানিয়েছেন। সত্যি বলতে আপনার রঙিন কাগজের প্রজাপতি তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই প্রজাপতি যদি ঘরে দেয়ালের সাথে ঘাম দিয়ে লাগিয়ে রাখেন দেখতে বেশ ভালোই লাগবে। খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

রঙিন কাগজ দিয়ে এরকম প্রজাপতি আমিও অনেক আগে তৈরি করেছিলাম। আপনি লাল কালারের রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর এবং কিউট একটা প্রজাপতি তৈরি করেছেন। আপনার এই প্রজাপতিটাকে সত্যি খুব সুন্দর লাগছে। এরকম ভাবে অনেকগুলো প্রজাপতি তৈরি করে দেয়ালে লাগালে সুন্দর লাগবে। আপনার হাতের কাজ কিন্তু সত্যি অনেক সুন্দর।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর রঙ্গিন প্রজাপতি বানিয়েছেন ভাইয়া।ভীষন চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো রঙ্গিন কাগজের প্রজাপতি। ধাপে ধাপে চমৎকার ভাবে প্রজাপতি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।