সক্ষমতা বৃদ্ধিতে ১০ স্টিম পাওয়ার আপ।

in hive-129948 •  4 months ago 
সক্ষমতা বৃদ্ধিতে ১০ স্টিম পাওয়ার আপ।
"যত বেশি পাওয়ার ততো বেশি সক্ষমতা"
10 steem power up (5).png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

শুভ রাত্রি
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো নিজের সক্ষমতা বৃদ্ধি করতে ১০ স্টিম পাওয়ার আপ। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। পাওয়ার আপ করে এগিয়ে যেতে চায়। বর্তমানে এসবিডি বন্ধ আছে, তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি পাওয়ার আপ করতে। কেননা অভ্যাসে পরিণত হয়েছে, প্রতি সপ্তাহে পাওয়ার আপ না করলে এখন ভালো লাগে না। “আমার বাংলা ব্লগের” প্রায় সকলেই পাওয়ার আপ করতে ভালোবাসেন এবং পাওয়ার আপ করছেন। আমি সকলেই পাওয়ার আপ পোস্ট দেখে উৎসাহ ও অনুপ্রেরণা পাই। আমি যেহেতু ( ডিসেম্বর সিজন-৪) কে সামনে রেখে টার্গেট নিয়েছি ১০০০ এসপি পাওয়ার আপ করার জন্য। তাই সপ্তাহে একবার পাওয়ার আপ করি। আমি নিজের সক্ষমতা বৃদ্ধিতে পাওয়ার আপ করে এক ধাপ করে সামনে এগিয়ে যাচ্ছি।

যত বেশি পাওয়ার ততো বেশি সক্ষমতা। পাওয়ার আপের কোনো বিকল্প নেই।

আমি যখন পাওয়ার আপ সম্পর্কে জানতে পারি এবং সঠিক ভাবে বুঝতে পারি, আমাদের এসপি বেশি থাকলে আমরা বড় ধরনের ভোট দিয়ে ভালো মানের কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব। তাছাড়া এসপি গুলো বিভিন্ন প্রজেক্ট এ ডেলিগেশন দিয়েও ভালো মানের আর্ন করা সম্ভব। তাই স্টিম প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।

সেই ধারাবাহিকতায় আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছি। কেননা "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সকলেই পাওয়ার আপ করতে চায়। পাওয়ার আপ করলে নিজের লাভ। তাই অল্প অল্প করে যে স্টিম পাই সেটা দিয়ে আমি পাওয়ার আপ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো। তাই আজকের পাওয়ার আপ প্রক্রিয়া আপনাদের মাঝে শেয়ার করছি।

পাওয়ার আপের পূর্বে
Screenshot_2024-07-13-20-00-46-711-edit_com.android.chrome.jpg

পাওয়ার আপ কারার জন্য আমি প্রথমে আমার স্টিম ওয়ালেটে প্রবেশ করি। এবং পাওয়ার আপের পূর্বে আমার ওয়ালেট এ স্টিম ছিল ৬১ এবং আমার স্টিম পাওয়ার রয়েছে ৪৮৩। এখন আমি ১০ স্টিম সম্পূর্ণ আজকে পাওয়ার আপ করবো।



১০ স্টিম পাওয়ার আপ
Screenshot_2024-07-13-20-31-25-909-edit_com.android.chrome.jpg

এবার আমি পাওয়ার আপ করার জন্য আমি স্টিম এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। এর পরে এমাউন্ট বসিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তার পরে প্রাইভেট এক্টিভ কি দিয়ে পাওয়ার আপ সম্পূর্ণ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি



পাওয়ার আপের পরে
Screenshot_2024-07-13-20-02-03-599-edit_com.android.chrome.jpg

আপনারা এখন দেখতে পারছেন ১০ স্টিম পাওয়ার আপ হয়ে গিয়েছে। এবং নিচে দেখতে পারছেন আমার মোট, ৪৯৩ স্টিম পাওয়ার আপ হয়েছে।



পূর্বের পাওয়ার৪৮৩ এসপি।
পাওয়ার আপ১০ স্টিম।
বর্তমান পাওয়ার৪৯৩ এসপি।


আজকে ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আমি আরও এক ধাপ এগিয়ে গেলাম। আশাকরি এভাবেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এ ছিলো আমার আজকের আয়োজন। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। আশাকরি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

পোস্ট বিবরণ
বিভাগটার্গেট ডিসেম্বর সিজন-৪।
ডিভাইসশাওমি রেডমি ৯ ।
বিষয়সক্ষমতা বৃদ্ধিতে ১০ স্টিম পাওয়ার আপ।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
পাওয়ার আপ@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9W1kesJpN2BiuSADQCjj6NcvWhgMR5iQsJZwBFd5F2dK8xiMFzTwtvQ1oKnHCdg5iSmNW3k2NujbXxK4XLEoQ6U9SmU.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

নতুন অবস্থা থেকেই আপনি সক্ষমতা বৃদ্ধি করার জন্য ভালো টার্গেট গ্রহণ করেছেন এটা জানতে পেরে ভালো লাগলো। এভাবে যদি সক্ষমতা বৃদ্ধি করতে থাকে তাহলে খুব সহজে আপনার টার্গেট এক হাজার স্টিম পাওয়ারে পৌঁছে যাবেন। এরই মধ্য দিয়ে আপনি ৪৯৩ স্টিম পাওয়ারে পৌঁছে গিয়েছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

পাওয়ার আপ এমন একটি জিনিস যে নিজের শক্তি বৃদ্ধি করা। নিজের শক্তি বৃদ্ধি না করলে কোন জায়গায় কাজ করে ভালো কিছু করা সম্ভব হয় না।১০ স্টিম পাওয়ার আপ করে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

বর্তমানে এসবিডি বন্ধ হয়ে গিয়েছে তারপরও আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন শুনে ভালো লাগলো । এটা ঠিকই বলেছেন কিছু কিছু জিনিস অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটা থেকে আর পিছু আসা কষ্ট হয়ে যায় । ভালো লাগলো আপনার নিয়মিত পাওয়ার আপ দেখে । আপনার জন্য শুভকামনা রইল অনেক ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, আমাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।