শুভ রাত্রি ..🌃
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ছেলেকে ডাক্তার দেখানোর অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আপনারা সকলেই জানেন সৃষ্টিকর্তা আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন। সেজন্য আমি মনেপ্রাণে অনেক খুশি। আমি অফিসের কাজ সেরে বাসায় এসে ছেলের সঙ্গে বেশিরভাগ সময় খেলাধুলা করি। আমাকে পেয়ে আমার ছেলে অনেক খুশি হয়। আমার ছেলের বয়স এক মাস বিশ দিন হলো। বর্তমানে আবহাওয়া খুবই খারাপ, তাই গতকাল রাত থেকে আমার ছেলে ঘুমায় নি। সারা রাত ছটফট এবং কান্নাকাটি করেছিল। আমি নিজেও ঘুমাতে পারিনি। তবে আমার ওয়াইফ অনেক ধৈর্য ধরে আমার ছেলেকে সেবা করছিল। কিন্তু দুঃখের বিষয় আজকে অফিস থেকে এসে দেখি আমার ছেলে আনাস এর অবস্থা অনেক খারাপ। জ্বর ঠান্ডা এবং পাতলায় আক্রান্ত অতিরিক্ত। তাই আমি দ্রুত আমাদের ময়মনসিংহ জেলার সদরে স্বদেশ হাসপাতালে নিয়ে যাই। ছোট বাচ্চারা অসুস্থ হলে পরিবারের সকলের মন মানসিকতা সব খারাপ হয়ে যায়। যাইহোক অসুস্থতা সৃষ্টিকর্তার নেয়ামত। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
আমার বাসা থেকে স্বদেশ হাসপাতালে পৌঁছাতে বিশ মিনিটের মতো সময় লাগে। সাধারণত প্রাইভেট হাসপাতালে ডাক্তারের গুলো বিকেলের দিকে বসেন। আমি আমার ছেলের সব সময় শিশু বিশেষজ্ঞ ডক্টর করিম খানকে বেছে নিয়েছি। তিনি খুবই ভালো মানের ডক্টর। তার সেবা পেয়ে ও সৃষ্টিকর্তার রহমতে অনেক শিশুর জটিল অসুস্থতা থাকা সত্ত্বেও এখন সুস্থ জীবন যাপন করছে। আমি গত মাসে একবার আমার ছেলেকে দেখেছিলাম তখনও আনাস এর অসুস্থতার কারণ ছিল জ্বর, ঠান্ডা ও কাশি। ছোট বাচ্চাদের এই ধরনের রোগ গুলো বেশিরভাগ দেখা যায়।
তারপর আমি হাসপাতালের ভিতর প্রবেশ করে কিছু সময় অপেক্ষা করি। ডক্টর তার চেম্বারে বসার পর ছেলেকে নিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করি। আমার ছেলে আনাসকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বেশ কিছু ওষুধ এবং কিছু নিয়ম দিয়েছে। যেহেতু আমার বন্ধু হাসপাতালের ভালো একটি পজিশনে চাকরি করেন তাই কোন সিরিয়াল ছাড়াই ডাক্তার দেখাতে সক্ষম হয়েছিলাম। সন্ধ্যার সময় বিভিন্ন ধরনের অসুস্থতা নিয়ে স্বদেশ হাসপাতালে রোগির সংখ্যা পরিপূর্ণ হয়ে যায়। বেশিরভাগ রোগীদের সমস্যা হলো জ্বর, ঠান্ডাও কাশি। এবং হাসপাতালের এক পাশে ছোট বাচ্চাদের খেলাধুলা করা এবং দুধ খাওয়ানোর সুব্যবস্থা ছিল৷ এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে।
ডাক্তার দেখানোর পর কিছুক্ষণ অপেক্ষা করি, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসী থেকে তিনটি ওষুধ কিনে বাড়ির দিকে রওনা করি। তিনটি ওষুধের মূল্য ছিল মাত্র ৯০ টাকা। যেহেতু আমি পুরাতন রোগী তাই ডাক্তার দেখানোর ভিজিট দিয়েছিলাম ৪০০ টাকা। যেহেতু হাসপাতালে পরিচিত লোক ছিল, তাই মোটামুটি কম খরচের ভেতরে আমি আমার ছেলে আনাসকে ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসি। বর্তমান সময়ে আপনারা সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে ছোট বাচ্চারা অতিরিক্ত গরম এবং ঠান্ডার কারণে শিশু বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। যাইহোক সকলেই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | ছেলেকে ডাক্তার দেখানোর অনুভূতি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1851693764399747457?t=AaoDXV3YGVeqN5Ft4M2tyQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাচ্চাদের সাবধানে রাখতে হবে ভাই। যে কোন মুহূর্তে অসুস্থ হতে পারে সর্দি জ্বর হয়ে। আর এখন তো আবহাওয়া পরিবর্তন এর সময়। তাই যতটা সাবধান থাকবেন ততই নিজের জন্য ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ, শীত আসছে তাই অসুস্থতা চারিদিকে ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit