শুভ সকাল 🌅
আজ ০২ ই ডিসেম্বর,
সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার SuperWalk অ্যাপ্লিকেশন এর এক সপ্তাহ হাঁটাহাঁটি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির সম্মানিত মডারেটর @rex-sumon ভাই আমাদের মাঝে চমৎকার একটি অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস শেয়ার করেছেন। সেই অ্যাপ্লিকেশন হলো SuperWalk, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হাঁটাহাঁটি করে Walk Coin উপার্জন করা যায়। শুধু তাই নয় সেই কয়েন সেল দিয়ে টাকা পকেটে নিয়ে আসা সম্ভব। সুমন ভাই SuperWalk অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্য এবং বিষয় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছেন। আমরা কিভাবে অ্যাপসটি ব্যবহার করব এবং কয়েন উপার্জন করবো সে সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে ইতিমধ্যে তিনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আমি শুরু থেকে এই অ্যাপস ইন্সটল করে ব্যবহার করছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি প্রায় এক সপ্তাহ এই SuperWalk অ্যাপ্লিকেশনের Basic মুড ও প্রো-মুড ব্যবহার করে অনেকগুলো স্টেপ অতিক্রম করেছি। আজকে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করছি।
আমি প্রথম দুই দিন অ্যাপ্লিকেশনটি ইউজ করে ২০৮৬ এবং পরবর্তীতে ১৬ হাজার স্টেপস হেঁটেছি। পয়েন্ট ক্লেইম করার পর আরোও বেশি করে পয়েন্ট ক্লেইম করতে পেরেছি। নিচের দিকে লটারি টাইপের কিছু অফার রয়েছে, সেখানে অ্যাপেল ওয়াচ, ম্যাকবুক প্রো সহ বিভিন্ন প্রকার গ্যাজেট, অ্যামাজন গিফট কার্ড রয়েছে সেগুলোতে আমি প্রতিদিন অংশগ্রহণ করেছি। বোনাস হিসাবে অনেকগুলো কয়েন পেয়েছি। এই এপ্লিকেশন টি ব্যবহার করে আমার কাছে খুবই ভালো লাগে। তাই এই কাজ গুলো আমি নিয়মিত করি।
আমি চেষ্টা করি প্রতিনিয়ত ব্যায়াম করার জন্য, তাই সকালে এবং বিকালে ৩০ মিনিট করে হাঁটার চেষ্টা করি। কিন্তু বিভিন্ন কারণে অলসতার জন্য নিয়মিত হাঁটতে পারি না। যেহেতু আমাদের মাঝে SuperWalk জনপ্রিয় অ্যাপ্লিকেশন আছে। তাই নিয়ম করে হাঁটা হয়, সে সঙ্গে পয়েন্ট ক্লেইম করার বিভিন্ন সুযোগ রয়েছে। আমি প্রতিদিন নিয়ম করে SuperWalk অ্যাপ্লিকেশন অন করে হাঁটাহাঁটি করি, সেগুলোর প্রুফ আপনারা উপরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন।
গতকালকে আমি মডারেটর সুমন ভাইয়ের সহযোগিতায় প্রো-মুড ব্যবহার করার জন্য Get.io এক্সচেঞ্জে USDT পেয়ার থেকে GRND কিনে তারপর জগার্স স্কিনের NFT shoe. বাছাই করে জগার্স ১০ লেভেলের জন্য প্রায় ১০ ডলার দিয়ে বাই করেছি। এবং লিমিট ৫ থেকে ১২ কিলোমিটার/hr নির্ধারণ করে দেওয়া আছে। আমি হাঁটাহাঁটি করে বা দৌড়িয়ে ২ WALK কয়েন অর্ন করতে পেরেছি। তবে আমি এনার্জি লেভেল বৃদ্ধি করার জন্য JOGGER আপডেট করেছি। সবচাইতে মজার বিষয় হলো এই SuperWalk এপ্লিকেশন ব্যবহার করার ফলে নিয়মিত ব্যায়াম করা হয়। আশাকরি আপনারা সকলেই এই অ্যাপস ইনস্টল করে ব্যবহার করছেন। সকলের জন্য শুভকামনা রইল। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | আমার SuperWalk অ্যাপ্লিকেশন এর এক সপ্তাহ হাঁটাহাঁটি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/nazmulhasanbd01/status/1863453689903816845?t=06-m8K_1uY4mtGfWBjLw9w&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি দারুন দারুন কিছু রিওয়ার্ড করেছেন। আপনারই সাফল্য দেখে সত্যিই আমার ভালো লাগছে এবং আমিও এই অ্যাপস দিয়ে দারুন কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আপনি প্রত্যেকটা জিনিস আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই চেষ্টা করে দেখতে পারেন, আশাকরি খুবই ভালো লাগবে। হাঁটাহাঁটি করে ইনকাম এত সুবর্ণ সুযোগ। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit