শুভ রাত্রি 🌃
আজ ২৫ ই মার্চ,
রোজ মঙ্গলবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
রমজান মাস অতি বরকতময়। এই মাসে সৃষ্টিকর্তার কাছ থেকে আমাদের গুনাহ মাফ করার জন্য কান্নাকাটি করা। রোজার দিন গুলো রহমত ও বরকতম। তাই এই মাসে মনে হয় দিন গুলো খুবই তাড়াতাড়ি চলে গিয়েছে। কেননা ভালো দিনগুলো চোখের পলকে চলে যায়। রমজান মাস সহনশীল ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই শিক্ষা কি আমরা গ্রহণ করতে পেরেছি, না রমজান আসা-যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলো? এক বছর পর আমরা রমজান মাস পেয়ে থাকি। এখন সেই মাগফেরাত ও নাজাতের মাস এখন বিদায়ের পথে। সেহরি, ইফতার এবং সালাত আদায়ের মধ্যে দিয়ে আমরা সকলেই চেষ্টা করেছি সৃষ্টিকর্তা অনুগত অর্জন করার জন্য। তবে এখন বিদায়ের পথে জেনে মন খুব খারাপ হয়ে গেল। পরিবার-পরিজন আত্মীয়-স্বজনের সঙ্গে একসঙ্গে ইফতার করা এবং সেহরি খাওয়া ছিল আনন্দের মতো। ভিন্ন খাওয়া-দাওয়ার রুটিন শরীরের সাথে ম্যাচ করতে দেরি হয়নি।
আর কিছুদিন পরেই ঈদুল ফিতর। এই ঈদ উপলক্ষে সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে। ছোট বাচ্চারা থেকে বৃদ্ধরা সকল বয়সী মানুষের জন্য ঈদ নিয়ে আসে আনন্দ ও সুখবর বার্তা। একটি মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের মধ্য দিয়ে রমজান মাসের সমাপ্তি ঘটে। অপেক্ষা করতে হয় আরও একটি বছরের জন্য। তবে সে বছর সবার কপালে আছে কিনা তা সন্দেহজনক। নিজেকে শুধরে নেয়ার সময় ছিল রমজান মাসে। আমরা কি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি। অর্থাৎ লোভ-লালসা, গিবত, হিংসা, পরশ্রীকাতরতা, আত্ম-অহঙ্কার, মিথ্যা বলা, কার্পণ্য ইত্যাদি থেকে মুক্ত হতে পেরেছি? এ সকল কিছু আমাদের ভাবা উচিত। কেননা বুদ্ধিমান ব্যক্তিরা সময়ের কাজ সময়ে করে আত্মশুদ্ধি করে নিয়েছে।
রমজান মাস শেষ হতে কিছু সময় রয়েছে। এ অল্প দিনগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আসুন রমজানের যতটুকু সময় আছে এর প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। কল্যাণকামী হই এবং সৃষ্টিকর্তার কৃপা লাভ করি। বাসায় মেহমান এলে আমাদের ভীষণ ভালো লাগে। কিন্তু মেহমান চলে গেলে ঘর ফাঁকা হয়ে যায়। নিজের মনের ভেতর একাকীত্ব অনুভব হয়। বিদায় পথে রমজান মাস, তাই নিজের মনে অনেক কষ্ট হচ্ছে। বিভিন্ন ব্যর্থতার কারণে হয়তো নিজের গুনাহ গুলো মাফ করাতে পারেনি। একদিকে রমজান চলে যাচ্ছে তাই খারাপ লাগছে। অন্য দিকে ঈদের কথা শুনে সকলের মনে খুশি জাগ্রত হয়েছে।
আমরা সবাই ধনী-গরীব ভেদাভেদ ভুলে, একই সঙ্গে বসবাস করি। সবার সঙ্গে থাকবো আমরা, সকলে মোড়া সবার তরে। রমজানের বিদায় উপলক্ষে নিজের মনের অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। আশাকরি আমার পোস্ট করে আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | বিদায়ের পথে মাহে রমজান। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজানের পবিত্র এবং বরকতময় দিনগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরেই ঈদুল ফিতর। কেন জানি মনে হচ্ছে এবার রোজা গুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজানের শেষ সময়ের অনুভূতি, আত্মশুদ্ধির গুরুত্ব এবং ঈদকে ঘিরে সবার আনন্দ ,সবকিছুই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সত্যিই, এই মাস আমাদের জন্য একটি বিশেষ নেয়ামত, যার বিদায় হৃদয়ে কষ্ট এনে দেয়। আপনার কথাগুলো অনুপ্রেরণাদায়ক, যা মানুষকে রমজানের শিক্ষা গ্রহণ করে জীবন গঠন করতে উদ্বুদ্ধ করবে। অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো আপনাকে এবং সকলের জন্য। আল্লাহ আমাদের সবার রোজা ও ইবাদত কবুল করুক আমিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit