শুভ রাত্রি 🌃
আজ ১৭ ই ফেব্রুয়ারী,
রোজ সোমবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম মার্কেট থেকে এক্সচেঞ্জ করে ফোন কেনার অভিজ্ঞতা মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বেশ কিছুদিন ধরে আমি ফোনের সমস্যার কারণে কাজ করতে পারছিলাম না। আমি বিগত তিন বছর ধরে শাওমি রেডমি ৯ ফোন ব্যবহার করছি। ২০২১ সালে আমি নতুন কিনেছিলাম, তখন এই ফোন সে সময় কম বাজেটে সবচাইতে সেরা ফোন ছিল। প্রতিনিয়ত সমগ্র বিশ্ব আপডেট হচ্ছে। পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে মানুষ নতুন নতুন জিনিস তৈরি করছে। আমাদের কাছেও নতুন জিনিস গুলো ব্যবহার করতে খুবই ভালো লাগে। যাইহোক আমার সে ফোনের রোম খুব অল্প ছিল। তাই বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে অনেক হিমশিম খেতে হয়েছে। তারপরও চেষ্টা করে অল্প অল্প করে সময় নিয়ে কাজ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু বিগত দুই সপ্তাহ ধরে একদমই কাজ করার মতো অবস্থা ছিল না। গ্যালারি থেকে ছবি ওপেন হতে প্রায় এক ৩০সেকেন্ড সময় লাগতো। তাছাড়া বিভিন্ন ছবি আপলোড সহ বিভিন্ন অ্যাপসে কাজ করতে অনেক কষ্ট হতো। তবে আমার ফোন অনেক ভালো ছিল, তিন বছর ব্যবহার করার পর ফোনের জীবন একদম অথেষ্ট। বর্তমানে তৈরিকৃত কম দামের ফোনগুলো এক বছর ব্যবহার করার পর তেমন ভালো সার্ভিস পাওয়া যায় না। আস্তে আস্তে ফোন গুলো স্লো হয়ে আসে। যেহেতু আমি অনলাইনে কাজ করি, তাই আমার জন্য একটু ভালো ফোন হলে আমার ব্লগিং ক্যারিয়ারের কাজ করতে সুবিধা হয়।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, ঢাকা বাংলাদেশ।
তাই আমি আমার ফোন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলে যাই এক্সচেঞ্জার ও ক্রয় বিক্রয় মার্কেটে। আমাদের ময়মনসিংহ সদরের প্রাণকেন্দ্র অলকা নদী বাংলা কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় অনেক চমৎকার এবং কাগজ পাতি ও বক্সসহ এক্সচেঞ্জ করে ফোন বিক্রি করা হয়। যেহেতু আমি কিছুদিন আগে আমার প্রাণপ্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগ" এর আদেশ অনুযায়ী সুপার ওয়াল্ক এপ্লিকেশনে হাঁটাহাঁটি ও জগিং করে করে সুমন ভাইয়ের কাছ থেকে অনেক বড় পুরস্কার পেয়েছিলাম। সে সুযোগ কাজে লাগিয়ে আমি আগের ফোন এক্সচেঞ্জ করে কিছু টাকা বাড়িয়ে রিয়েলমি সি-৫৫ একটি ফোন ক্রয় করি। দোকানদারের ভাষ্যমতে এই ফোনটি এক বছরের মতো ব্যবহার করা হয়েছে। তারপরও দেখতে অনেক নতুনের মতো। আগের ফোনটা ছিল ৪/৬৪ ভেরিয়েন্টে। এখন যে ফোনটি এক্সচেঞ্জ করে কিনেছি সেটিতে ৬ /১২৮ রেম ও রোম রয়েছে। সে সময় আমার হাতে তেমন টাকা ছিল না, NFT ক্রয় করে পুরস্কার পাওয়া টাকা দিয়ে ফোন কিনতে অনেক সহযোগিতা করেছে। যেহেতু আমাদের পরিচিত দোকান ছিল তাই ১৩৫০০ টাকা দিয়ে চার্জার ও বক্স সহ একদম ফ্রেশ কন্ডিশন ফোন কিনেছি, সঙ্গে মেমো করে দিয়েছিল এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। গতকাল রাত থেকে আজকে পর্যন্ত ব্যবহার করে মোটামুটি ভালো সার্ভিস পেয়েছি। আশাকরা যায় এই ফোন আমার ব্লগিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক্সচেঞ্জের মার্কেটে বিভিন্ন মডেল ও কোম্পানির ফোন রাখা ছিল। ফোনগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে, আইসিটি এবং প্রযুক্তির উপর দক্ষতা হওয়া জরুরী। কেননা প্রতিটি সেক্টর এখন আইসিটি নির্ভরশীল হয়ে উঠেছে। তবে আমি মনে করি অনলাইন ভিত্তিক কাজগুলো সবচাইতে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তাই ভালো ফোন এবং দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করা আমাদের জন্য খুবই দরকার। যাইহোক আশাকরি আমি দ্রুত আমার কাজগুলো গুছিয়ে নেব। সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য শুভকামনা রইল। এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | মার্কেট থেকে এক্সচেঞ্জ করে ফোন কেনার অভিজ্ঞতা। |
লোকেশন | ময়মনসিংহ সদর, ঢাকা বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/nazmulhasanbd01/status/1891537815961243728?t=NgdKVwu4aP8elCKusk9Stw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ফোন কিনে অনেক ভালো করেছেন।আসলে ভাইয়া বর্তমান ফোন আমাদের জন্য অনেক প্রয়োজন। আর রেম বেশি না হলে সত্যি বিভিন্ন ধরনের এ্যাপস নামানো যায় না। আপনি পুরষ্কার পেয়ে অনেক ভালো একটা কাজ করেছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, আমার পোস্ট ভিজিট করে প্রশংসামূলক মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন ফোন কেনা দারুণ সিদ্ধান্ত।আসলেই, ভালো পারফরম্যান্সের জন্য বেশি র্যাম থাকা দরকার, না হলে অনেক অ্যাপ চালানো মুশকিল হয়।পুরস্কারকে ভালো কাজে লাগিয়েছেন, দারুণ সিদ্ধান্ত নিয়েছে।পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপু মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit