সালাম/আদাব,
হ্যালো স্ট্রিমিনাস,
আমার পরিবারের পক্ষ থেকে streemit পরিবার ও আমার বাংলা ব্লগ পরিবার কে আন্তরিক শুভ কামনা ও অভিনন্দন। আমি একজন আইনজীবী ও সমাজসেবী। আমার স্ত্রী দিনাজপুর সরকারী কলেজের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক। ২ মেয়ের মধ্যে বড় মেয়ের নাম নোশিন, বয়স ১৩, সে ক্লাস ৫ এ পড়ে এবং ছোট মেয়ের নাম নাফসিন, বয়স ২ বছর।
সকলে ভালো থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন।