"১০ মিনিটে ফ্রেঞ্চ টোস্ট বানানোর রেসিপি "।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  3 years ago 

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম "সহজ উপায় ফ্রেঞ্চ টোস্ট বানানোর রেসিপি"।


আমাদের প্রফেশনাল কাজের লাইফে সবথেকে কঠিন একটা ব্যাপার হলো সকালে ব্রেকফাস্ট বানিয়ে সেটা খেয়ে বাড়ি থেকে কাজে বের হওয়া। এই কঠিন কাজটা করতে না পারার জন্য বেশিরভাগ দিনই সকালে না খেয়ে কাজে বেরিয়ে যেতে হয়, কখনো বা রাস্তার কোন দোকান থেকে কচুরি খেয়ে অর্ধেক দিন কাটিয়ে দিতে হয়। এই সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র পাউরুটি আর দুটো ডিম দিয়ে খুবই সহজ উপায় এবং নিমিষের মধ্যে সুস্বাদু ফ্রেঞ্চ টোস্ট বানানোর রেসিপি আপনাদের সামনে প্রতিস্থাপন করলাম।


সহজ উপায়ে ফ্রেঞ্চ টোস্ট বানানোর রেসিপি টা শেয়ার করার পেছনে আমার একমাত্র উদ্দেশ্য হল যে এটা বানাতে সময় লাগে মাত্র ১০ মিনিট। আর প্রধান উপকরণ বলতে শুধু ডিম আর পাউরুটি, তাই যেকোনো দিন সকালে ব্রেকফাস্ট এ কি খাওয়া যেতে পারে বুঝতে না পারলে চট করে বানিয়ে ফেলা যেতে পারে এই ফ্রেঞ্চ টোস্ট। আর এই ফ্রেঞ্চ টোস্ট সস দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।


এবার শুরু করা যাক ফ্রেঞ্চ টোস্ট বানানোর রেসিপি :


final.jpeg


সহজ উপায় ফ্রেঞ্চ টোস্ট বানানোর রেসিপি:


উপকরণের নামপরিমাণ
১.স্লাইস পাউরুটি৪ পিস
২.ডিম২ টি
৩.নুনপরিমাণমতো
৪. তেলপরিমাণমতো


রন্ধন প্রণালী :

প্রথম ধাপ


• সবার প্রথমে আমরা একটা অ্যালুমিনিয়ামের থালা উনুনে বসিয়ে তাতে পরিমাণমতো তেল নিয়ে নেব।

1.jpeg

2.jpeg


দ্বিতীয় ধাপ


• তারপর সাঁড়াশি দিয়ে ধরে তেল টা ভালো করে থালায় ছড়িয়ে নেব।

3.jpeg


তৃতীয় ধাপ


• একটা থালায় দুটো ডিম ফাটিয়ে তাতে পরিমাণমতো নুন নিয়ে একটা চামচ দিয়ে ভাল করে নাড়িয়ে নেব।

4.jpeg

5.jpeg

6.jpeg


চতুর্থ ধাপ


• এরপর পাউরুটিটা ডিমে চুবিয়ে এবং দুদিকে ভালো করে ডিমটা মাখিয়ে নেব।

7.jpeg

8.jpeg

9.jpeg


পঞ্চম ধাপ


• এরপর পাউরুটিটা থালায় গরম হওয়া তেলে ছেড়ে হালকা আঁচে ভেজে তার উল্টো দিকটাও ভেজে নেবে।

10.jpeg

11.jpeg

12.jpeg


ষষ্ঠ ধাপ


• একইভাবে চারটে বা জটা প্রয়োজন পাউরুটি পরপর ভেজে নিতে পারব তবে চারটের বেশি ভাজতে হলে ডিমের সংখ্যা বাড়াতে হবে।

13.jpeg

14.jpeg


সপ্তম ধাপ


• এরপর একটা থালায় ফ্রেঞ্চ টোস্ট গুলো রেখে তার সাথে সস দিয়ে সার্ভ করে দেওয়া যাবে।

final.jpeg


আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আমি খুব সহজ পদ্ধতিতে ফ্রেঞ্চ টোস্ট বানানোর রেসিপি করে দেখালাম।


selfy.jpeg

selfy 2.jpeg

ফ্রেঞ্চ টোস্ট এর সাথে আমার নিজস্বী।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফ্রেঞ্চ টোস্ট আমার খুবই পছন্দের একটি খাবার। মাঝে মধ্যে এটা খাই খুবই ভালো লাগে বাসায় বানানোর দারুন একটি রেসিপি গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল।

ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আসলে এটি বানানো এতটা সহজ এবং এত কম সময় হয় বলেই এটা ব্রেকফাস্ট এর জন্য আমার খুবি প্রিয়।

সকালের জন্য একদম উপযুক্ত একটি ব্রেকফাস্ট আপনি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। আমিও মাঝে মাঝে এই ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে খাই।সত্যিই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি রেসিপিটির প্রত্যেকটা ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আশা করি আপনিও এই রেসিপিটা ফলো করলে খুব সুন্দর এবং তারাতারী ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে ফেলবেন।

বাহ ভাইয়া অনেক সুন্দর ফ্রেঞ্চ টোস্ট তৈরি করেছেন আমার কাছে অনেক সুন্দর লাগলো উপস্থাপনাটি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

একদম ঠিক বলেছেন ভাইয়া সকালের নাস্তা তৈরি আমার কাছে খুবই ঝামেলা লাগে। ঘুম থেকে উঠে নাস্তা বানাতে একদমই ভালো লাগে না। আপনার আজকের ফ্রেঞ্চ টোস্ট টি সকালের নাস্তার জন্য বেশ ভাল হবে।
এভাবে টোস্ট তৈরী করে বিকালের নাস্তা হিসেবে বাসায় খাই। কিন্তু কখনো সকালের নাস্তা হিসেবে খাওয়া হয় নি। আপনার কাছ থেকে আজকে আইডিয়া পেলাম যে এটি সকালে খেলেও খুব ভালো নাস্তা হবে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। তবে আমরা ভাজাভুজি আর বিভিন্ন রকম সামগ্রী দেখলেই মনে করি অনেক সময় সাপেক্ষ রান্না। কিন্তু এই ফ্রেঞ্চ টোস্ট টা খুব তাড়াতাড়ি এবং সুস্বাদু ভাবে তৈরি হয়ে যায়।