আমার জীবনের সব থেকে বড় শিক্ষা যা আমার সাথে আপনাদের জীবন বদলে দেবে

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধু রা কেমন আছেন সাবাই , আশাকরি সাবাই ভালো আর সুস্থ আছেন ।

প্রায় ৫ বছর আগে থেকে অনলাইনে কেরিয়ার করা যায় শুনছি এবং ইউটিউব এ দেখছি । যেদিন থেকে নিজের মোবাইল হল আর জিও নেট পেয়েছিলাম সেইদিন থেকে ইউ টিউব থেকে আরো ভালো করে ইনকাম সম্মন্ধে জানতে থাকলাম ।
মনে হয়েছিল ইউটিউব চ্যানেল করে ভিডিও ছাড়তে পারলেই ইনকম ।যখন কেউ ইউটিউব ইনকাম দেখাতো আর দেখতাম অনেকে কত সম্মান পাচ্ছে তখন মনে হয়তো ইউটিউব চনেল বানানোটা কোন ব্যাপারি না ।
কিন্তু যখন নিজে ভিডিও বানাতে চেষ্টা করলাম তখন আর ক্যামেরার সামনে বলার মোত কিছুই পাইনা । যখন একা থাকতাম তখন মনে অনেক কিছু বলার জন্য আসে ,কিন্তু ক্যামেরার সামনে বলতে পারতাম না ।

অনেক বার বন্ধু ও নিজের কাছের মানুষ দের সাথে বাজি ধরে বসলাম আমি এক সপ্তাহের মধ্যে চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করব, কিন্তু সেগুলো বলাই হল কোন কাজে লাগলো না উল্টে সবার কাছে আরো ছোট হয়ে গেলাম ।

হটাৎ জানতে পারলাম ব্লগিং করেও ইনকাম করা যায় যেখানে কোন ভিডিও বানাতে হয় না । তাই বেশকিছু দিন ব্লগিং নিয়ে ভাবতে লাগলাম । কিন্তু সেখানেও একি প্রবলেম, ভাবছি অনেক কিছু কিন্তু লিখতে পারছি না । এমন করে ৪ -৫ টা বছর কাটিয়ে দিলাম ।

কিছুদিন আগে জানলাম steemit এ র বাপরে আর সেখানে গিয়ে জানলাম "আমার বাংলা ব্লগ" এর সম্মন্ধে । ভাবলাম এখান থেকেই শুরু হবে আমার নুতুন জার্নি ।।

pexels-julian-jagtenberg-103123.jpg

আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা অনলাইনে ইনকম করতে চান । তাদের বলব যারা আমার মোত টাকা ইনকাম করার কথা ভেবে কিছু করছেন তার কোনদিন অনলাইন কেরিয়ার করতে পারবে না ॥

নিজেকে সাবার কাছে নিজের যজ্ঞতা প্রমাণ করুন ইনকাম এমনি হয়ে যাবে ॥ কিন্তু এটা ভাববেন যে আমি যজ্ঞ হয়ে তারপর সবটা শুরু করব । শুরুটা আজ থেকেই করুন কারণ এই শুরু আপনাকে সঠিকটা শেখবে ॥

আর বাজি অন্যকারো সাথে নয় নিজের সাথে করুন, কারণ লোককে দেওয়া কমিনমেন্ট ভুলে যেতে পর নিজেকে দেওয়া নয় ॥

আমি কিছুদিন ধরে নিজেকে নতুন করে পরিবর্তন করছি , তাই সবার কাছে আমার অনুরোধ আমার ভুল দেখলে প্লিজ হেল্প করবেন ॥
আমি কিভাবে নিজেকে পরিবর্তন করছি এবং কতটা পরিবর্তন হল সেটা জানতে প্লিজ আমার সাথে যুক্ত থাকুন ॥

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি সফল হবেন ,তবে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করতে হবে। আপনি নেক্সট month এ কমিউনিটিতে কাজ শুরু করতে পারেন। কমিউনিটিতে সবসময় মেম্বার নেওয়া হয় না। বর্তমানে মেম্বার নেওয়া বন্ধ রয়েছে। আপনি আমাদের ডিসকোর্ড সার্ভারে যুক্ত হন। সকল আপডেট পেয়ে যাবেন।

Discord link : https://discord.com/invite/ettSreN493

এখন কমিউনিটিতে মেম্বার নেউয়া হচ্ছে

আপনি সেইম পোস্ট আরও একটি কমিউনিটিতে করেছেন। এটা steemit এর নিয়মের বাইরে। আপনি এটা করতে পারবেন না। এ বিষয়ে সচেতন থাকবেন। ধন্যবাদ।

thank you

একটা পোস্ট কি ডিলেট করে দেব