১. যার খাতা থেকে দেখে লিখবেন আপনার লেখার গতি তার চাইতে ফাস্ট হইতে হবে। নইলে বাদ দেন। আপনারে দিয়ে হবে না। উলটা আপনার জন্যে আরেকজনের পরীক্ষা খারাপ হবে।
২. যার খাতা দেখবেন পরীক্ষার হলে গিয়েই তার সাথে ভালো সম্পর্ক করে নেবেন। সে যদি বন্ধু না হয়, তাকে বন্ধু বানাবেন। এক্ষেত্রে ইগো মারাইলে হবে না। সিগারেট খাইলে সিগারেট খাওয়াবেন। না খাইলে কোক বা চকলেট হাবিজাবি যা পারেন অফার করবেন।
৩. যার থেকে দেখতেছেন সে যদি আপনার সামনে বসে তাহলে উঁকি ঝুঁকি মাইরা দেখতে যায়েন না। তারে বলবেন যেনো সে অল্প বাঁকা হয়ে লেখে। আপনি পেছন থেকে আইডিয়া নেবেন। আর যদি পেছনে বসে তাহলে ঘাড় অল্প ঘোরালেও দেখা যায় তার পজিশন এমনভাবেই সেট করে দেবেন বেঞ্চ এদিক ওদিক করে।
৪. দেখাদেখির জন্য যদি টিচারের কাছে ধরা খান, বুঝে নেবেন আপনি এই জগতে অ্যামেচার। গার্ডের ঝামেলা এড়াতে যতটুকু না অন্যের খাতার দিকে তাকাবেন তারচে বেশি তাকাবেন টিচারের দিকে। তার মুভমেন্ট বোঝার ট্রাই করবেন। কীভাবে গার্ড দিচ্ছে, কোথায় কতক্ষণ থাকতেছে, কীভাবে তাকাচ্ছে, অ্যাপ্রোচ কী এগুলি বোঝার চেষ্টা করবেন। এক কথায় তার মাইন্ডটা রিড করতে যা যা খেয়াল করা লাগে করবেন।
৫. গার্ড যদি আপনার দিকে তাকায় থাকে তাহলে হুদাই খাতার উপর কলম ঘোরাতে থাকবেন। কিছু লিখতে হবে না। লিখতেছেন এমন ভং ধরবেন। আর ওই সময় তার দিকে ভুলেও তাকাবেন না।
৬. যার খাতা দেখবেন তার সাথে অবশ্যই না পারতে কথা বলবেন না। যতটা সম্ভব মুখ বন্ধ রাখবেন। তাকে ডিস্টার্ব করবেন না। তার বানান টানান ভুল হইলে, হিসাবে গড়মিল হইলে ধরায় দিবেন। এতে সে বুঝবে আপনি ঢেরস না। কিছুটা হলেও কাজে লাগেন।
৭. টিচার খাতা নিয়া গেলে ভুলেও তার সাথে ঘোঙাবেন না। তারেইরিটেট করলে খাতা পাইতে দেরি হবে। তারচে বরং ওই সময় বাথরুমে যান। ইউজুয়ালি সেখানে অনেক গুপ্তধন রাখা থাকে। ওরকম থাকলে দেখে আসবেন। আশেপাশে যারা লিখতেছে তারা কী লিখতেছে আইডিয়া নিতে থাকবেন যেনো পরে লিখতে পারেন। ম্যাথ হইলে প্রশ্নে করে রেখে দেবেন দেখে দেখে। পরে যাতে বিপদে পড়া না লাগে।
৮. অবশ্যই এবং অবশ্যই মাস্ক পরার চেষ্টা করবেন। মাস্কের সুবিধার কোনো কূলকিনারা নাই। সেইটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার সময়ই বুঝবেন।
৯. থিউরি এক্সামের জন্য প্রচুর বানায়া লেখার ক্ষমতা অর্জন করবেন। খালি পয়েন্ট সাপ্লাই নেবেন।
আপু আমার বাংলা ব্লগে কপি কনটেন্ট দেওয়া নিষেধ।আপনি আমাদের ব্লগের নিয়ম গুলো আগে দেখে তারপর পোস্ট করুন। @ayrinbd আপু প্লাজারাইড কনটেন্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ok
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://hi-in.facebook.com/permalink.php?story_fbid=304428051894567
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit