2০ স্টিম পাওয়ার আপ⚡🔥⚡১০% লাজুক-খ্যঁকের জন্য।

in hive-129948 •  3 years ago 
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

নিজের সেরাটা শেয়ার করার উদ্দেশ্যে এবং শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

IMG-20180307-WA0049.jpg

নিজস্ব ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০ স্টিম পাওয়ার আপ।

হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ২০ স্টিম পাওয়ার আপ করে টার্গেট ডিসেম্বর সিজন-টু তে জয়েন করলাম ।

আসলে পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপ মানে নিজেকে স্টিমিট প্লাটফর্মে যথাযথ ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। পাওয়ার আপ মানে স্টিমিট প্লাটফর্মে নিজের শক্ত অবস্থান তৈরি করা।

কারণ এই প্লাটফর্মে কাজ করতে হলে অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন। আর সেই পাওয়ার আপ নিয়ে আজকে হাজির হলাম।

পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ৫০৬০স্টিম।২০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ৫০৮০ স্টিম হয়েছে।তবে আমার টার্গেট ১০,০০০ স্টিম পাওয়ার অর্জন করা।আর সেই লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি।

পূর্বের স্টিম পাওয়ার৫০৬০
পাওয়ার আপ২০ স্টিম
বর্তমান স্টিম পাওয়ার৫০৮০
টার্গেট১০,০০০ স্টিম পাওয়ার

তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো।

প্রথম ধাপ

Screenshot_20220331-133052_Chrome.jpg

দ্বিতীয় ধাপ

Screenshot_20220331-133106_Chrome.jpg

শেষ ধাপ

Screenshot_20220331-133209_Chrome.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

পোষ্ট ও ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপাওয়ার আপ
ক্যামেরা.মডেলএম ৩১
ক্যাপচার@নিভলু১২৩
ইডিটিংসেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাওয়ার আপ করা মানে নিজের একাউন্টকে সমৃদ্ধশালী করে তোলা। আমিও পাওয়ার আপ করতে অনেক ভালোবাসি। আপনার পাওয়ার আপ কে সাধুবাদ জানাই।

আপনিও পাওয়ার আপ করতে ভালোবাসেন এটা জেনে খুবই আনন্দিত হলাম। আর অন্যের ভালো লাগা দেখলে তখন আরও উৎসাহ পাই ধন্যবাদ।

এভাবেই পাওয়া আপ করতে থাকুন। আপনি তো নিশ্চয়ই জানেন পাওয়ার আপ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এজন্য আমরা বেশি বেশি পাওয়ার আপ করি। নিজের একাউন্ট এর ভ্যালু বৃদ্ধি করতে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ আমি অবশ্যই জানি পাওয়ার অপের গুরুত্ব। আর এই জন্যই প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আজকে আপনি আমাদের মাঝে 2০ স্টিম পাওয়ার আপ করার একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। পাওয়ার আপ করার মাধ্যমে আপনি নিজেকে একটি ডলফিন এ রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। ডলফিন হবার জন্য আপনাকে অনেক শুভকামনা রইলো ভাইয়া।

হ্যাঁ ভাই আসলে ডলফিন অর্জন করেছি, সামনের লক্ষ ডাবল ডলফিন অর্জন করা অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

পাওয়ার আপ অনের সক্ষমতাকে বৃদ্ধি করা। আপনি আজ অনেকগুলো স্টিম পাওয়ার আপ করেছেন। দোয়া করি আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক পাওয়ার কিনা জানিনা, তবে ২০ স্টিম পাওয়ার আপ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য। এভাবে সব সময় পাশে থাকবেন এই কামনা করি।

আপনি খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন ভাই। আপনার উদ্যোগ আমার অনেক ভালো লেগেছে। আসলে এভাবে স্টিম পাওয়ার আপ করে এরপর নিজস্ব ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে চলেছেন। শুভকামনা রইল আপনার জন্য। খুব তাড়াতাড়ি যেন আপনার লক্ষ্যে পৌছাতে পারেন।

আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পাওয়ার আপ করার ইচ্ছে কে আরো বেশি বাড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়।

পাওয়ার আপের এমাউন্ট যেটা হোক না কেন পাওয়ার আপ করাটাই অধিক গুরুত্বপূর্ণ।আমিও পাওয়ার আপ করতে খুব ভালোবাসি।পাওয়ার আপ করার জন্য আপনাকে সাধুবাদ জানাই।ধন্যবাদ ভাইয়া,শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার কথাটি খুবই ভালো লাগলো। কারন এমাউন্ট যতই হোক ইচ্ছাশক্তি থাকলে এমাউন্ট কোন বিষয় না। প্রতিনিয়ত পাওয়ার আপ করাটাই হচ্ছে মুখ্য বিষয়। কত স্টিম পাওয়ার আপ করতেছি সেটা বড় বিষয় না। আর প্রতিনিয়ত পাওয়ার আপ করতে করতে একটা সময় লক্ষ্যে এমনিতেই পৌঁছানো যাবে ধন্যবাদ।

আপনি ২০ স্টিম পাওয়ার আপ করেছেন।পাওয়ার মানেই শক্তি।পাওয়ার মানেই নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা।আমরা পাওয়ার আপকে ভালোবাসি।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।

জিও অতীব সত্য কথা বলেছেন, এবং খুব সুন্দর ভাবে গুছিয়ে পাওয়ার আপ সম্পর্কে একটি ধারণা দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভাল লাগল। পাওয়ার আপ মানে বৃদ্ধি করা। পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্টটের শক্তি বৃদ্ধি করা।এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ ভাই।

পাওয়ার অফ করে আমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি ও আপনাকে এগিয়ে নিয়ে যাবেন এই কামনা করি। ভালো থাকবেন সব সময়।

পাওয়ার আপ পোস্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আমার পাওয়ার আপ দেখে আপনার ভালো লাগলো এটা জেনে খুবই আনন্দিত হলাম। এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করবো পাওয়ার আপ করতে ধন্যবাদ আপনাকে।

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে আমার খুবই ভালো লাগলো। পাওয়ার আপ করা একাউন্টের জন্য খুবই ভালো। পাওয়ার আপ করলে একাউন্টের ক্ষমতা বৃদ্ধি পায়। আপনি ২০স্টিম পাওয়ার আপ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাওয়ার আপ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অতীব সত্য কথা বলেছেন পাওয়ার আপ করলে একাউন্টের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই ক্ষমতা বৃদ্ধি করার জন্যই পাওয়ার আপ করা ধন্যবাদ আপনাকে।

সত্যি ভাইয়া পাওয়ার আপ পোস্ট দেখলাম সত্যিই অনেক ভালো লাগে আমার। কেননা, ধীরে ধীরে পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃদ্ধি সুন্দরভাবে বাড়িয়ে তুলতেছেন। আমরা সবাই পাওয়ার আপকে ভালোবাসি। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য। এভাবে সব সময় পাশে থাকবেন এই কামনা করি।

আমরা পাওয়ার আপকে ভালোবাসি 💕
ভীষণ ভালো উদ্যোগ নিয়েছেন ♥️
আপনি ডলফিন পর্যন্ত এগিয়ে গেলেন ভাই, খুব ভালো লাগলো দেখে 🤗
শুভ কামনা এবং দোয়া সবসময়ই রয়েছে ❣️

জি ভাই আমরা সকলে পাওয়ার আপ ভালোবাসি আর এইজন্যই পাওয়ার আপ করে নিজের সক্ষমতা এবং ইস্টিমিট প্লাটফর্মে শক্ত একটি অবস্থান তৈরি করতে চাই ধন্যবাদ।

ইনশাআল্লাহ আপনি একদিন বিশাল স্টীম পাওয়ারের মালিক হবেন। শুভ কামনা রইল 🥀

আপনি দেখি সপ্তাহে একাধিক বার পাওয়ার আপ করেন। এজন্য আপনার পাওয়ার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আপনার পরবর্তী টার্গেট টা ভালো। এভাবে এগিয়ে যান একদিন পৌছে যাবেন লক্ষ্যে। আপনার জন্য শুভকামনা।।

না ভাই আমি একাধিকবার পাওয়ার আপ করিনা এখন।একবারই করতেছি এখন। তবে পাওয়ার বৃদ্ধিতে লক্ষ্য রেখেই পাওয়ার আপ করি ধন্যবাদ।

পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের শক্তি বৃদ্ধি করা আর প্রতি সপ্তাহে ধারাবাহিকতার সাথে কিছু পরিমাণ পাওয়ার বৃদ্ধি করাই টার্গেট ডিসেম্বর সিজন 2 এর প্রধান লক্ষ্য। এগিয়ে যান ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জি ঠিক বলেছেন টার্গেট ডিসেম্বর কে কেন্দ্র করে, নিজের লক্ষ্য নির্ধারণ করেই এই পাওয়ার আপ করা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

আশা করি ভাইয়া, ভালো আছেন? আপনার পাওয়ার আপ পোস্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি পাওয়ার আপ করার প্রক্রিয়া খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পাওয়ার আপ মানে নিজে সক্ষমতা বৃদ্ধি করা। এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন ভাইয়া।

হ্যাঁ ভাই চেষ্টা করেছি সুন্দর ভাবে সবার সাথে তুলে ধরার জন্য আমার পাওয়ার আপের প্রসেসগুলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

পাওয়ার আপ দেখলে ভালো লাগে সকালবেলা উঠেই আপনার পাওয়ার আপ চোখে পড়ল দেখে খুব ভালো লাগছে। আমরা যত বেশি পাওয়ার আপ করব আমাদের সক্ষমতা ও সমৃদ্ধি তত বৃদ্ধি পাবে। সকাল সকাল আপনার পাওয়ার আপ পোস্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যারা পাওয়ার আপ কে ভালোবাসে, তারা পাওয়ার আপ পোস্ট দেখলেই তাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা গঠণমূলক মন্তব্যের জন্য। ভালো থাকবে সব সময়।

ভাইয়া আপনার পাওয়ার আপ এর পোস্ট টি দেখে খুব ভালো লাগলো। ভাইয়া আপনি ভালো করে জানেন পাওয়ার আপ আমাদের জন্য কতো টা গুরুত্বপূর্ণ। এভাবে সামনের দিকে এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইল।

জি ভাই অবশ্যই আমি জানি পাওয়ার আপ কতটুকু জরুরী এবং সবাই পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নেওয়ার খুবই দরকার। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

খুব সুন্দর এগিয়ে যাচ্ছেন আপনি নিজের লক্ষ্যের দিকে সত্যি দারুন একটি ব্যাপার। এবং আপনাদের এই এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এভাবেই এগিয়ে যান ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া আর সক্ষমতা বৃদ্ধির জন্য এই পাওয়ার আপ করা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

পাওয়ার আপকে আমরা ভালোবাসি। যারা পাওয়ার আপ করে তাদের দেখে বুঝা যায় তারা এই প্লাটফর্ম কে ভালোবাসে এবং এখানে দীর্ঘ মেয়াদে কাজ করতে চায়। আপনার পাওয়ার আপ পোস্টটি দেখে উৎসাহিত হলাম ভাই। ভালোবাসা নিবেন

সত্যি বলতে স্টিমিট এ কাজ করতে হলে অবশ্যই স্টিম পাওয়ার দরকার। তাই পাওয়ার আপ না করলে সেটা কোন ভাবেই অর্জন করা সম্ভব না ধন্যবাদ আপনাকে।

পাওয়ার আপ করা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ করার মাধ্যমে আমাদের একাউন্ট আরো শক্তিশালী হয়ে ওঠে। আপনি পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার আপ করা দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি ঠিক বলেছেন ভাই, আপনার সাথে আমি সহমত পোষন করছি। এই জন্যই প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।দোয়া রইল আপনার জন্য।

একাউন্টঃ @nevlu123
পাওয়ার বৃদ্ধিঃ = 0.395257%

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আমার পাওয়ার আপ পোষ্টের পাওয়ার আপ এর অ্যামাউন্ট কে কেন্দ্র করে ক্যালকুলেশন করে পাওয়ার বৃদ্ধির শতাংশ আমাকে জানিয়ে দেওয়ার জন্য আবারো ধন্যবাদ আপনাকে।