আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
এসবিডি পে-আউট যখন সবার খুশির কারণ হয়ে দাঁড়ায়। |
---|
ধৈর্য্য মানুষকে সফলতার কাঠগড়ায় পৌঁছে নেয়। তাই তাড়াহুড়া না করে ধৈর্য্য ধরুন স্টিম এর ভবিষ্যৎ অনেক ভালো। নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারবেন, সে জন্য লেগে থাকুন আর এই লেগে থাকতে পারলেই আপনি সফলতার ভাগি হবেন।
বন্ধুরা আজকে অত্যন্ত খুশির একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে নিজের অনুভূতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। প্রথমে বলি কেনই বা খুশির বিষয় বলতে চাচ্ছি। এটার একটাই কারণ সেটা হল বর্তমানে এসবিডি চালু হয়েছে।আর এসবিডি চালু হওয়া এটা স্টিম প্লাটফর্মের জন্য সোনার হরিণের মত। দীর্ঘ দেড় থেকে দুই বছর পর এসবিডি পেআউট চালু হতে যাচ্ছে।এটি কিন্তু অনেক খুশির বিষয়।
হঠাৎ করেই এসবিডির পেআউট দেখে অনেক বেশি খুশি লাগলো। তাই ভাবলাম আপনাদের মাঝে কিছুটা অনুভূতি শেয়ার করি। একটা সময় অনেক এসবিডি আসতো। বা তখন সচরাচর সবাই এসবিডি দেখতে পেত যার যার ওয়ালেটে ।কিন্তু আজ থেকে এক দেড় বছরের মধ্যে অসংখ্য নিউ ইউজার রয়েছে, তারা এসবিডি কেমন হতে পারে, বা এসবিডি দিয়ে আমরা কিভাবে কি করব এসব বিষয় কোন ধারণাই নেই।
যদিও আমার বাংলা ব্লগের এবিবি স্কুলের মাধ্যমে অনেকে ধারণা পেয়েছে, যে এসবিডি নামে ডলার আছে। এগুলো যখন পে-আউট হয়, আর সেগুলো কনভার্ট করে স্টিমে রূপান্তরিত করতে হয়। কিন্তু তারা শুধু লেকচার সিটে অথবা টিউটোরিয়ালে দেখেছে,কিন্তু বাস্তবে তারা দেখেনি। আর মার্কেট ডাউনের জন্য তাদের দেখার সুযোগও হয়নি।কারণ মার্কেট বিভিন্ন কারণে ডাম্প ছিল এবং এসবিডি রেট কম ছিল।
যার কারণে এসবিডি প্রিন্ট হয়নি।তাই সেসব নিউ ইজারদের জন্য এসবিডি পাওয়াটা আসলেই সোনার হরিণের মত।যদিও আমরা অনেক আগ থেকেই পেয়েছি। গত এক দেড় বছর হয়তো আমরা মিস করেছি। যাই হোক আশা করছি এখন থেকে এসবিডি কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে। যদি কোন ব্যাড নিউজ অথবা মার্কেটের উপরে কোন খারাপ প্রভাব না পড়ে।
সত্যি বলতে আমি অনেক আগে একটি পোস্ট শেয়ার করেছিলাম স্টিম অ্যালায়েন্স কমিউনিটিতে। আর সেটি হল স্টিমকে যদি ফিউচার ট্রেডে এড করানো যায়,তাহলে স্টিম এর রেট বা স্টিমের ভাবমূর্তি অনেক ঊর্ধ্বে উঠে যাবে। আর সেই রকমই একটি বিষয় ঘটতে যাচ্ছে। যার কারণে স্টিম রেট ভালোই আপ হয়েছে। মূলত ফিউচার অথবা মার্জিন ট্রেড গুলোতে এতদিন স্টিম লিস্টেড ছিল না। এখন যেহেতু সেই প্রচেষ্টা চলছে,এতে করে স্টিমের উপরে অনেক বেশি ইনভেস্টরদের চোখ পড়বে।
বিশেষ করে ফিউচার ট্রেডে অসংখ্য লোকজন ট্রেড করে। এখন বড় বড় ইনভেস্টররা যদি এই স্টিম কে ফিউচার ট্রেড করার জন্য বেছে নেয় এবং তারা যদি স্টিম দিয়ে ফিউচার ট্রেড করতে থাকে, তাহলে স্টিমের রেট অনেক উপরে উঠে যাবে। আর এতে করে এসবিডির রেটও ভালো থাকবে। সর্বোপরি এসবিডিও আশা করি পেআউট বন্ধ হবে না।
আমি মনে মনে চেয়েছিলাম স্টিম কে ফিউচার ট্রেড এ এড করা হোক। এখন দেখতে পাচ্ছি অ্যাড করার পর্যায়ে কাজ চলতে আছে। সেজন্য আমার অনেক খুশি লাগছে। যাইহোক আজকে সকালে যখন আমার পেআউট এ এসবিডি দেখতে পেলাম তখন অনেক খুশি লাগলো। তবে যে পরিমাণ এসবিডি আসার কথা ছিল, সেটি আসেনি।
আর এটার একটি মাত্র কারণ, আমার যখন পেআউট হয়েছিল তখন পুরোপুরি এসবিডি পেমেন্ট দেওয়া শুরু করেনি। অল্প একটু শুরু করেছিল, আর তখনই আমার পেআউট হয়েছে।সেজন্য অল্প কিছু এসবিডি পেয়েছি।তবে অল্প এসেছে সেটা বিষয় নয়, সবচাইতে খুশির বিষয় এসবিডি পে আউট হচ্ছে এটাই। তবে কালকে থেকে আশা করছি পুরোপুরি ভাবে এসবিডি পে আউট পাবো।
যাইহোক এবার একটু ভিন্ন বিষয়ে কথা বলি। এখন যারা পাওয়ার ডাউন দিয়ে স্টিম বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই বোকামি করছেন। কারণ স্টিম যেহেতু ফিউচার ট্রেডে এড হয়েছে, তাহলে স্টিম এর ভবিষ্যৎ কি রকম ভালো হতে পারে সেটা তো আপনাদের কল্পনাও নেই।এখন পাওয়ার ডাউন দিয়ে সব খেয়ে ফেলবেন, পরবর্তীতে হায় হায় করা ছাড়া কোন উপায় নেই।
সেজন্য মনোযোগ দিয়ে কাজ করুন। দু চার টাকা ইনকাম এমনিতেই আসবে। আর সেটা ভবিষ্যতের জন্য রেখে দিন।আর ধৈর্য্য ধরে কাজ করে যান ভালো কিছু অর্জন করতে পারবেন। স্টিম রেট এখন কিছুটা আপ হয়েছে, সেজন্য লাফালাফি করে সবকিছু সেল করে দিয়ে দেউলিয়া হওয়ার দরকার নেই।ভবিষ্যতে ভালো কিছু আছে সেজন্য ধৈর্য্য ধরতে হবে। আর ধৈর্য্য না ধরতে পারলে সফলতার কাঠগড়ায় পৌঁছাতে পারবেন না।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং। |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ভাইয়া এমন ধরনের পোস্টগুলে পড়ে কিন্তু আমরা অনেক উৎসাহিত হই। দীর্ঘদিন ধরে এসবিডি পে আউট হতে ইউজাররা বঞ্চিত ছিল। তবে কার কি অনুভূতি হয়েছে তা জানিনা। গতকাল যখন দেখলাম যে একাউন্টে এসবিডি ঢুকেছে তখন যেন নিজের অজান্তেই মনে হতে লাগলো বড়লোক হয়ে যাচ্ছি মনে হয়। তাহলে আমার বিএম ডব্লিউ কিনতে আর দেরি করে হবে না। তবে আশা করি আপনার উপদেশ গুলো আমরা মেনে নিতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহহাহ।।।কি জে বলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
💐💥💥😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন আমি ভেরিফাইড হয়েছিলাম তারপর দুই কি তিন মাস এসবিডি পেয়েছি এরপর সেই যে বন্ধ হয়েছে দেড় বছর পার হয়ে গেছে। দীর্ঘ সাধনার পর আবারো মুখ দেখতে পেয়েছি সবাই। আশা করি পরিপূর্ণরূপে এসবিডি দেয়া শুরু হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই দীর্ঘ সাধনার পর আবারো মুখ দেখতে পেয়েছি সবাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি হয়তো বা কখনো এসবিডি পে আউট হতে দেখিনি। তবে অনেক শুনেছি যে এসবিডি পে আউট হবে । যাক অবশেষে সেই এসবইডই সে আউট টা দেখেই ফেললাম। দেখা যাক ভবিষ্যতে আরো কি কি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভবিষ্যতে আরো ভালো কিছু আসতেছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাইয়া হঠাৎ করে এসবিডি পে-আউট দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম। অনেকদিন পর এটি পেয়েছি। সত্যিই এই অনুভূতি বলার মত না। আসলে ধৈর্য ধরে কাজ করতে পারলে আমরা ভবিষ্যতে ভালো কিছু ফল পাব। খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
করে এসবিডি পে-আউট দেখে আমিও অনেক বেশি খুশি হয়েছিলাম আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এসবিডি পে-আউট নিয়ে আপনি খুবই চমৎকার একটি একটি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি এখানে খুবই চমৎকার কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন যে কথাগুলো আসলেই আমাদের মেনে নেওয়া উচিত ধৈর্য যে মানুষকে উচ্চ একটা স্থানে নিয়ে যেতে পারে এটাই তার বড় প্রমাণ। বর্তমান সময়ে এসবিডি এর পেআউট দেখে অনেকেই হয়তো বা পাওয়ার ডাউন দিয়ে খেয়ে ফেলছে যেটা ভবিষ্যতে তাদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে কারণ ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে আসলেই এটা সম্পর্কে অনেকের ধারণা নেই। যাই হোক আমার নিজের কাছেও অনেক বেশি খুশি লাগছে আমি নিজেও গতকাল থেকে অনেক আনন্দে ছিলাম। আমার মতো অনেকেই আনন্দ ছিল বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনার অনুভূতি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি একদম ধৈর্য যে মানুষকে উচ্চ একটা স্থানে নিয়ে যেতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Nevlu123/status/1723140299747360843?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি স্টিমেট প্ল্যাটফর্মে কাজ করার পর থেকে গতকালকেই এসবিডির পেআউট প্রথম পেলাম। সত্যি বলতে খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছিলাম। অবশ্যই ভাই আমরা সবাই চাই যে এসবিডির পেআউট যাতে আর বন্ধ না হয়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিম বাইন্যান্স ফিউচার ট্রেডে এড হয়েছে। এখন অসংখ্য মানুষ অসংখ্য ট্রেডার স্টিম সম্পর্কে জানবে স্টিম এ ট্রেড করবে তখন স্টিমিট এর প্রাইজ এমনিতেই বাড়বে। যেটা এতদিন সম্ভব ছিল না। আমাদের সুদিন শুরু হয়ে গিয়েছে আমি বলব। যদি মার্কেটে কোন অঘটন না ঘটে তাহলে স্টিম এর প্রাইজ আর বাড়বে। এসবিডি পে আউট চালু হওয়ার কথা শুনে আমি রীতিমতো লাফ দিয়ে উঠেছিলাম ভাই। এর ফলে আমরা প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ লিকুইড স্টিম পাব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই ট্রেডার স্টিম সম্পর্কে জানবে স্টিম এ ট্রেড করবে তখন স্টিমিট এর প্রাইজ এমনিতেই বাড়বে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দীর্ঘ অপেক্ষার পর আমাদের খুশির দিন আসতে চলেছে। ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। আপনার লেখা গুলো পড়ে অনেকেই খুব ভালো করে বুঝতে পারবে। আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিমন ভাই আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি অনেক সুন্দর কিছু লিখলেন ভালো লাগলো পড়ে। আসলে এসবিডি সম্পর্কে একদম ধারণা ছিল না। যখন থেকে কমিউনিটিতে কাজ শুরু করেছি তখন থেকেই এসবিডি দেখি নাই। তখন শুধু স্টিম ডলার দেখেছি। হঠাৎ করে যখন এসবিডি চালু হলো তখন কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু সবার মাধ্যমে যা জানতে পারলাম অনেক খুশির একটি খবর। তবে বেশ ভালই লাগলো। এমন হতে থাকলে আশা করি সকলের মঙ্গল হবে। আসলে বর্তমান সময়ে পাওয়ার ডাউন দিয়ে স্টিম সেল করা বোকামি ছাড়া আর কিছু নেই। সবার জন্য শুভকামনা রইল আশা করি বুঝতে পারবেন সবাই আপনার কথা গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আপু আসলে বর্তমান সময়ে পাওয়ার ডাউন দিয়ে স্টিম সেল করা বোকামি ছাড়া আর কিছু নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই এসবিডি পে-আউট পেয়ে ভীষণ ভালো লাগছে। কারণ এতদিন শুধু শুনেছি যে, আগে নাকি এসবিডি পে-আউট হতো। আশা করি স্টিমের দাম এভাবেই বাড়তে থাকবে এবং এসবিডি পে-আউট বন্ধ হবে না। আসলে ধৈর্যের ফল সবসময়ই মিষ্টি হয়। আমাদের সবার উচিত ধৈর্য্য সহকারে এই প্লাটফর্মে কাজ করে যাওয়া। তাহলে ভবিষ্যতে অবশ্যই আমরা ভালো কিছু পাবো এখান থেকে। এককথায় দুর্দান্ত লিখেছেন ভাই। পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই ধৈর্যের ফল সবসময়ই মিষ্টি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সত্য কথা এসবিডি পে-আউট এর পর থেকে সবাই অনেক খুশি।আর এটাও সত্য যে অসংখ্য ইউজার এসবিডি কি আগে কখনো দেখেইনি। তবে এইবার প্রথম দেখতে পেয়েছে। তাহলে তাদের খুশির সীমা থাকার কথা নয়।যাইহোক ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক অসংখ্য ইউজার এসবিডি কি আগে কখনো দেখেইনি। তবে এইবার প্রথম দেখতে পেয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit