আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সঙ্গ দোষে লোহা ভাসে। |
---|
আমাদের জীবনে বইয়ের শিক্ষা যেমন প্রয়োজন,তেমনি প্রয়োজন পারিবারিক শিক্ষা।আর সেই সাথে প্রয়োজন মানুষের মত মানুষ হওয়া। মানুষের মত মানুষ হতে হলে অনেক সময় শুধু বইয়ের শিক্ষা দিয়ে হয় না এবং শুধু পরিবারিক শিক্ষা দিয়েও হয় না। আর সেটা হতে দেয় না শুধুমাত্র সঙ্গদোষে। কথায় আছে না যে সঙ্গ দোষে লোহা ভাসে।
ধরুন একটা লোক পড়ালেখার দিক থেকে অনেক অনেক মেধাবী। অনেক অর্জন রয়েছে তার জীবনে। আবার পরিবারও অনেক খানদানি মানে অনেক ভালো পরিবার। আর পরিবার থেকে ভালই শিক্ষা নিয়েছে। কিন্তু সে যদি তার জীবন চক্রের মধ্যে কোন খারাপ সঙ্গ অর্জন করে, তখন দেখা যায় তার আগের যে অর্জন ছিলো সবগুলো বর্জন হয়ে যায়। ওই যে একটু আগে বললাম যে সঙ্গ দোষে লোহা ভাসে।তারমানে সে যে খারাপ সঙ্গ অর্জন করেছে তার খারাপ সঙ্গের কারণেই মূলত তার যে অর্জন সেগুলা ধ্বংসের পথে থাকে।
সেজন্য মূলত আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি শুধু পারিবারিক শিক্ষা ও পড়ালেখায় ভালো হলেই চলবে না বরং আমাকে খেয়াল রাখা উচিত যে কার সাথে মিশছি, কার সাথে আমার চলাফেরা এবং কার সাথে আমার আদান প্রদান হচ্ছে। যদি দেখা যায় সেটি কোন খারাপ মানুষ তাহলে তাকে বর্জন করা উচিত। আর সেটা যদি বর্জন না করে বরং খারাপকে যদি অর্জন করা হয় তাহলে তার জীবনের জন্যই ক্ষতি।
যদিও এই বিষয়টা অনেকে বুঝতে পারে না কারণ বন্ধু নির্বাচন বলুন বা মানুষ নির্বাচন বলুন এই নির্বাচন করাই খুব কঠিন বিষয়। তবে মানুষের সুন্দর মুখের আড়ালে কত রকম হিংস্রতা থাকে সেটা চলাফেরা করলে অবশ্যই বোঝা যায়। আর যে বুঝে না সে পড়াশুনা এবং বংশধর ফ্যামিলির ভালো পারিবারিক শিক্ষা পেলেও আসলে সে বোকা।
আপনারা ভালো করেই জানেন এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা গরুর মূত্র পড়ে যায় তখন সবগুলা দুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাহলে কেউ যদি পারিবারিক শিক্ষা পেলো আবার সার্টিফিকেটের শিক্ষা ও তার রয়েছে, তবে সঙ্গ খুঁজতে গিয়ে খারাপ মানুষ বা খারাপ ফ্যামিলির সাথে জড়িয়ে গিয়েছে তাহলে তার সার্টিফিকেট আর তার বংশের শিক্ষা, কোনটারই মান রইল না। আর তার সাথে সাথে ওই ব্যক্তিরও মান অনেক নিচু হয়ে গেল এবং সেও ওই খারাপের অনুসারী।
আর এভাবে খারাপ সঙ্গে থাকতে থাকতে এক সময় ভালো মানুষও অমানুষে পরিণত হয়। খারাপ সঙ্গের চাপাতলে পড়ে সে দিক বেদিক ভালো-মন্দ বুঝতে পারেনা। আপন মানুষকেও তখন তার পর মনে হয়। একটা সময় দেখা যায় নিজ স্বার্থকেন্দ্রিক হয়ে পড়ে। তার কি দায় দায়িত্ব সেটা ভুলে শুধু খারাপের পিছনেই থাকে। আর এভাবেই চলতে থাকে তার জীবন যাপন।
সেজন্য মূলত শুধু বইয়ের শিক্ষা আর পারিবারিক শিক্ষা থাকলেই হবে না, তার সাথে সাথে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ভালো সঙ্গ কোনটা খারাপ সঙ্গ সেটাও বোঝার দরকার আছে। শুধু সৌন্দর্যের মোহে মিষ্টি কথার ছলে নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেললে চলবে না। বরং ফ্যামিলি ও নিজের অস্তিত্বের কথা চিন্তা করে নিজেকে আরো বড় মনের করে ঘড়ে তুলতে হবে।
যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRXkkCEbXLYwhPEYqkaUbwhy4FaqarQVhnzkh1Awp3GRw/witness_proxy_vote.png)
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1883701588595982746
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া খারাপ লোকের পাল্লায় পড়লে দেখা যায় নিজের মধ্যের ভালো গুন সব হারিয়ে ফেলে ওই খারাপ লোকের জন্য। এজন্য সবসময় বন্ধু সিলেক্ট করার ক্ষেত্রে ভালো মানুষ দেখে সিলেক্ট করা উচিত। যাই হোক ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু এ ধরনের লোকের পাল্লায় পড়লে আসলেই গুন হারিয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ কথাটি চিরন্তন সত্য। মানুষ যদি ভালো কিছু শিখতে চায় তাহলে কিন্তু তাকে ভালো মানুষের সঙ্গেই চলতে হবে। অন্যথায় অসৎ সঙ্গ মানুষের জীবন কে একেবারে ধ্বংস করে দিবে। আপনার আজকের পোস্টটি কিন্তু বেশ দারুন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় আছেনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা নেশাগ্রস্ত ছেলের সাথে অন্য ভালো একটা ছেলে মিশলে যেমন নেশাগ্রস্ত হয়ে যায় ঠিক একই টপিক পোষ্টের কথাগুলো সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। মূলত সেই সমস্ত মানুষদের থেকে দূরে থাকতে হবে যারা আমাদের সমাজের জন্য অভিশাপ তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে সবসময় পাশে থাকার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা আমাদের সন্তানদের যতই পারিবারিক ভালো আদর্শ শিক্ষা দেই না কেন তারা কাদের সঙ্গে সব সময় চলাফেরা করছে এটা আগে খেয়াল রাখতে হবে। এমন কি আমাদের নিজেদেরও সৎ ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। মানুষের সঙ্গ এমন একটা জিনিস যেটা খুব ভালো মানুষকে দ্রুত খারাপ করে দিতে পারে আবার খারাপ মানুষকে অনেক ভালো মানুষ করে দিতে পারে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু সুন্দর ও সাবলীল ব্যাখ্যামূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক প্রবাদ এটি যে সঙ্গ দোষে লোহা ভাসে।কেউ যদি ভালো সঙ্গে থাকে তাহলে ভালোই হবে আর যদি খারাপ সঙ্গ পায় তাহলে খারাপই হয়।খুব সুন্দর উদাহরণ দিয়েছে দুধে সাথে খারাপ সঙ্গের। দুধে ফোঁটা গরুর মূত্র পড়লে যেমন দুধ নষ্ট হয়ে যায় ঠিক তেমনি যতো শিক্ষায় শিক্ষিত হোক না কেন খারাপ সঙ্গ পেলে মানুষ নষ্ট হয়ে যায়। বেশ ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু একদম ঠিক বলেছেন যে খারাপ সঙ্গ পেলে মানুষ নষ্ট হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সহমত পোষন করছি এ কথার সাথে।একজন মানুষ ভালো কিংবা খারাপ হবে সঙ্গ দোষে।আমরা যখন ভালো মানুষের সাথে চলব তখন ভালো কিছুই আমাদের সাথে হবে।আর যখন খারাপ মানুষের সাথে মিশব তখন খারাপ কিছুই হবে।তাই সব কিছুর সাথে সাথে আমাদের কে ভালো সঙ্গ নির্বাচন করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি এজন্যই আপু বলা হয় সঙ্গ দোষে লোহা ভাসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান যুগে যেকোনো মানুষের সাথে মেশার আগে অবশ্যই তার সম্পর্কে ভালোভাবে জানা উচিত। কারণ খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করলে জীবনটা অনেক সময় একেবারেই নষ্ট হয়ে যায়। যাইহোক দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই অনেক ভালো লোক দেখেছি, অনেক জ্ঞানী লোক দেখেছি, কিন্তু সঙ্গ দোষের কারণে তার পরিবর্তনও দেখেছি অনেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit