স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in hive-129948 •  6 days ago 

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
অজানা মোহে মানুষ,দেয় দূর পাড়ি।
জানে না তারা ফিরতে পারবে কি বাড়ি?
তবু আহমিকা আর অহংকার ভারি।
সময় হলে করবে শুধু আহাজারী।



অনু কবিতা-২
অস্তিত্ব আজ বিলীন এর পথে।
মনে আকাশ সমান কষ্ট।
অবাঞ্চিত হতাশা বাসা বাধে মনে।
বলতে চাই না তা জনে জনে।



অনু কবিতা-৩

শীতের সকালে চায়ের কাপে চুমুক।
এ যেন প্রশান্তির ছোঁয়া।
একফালি রোদ উঁকি দেয় দূর আকাশে।
সতেজতা খুঁজে পাই বাতাসে



অনু কবিতা-৪
অন্ধকার রাত,তারা ডুবা আকাশ।
স্নিগ্ধ ছোঁয়া দখিনা বাতাস।
মনের অগোছরে স্বপ্নের বাসা।
চোখে মুখে হাসি,বুক ভরা আশা।


অনু কবিতা-৫
ক্লান্ত মন উদাস হয়ে,
চেয়ে আছে আকাশ পানে।
ব্যথীত এই মনের কথা,
কেউ বা নাহি জানে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একেবারে শেষের কবিতাটি মনে রাখার মত। এছাড়াও শীতকাল নিয়ে যে কবিতাটি লিখেছেন সেটাও সুন্দর। বাকিগুলো যে খারাপটা বলবো না। কবিতার মূল বক্তব্য অনুযায়ী সব কটা কবিতাই বেশ ভালো লাগলো। আপনার লেখনশৈলীও প্রশংসনীয়।

ধন্যবাদ আপনাকে দিদি।

শীতের সকালে চায়ের কাপে চুমুক।
এ যেন প্রশান্তির ছোঁয়া।

সকালের নাস্তায় চা খাওয়ার সময়ের অনুভূতিটা মনে করায় দিলেন ভাই। যথেষ্ট সুন্দর হয়েছে আপনার কবিতা গুলি। অনু কবিতা এমন একটি মাধ্যম যেখানে ভিন্ন ভিন্ন মনের ভাব গুছিয়ে উপস্থাপন করা যায়। যেমন আপনার লেখা এক একটা কবিতা এক একটি ভাবকে প্রকাশিত করেছে। যাইহোক আপনার অনু কবিতা গুলি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ মতামতের জন্য।।

এটা সত্যি বলেছেন ভাই কবিতা সব সময় লেখা হয় না। কবিতা লিখতে গেলে কিছু সময় আর কিছু কল্পনার প্রয়োজন। ভাই আপনার একগুচ্ছ অনু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। শীতের সকালে চায়ের কাপে চুমুক দিলে হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকুন।💫

খুবই দারুণ কিছু অনু কবিতা লিখেছেন আপনি। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে যখন সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে পারি। আমি নিজেও মাঝে মাঝে অনু কবিতা লিখার অনেক বেশি চেষ্টা করি। কিন্তু আপনাদের মত হয়তো এত সুন্দর হয় না। অনু কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

তোমাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।,

দারুন কয়েকটি অণু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। ভিন্ন স্বাদের কবিতাগুলো ভীষণ সুন্দর হয়েছে। কবিতার টপিকগুলো আমার কাছে দারুণ লেগেছে। শীতের সকাল নিয়ে লেখা কবিতাটি বেশি ভালো লাগলো। কবিতাটির মধ্যে শীতের সকাল উপভোগ করলাম। সুন্দর কবিতা গুলো সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।💥

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতার প্রতিটা লাইন খুবই সুন্দরভাবে সহজ সরল ভাষায় আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আসলে ক্লান্ত হয়ে গেলে প্রত্যেকটা মানুষ নিশিরাতে আকাশের দিকে চেয়ে থাকে। এত সুন্দর ভাবে ছন্দময় কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

জি ভাই বুঝতে পেরেছেন।

ভাইয়া আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার ভিন্ন আঙ্গিকে লিখা অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। ছোট ছোট মনের অনুভূতি অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। তবে আপনার অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। চমৎকার চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

জি ছোট ছোট মনের অনুভূতি অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়।

আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক তেমনি আজকের কবিতাগুলো ছিল।

অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন সব সময়।।

আপনার অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে। অসাধারণ কবিতা লিখেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

রায়হান ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকুন,।

আপনার লেখা অনু কবিতা প্রতিনিয়ত আমি পড়ার চেষ্টা করি। কারণ সবসময় আপনি খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন। অনেক সুন্দর টপিক নিয়ে লিখেছেন আপনি আজকের এই অনু কবিতাগুলো। প্রত্যেকটা অনু কবিতা অনেক সুন্দর ছিলো। ৩ নাম্বার অনু কবিতা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।

ভালো লাগলো যেনে খুশি হলাম।।

ঠিক বলেছেন ভাইয়া কবিতা চাইলেই সব সময় লেখা যায় না। যখন কবিতার লাইনগুলো ধরা দেয় তখনই লিখে রাখতে হয়। যাই হোক আপনার আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। এরকম ছোট ছোট অনু কবিতা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আসলে আমার কাছেও ছোট ছোট অনু কবিতা পড়তে খুব ভালো লাগে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



সাপোর্ট করার জন্য ধন্যবাদ।, 💥

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

🙏💦❣️

তোমার লেখা অনুকবিতা বা কবিতা সবসময় অনেক সুন্দর হয়।পড়তে ভালো লাগে। মাঝে মাঝে আবৃত্তি করে পড়া হয়। যদিও খুব ভালো আবৃত্তি করতে পারি না, তবুও চেষ্টা করি। এত সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

হুম ধন্যবাদ তোমাকে।

বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দর সুন্দর কয়েকটি অনু কবিতা শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো।বিশেষ করে শীতের সকাল নিয়ে লেখা অনু কবিতাটি পড়ে বেশি ভালো লাগলো।

ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন।।

আপনার অনু কবিতা পড়লে অনুপ্রাণিত হই ভাই। আপনি অসাধারণ অনু কবিতা লিখে থাকেন। তবে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতা লিখেছেন। এই ধরনের অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।

জি জামাল ভাই এই ধরনের অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।

ঠিক বলেছেন ভাইয়া কবিতা সবসময় লেখা যায় না, কবিতা লিখতে যেমন সময়ের প্রয়োজন তেমনি সুন্দর একটি পরিবেশ দরকার। যাই হোক আপনি আজ খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন। আপনার অনু কবিতা পড়ে খুব ভালো লেগেছে। অনু কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে আপনি খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

জি আপু কবিতা লিখতে যেমন সময়ের প্রয়োজন তেমনি সুন্দর একটি পরিবেশ দরকার।।

কবিতা লেখা মোটেই সহজ কাজ নয়। কারণ কবিতা লিখতে হলে কল্পনার জগতে হারিয়ে যেতে হয়। যাইহোক প্রতিটি অণু কবিতা দারুণ হয়েছে ভাই। বিশেষ করে তৃতীয় অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জি ভাই ঠিক কবিতা লেখা মোটেই সহজ কাজ নয়।