আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
মানুষ আর অমানুষ দুজনই দেখতে এক। |
---|
মানুষ আর অমানুষ দুজনই দেখতে এক। কিন্তু মানুষ আর অমানুষের মধ্যে অনেক তফাৎ। অনেক সময় সুন্দর ভাষা ব্যবহার দেখলেই আমরা মানুষ মনে করে ফেলি।আবার অনেক সময় সুন্দর মুখের দিকে তাকিয়ে তার মুখের মায়ায় পড়ে বা সুন্দরের মায়ায় পড়ে আমরা দিক বেদিক হারিয়ে তাকে মানুষের তালিকায় ভেবে নেই। আর নিজের মনে জায়গা দিই।
কিন্তু একটা সময় দেখা যায় সে তার আসল রূপ দেখায়। তখন বুঝতে পারি যে মানুষের মতো দেখলেও সে মানুষ নয় তার মাঝেও কুৎসিত এক অমানুষ বসবাস করছে।তো এই বিষয়টি আসলে সবাই বুঝতে পারবে না।আর আমি মনে করি বোঝা সম্ভবও না।তবুও যারা মোটামুটি আন্দাজ করতে পারবে তারা আশা করি ভালই থাকতে পারবে।আর যারা এই বিষয়টিকে বুঝতে পারবে না তাদের জীবনে অনেক সুন্দর মুহূর্ত গুলোও নষ্ট হবে।
সেই সাথে সাথে নষ্ট হবে আরো অসংখ্য লোকের হক।আর যেটার জবাবদিহিতা উপরে অবশ্যই তাকে দিতে হবে।সেজন্য আমি মনে করি সুন্দরের মায়ায় না পড়ে ভালো মনের বা ভালো গুণের মায়ায় পোড়া ভালো। তবে কথা হল মানুষ দেখে তো আর কখনো বুঝতে পারবেন না যে এটি মানুষ না এর অন্তরালে অমানুষ বসবাস করছে।
আসলে বর্তমানে কয়জন মানুষ প্রকৃত মানুষ রয়েছে।এখনকার মানুষ নিজের স্বার্থটাই বেশি বুঝে এবং কার ক্ষতি করা যায় এগুলো চিন্তাভাবনা নিয়েই মানুষ এখন চলাফেরা করে।যদিও সবাই এক নয় তবে আমি শুধু কিছু কিছু মানুষ এর কথা বলছি।এরা নিজেকে কিভাবে এগিয়ে নিতে পারবে, কাকে পিছে পেলে কে কতদূর যেতে পারবে, এভাবেই চলছে তাদের দিন দুনিয়া।
আর এভাবে চলতে চলতে একটা সময় দেখা যায় সমাজ, বিশ্ব, রাষ্ট্রব্যবস্থায় হিংসা-বিদ্বেষ ও পশুত্ব এগুলো বাড়তে থাকে।আর অমানুষ যারা আসলে তাদের দ্বারা সব কিছু করাই সম্ভব,যেটা অন্য প্রকৃত বা মানবিক মানুষ দ্বারা সম্ভব নয়। যারা মানবিক মানুষ তারা কখনোই খারাপ কাজ করতে পারে না। কিন্তু অমানুষ বা অমানবিক মানুষ যে, সে তার অমানুষিকতার কারণে বিভিন্ন রকম খারাপ কাজও করতে দ্বিধাবোধ করে না।
আর তাদের কাছে মানুষের মূল্য একদমই নেই।তারা শুধুমাত্র আত্মকেন্দ্রিক এবং নিজের লাভ, নিজে যেভাবে আরাম পায় সেগুলোই চিন্তা করে।এক্ষেত্রে অন্য কারো হক নষ্ট হচ্ছে কিনা,কারো ক্ষতি হচ্ছে কিনা এবং কারো সাথে অন্যায় হচ্ছে কিনা সেটা দেখার তাদের সুযোগ নেই বা তাদের সময় নেই।তাই আমি মনে করি এ ধরনের মানুষ আসলে পশুর চাইতেও নিকৃষ্ট।
দিনশেষে তারা যে মানুষ হিসেবে তাদেরকে পরিচয় দিবে সেটা অর্থহীন। কারণ তারা অমানুষে পরিণত হওয়ার পরে নিজেকে মানুষ কিভাবে দাবী করবে। শুধু মিঠে কথা শুধু বাহ্যিক সৌন্দর্য এগুলো দিয়ে কি শুধু মানুষ হওয়া যায়। আমি বলবো না শুধু এগুলো দিয়ে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে তাকে মানবিক হতে হবে আর মানবিক হওয়া মানেই হচ্ছে প্রকৃত মানুষ।
যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1885520819012723156
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া মানুষ আর অমানুষ দেখতে একই রকম হলেও এদের মধ্যে অনেক তফাৎ আছে। আর তা হল উপরে মানুষের মাঝে অনেক অমানুষ লুকিয়ে আছে। আমরা যা চিনতে পারিনা আর না চেনার কারণে অনেক সময় আমাদের অনেকের জীবন ধ্বংস হয়ে যায়। আমরা সুন্দর চেহারা দেখলে মুগ্ধ হয়ে কাছে ডেকে নেই। কিন্তু এটা বুঝতে হবে সুন্দর ফুলের কাঁটায় অনেক বিষ আছে। তাই মানুষ নামের অমানুষদের আমাদের চিনে নিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সত্য ভাইয়া। পৃথিবীতে মানুষ আর অমানুষ দেখতে একদম ঠিক। আপনি বেশ দারুন সুন্দর করে বিষয়টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে অমানুষের আড়ালে আজকাল মানুষের চেহারা বেশ বদল হয়ে গেছে। আজ যেন চারদিকে শুধু অমানুষের জয় ঝংকার বেশী। ধন্যবাদ দারুন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সত্যি ভাইয়া মানুষ আর অমানুষ দেখতে একদমই এক রকম।পার্থক্য শুধু আচরনে।এই মানুষ রুপী অমানুষ গুলো স্বার্থপর টাইপের হয়।অমানুষ গুলোর বিবেক বুদ্ধি বলে কিছু থাকে না।এতো বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও তারা কিন্তু মানুষ হিসেবেই ঘুরে ফিরে থাকে।মানবতা বোধ না থাকলে একজন মানুষ কে মানুষ হিসেবে গন্য করা যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সত্যি বলতে ভাইয়া মানুষ আর অমানুষ দেখতে একই রকম হলেও এদের মধ্যে অনেক তফাৎ আছে।সব মানুষকে যদিও দেখতে মানুষের মতো মনে হয় আসলে সবাই মানুষ না এদের মধ্যে অনেক অমানুষ লুকিয়ে আছে। যাঁদেরকে আমরা মানুষরূপী সয়তান বলতে পারি। তাঁর কারণ তাঁরা সব সময় নিজের স্বার্থ খোঁজে। আপনি আজকে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের মানবিকতা ও সততাই একজন প্রকৃত মানুষকে আলাদা করে তোলে। আজকের সমাজে অমানুষের সংখ্যা বাড়লেও সত্যিকারের ভালো মানুষ এখনো আছে, যারা আলোর দিশারি। মানবিক গুণাবলিই মানুষের প্রকৃত পরিচয়।চমৎকার আলোচনা করেছেন ভাই। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই সমাজে মানুষের মতো দেখতে অনেক অমানুষ রয়েছে।তবে এই মানুষ মতো যারা অমানুষের মতো আচরণ করে এগুলো কিন্তু প্রথমে আমরা বুঝতে পারি না। তবে এই অমানুষ গুলো যারা রয়েছে তাদের কিন্তু উপরে অবশ্যই এটার বিচার হবে, কিন্তু তারা এই বিষয়ে কখনো ভাবেনা।যাই হোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit