আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
থেমে যেতে নেই নাটকের রিভিউ। |
---|
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | থেমে যেতে নেই |
---|---|
পরিচালক | রাফাত মজুমদার রিংকু |
অভিনয় | ফারহান আহমেদ জোবান, তাহিয়া তাজিন খান আইশা সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১৬ মে ২০২৪ |
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
প্রথমে নাটকটি শুরু হয়ে যাবে এবং নাটকের মধ্যে নায়ককে দেখানো হয়। নায়কের পাশাপাশি সেখানে তার অনেক বন্ধু-বান্ধবদেরও দেখানো হয়৷ সে তার ইউনিভার্সিটিতে সকলের সাথে খুব সুন্দর সময় অতিবাহিত করে৷ সে যখন একটু সিনিয়র হয়ে যায় তখন সেখানে যে জুনিয়ররা ছিল তাদের যেন সে কোন কিছু বলে তখন তাকে স্টেজে ডাকা হয়৷ সে সেখানে তাদেরকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে এবং অনেকভাবেই তাদের কাছ থেকে তাদের মনোভাব নিয়ে নিতে থাকে৷ তখন সে তাদের সবাইকে জিজ্ঞাসা করে যে এখানে যারা যারা চাকরি করতে চায় তারা যেন সবাই হাত তুলে৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
একই সাথে যারা ব্যবসা করতে চায় তারাও যেন হাত তুলে৷ তবে চাকরি করার প্রবণতার মানুষদের কাছ থেকে ব্যবসা করার মানুষ খুবই কম ছিল৷ তখন সে বলে যে সেও পার্সোনালি চাকরি করতে চায় না৷ সে ব্যবসা করতে চায় ৷ যখন সে স্টেজ থেকে নেমে তার জায়গায় এসে বসে পড়ে তখন যে কয়জন ব্যবসা করার জন্য আগ্রহী ছিল তারা তার কাছে আসে৷ তার কাছ থেকে কিছু ধারণা নেওয়ার জন্য৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
তার কাছ থেকে যেন তারা ভালো কিছু পায় তারা সেই আশা নিয়ে এসেছিল৷ তখন নায়ক তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে দেয়৷ তারা অনেকটাই ধারণা পেয়ে যায় ব্যবসা সম্পর্কে৷ এর পরবর্তীতে যখন নায়ক বাসায় আসে তখন নায়কের মা-বাবাও তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কিছু করছে না কেন৷ তার পড়াশোনা তো এখন শেষের দিকে৷ তখন নায়ক বলে যে সে ব্যবসা করবে৷ তখন নায়কের বাবাও বলে যে সমস্যা নেই ব্যবসা করার জন্য সে তাকে টাকা দিবে৷ কোন সমস্যা নেই৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এরপর নায়ক বিভিন্ন ব্যবসা সম্পর্কে ধারণা নিতে থাকে৷ সে বিভিন্ন জায়গায় যায় যাতে করে সে ব্যবসা সম্পর্কে অনেক ধারণা নিয়ে নিতে পারে। একইসাথে সে সব জায়গায় গিয়ে দেখে যে এখন যা কিছুই চলছে সব কিছুতেই অনেক প্রতিযোগিতা এবং সবকিছুর মধ্যেই অনেক মানুষ এখন জড়িত হয়ে গিয়েছে৷ এই ব্যবসার মধ্যে অনেক প্রতিদন্দী প্রতিনিয়ত বাড়ছে। তাই নায়ক ভাবছিল যে সে একেবারে নতুন কোন বিজনেস শুরু করবে৷ এই ব্যবসার মাধ্যমে সে অনেক বড় পর্যায়ে পৌঁছে যাবে৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
তখন সে দেখতে পায় যে আশেপাশে অনেক ময়লা আবর্জনা পড়ে রয়েছে এবং সেই ময়লা আবর্জনাগুলো অনেকেই কুড়িয়ে নিয়ে যাচ্ছে৷ যখন সে তাদেরকে এই কথাটি জিজ্ঞেস করে যে তারা এগুলো কুড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছে তখন তারা নায়ককে অনেক কথা বলে৷ তখন নায়ক বুঝতে পারে যে এগুলোকে আসলে রিসাইকেল করার জন্য এখান থেকে নিয়ে যাওয়া হয়৷ যখন রিসাইকেল করা হয় তখন সেখান থেকে ভালো একটা লাভ পাওয়া যায়৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
একইসাথে রিসাইকেল করার পাশাপাশি এগুলো যখন বিদেশে পাঠানো হয় তখন সেখান থেকে অনেকটাই বৈদেশিক মুদ্রা চলে আসে৷ যার ফলে তারা অনেকটা লাভবান হয়৷ তাই সে চিন্তা করে নেয় যে সে এই ব্যবসায়ী করবে৷ তাই সে এই ব্যবসার সাথে জড়িত অনেকের সাথে দেখা করে এবং তাদের কাছ থেকে ধারণা নিতে থাকে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এরপর সে নায়িকার সাথে দেখা করে এবং সে নায়িকাকে বলে যে সে ব্যবসা করবে৷ এই ব্যবসার মধ্য দিয়ে সে তার জীবন পরিচালনা করবে৷ তখন নায়িকা বলে যে এরকম ব্যবসা কোন মানুষ করে নাকি৷ এটা ছোট একটি ব্যবসা৷ এরকমের ব্যবসা করে উল্টো তার আরো ক্ষতি হয়ে যাবে৷ তাই যেন সে এখান থেকে চলে আসে৷ সে যেন চাকরির দিকে চলে যায়৷ সে চাকরি করলে অনেক ভালোভাবে তাদের সবাইকে ভালো রাখতে পারবে৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
তবে নায়ক কোনভাবে তার কথা শুনতে রাজি ছিল না৷ এর পরবর্তীতে সে নায়িকার বাসায় যায় এবং নায়িকার বাবার সাথে কথা বলে৷ নায়িকার বাবাকে বলে যে সে নায়িকাকে অনেক ভালোবাসে এবং সে নায়িকাকে বিয়ে করতে চায়৷ তখন নায়িকার বাবা তাকে জিজ্ঞেসা করে, সে কি কাজ করে৷ তখন নায়ক বলে সে এখন ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছে৷ সে এই ব্যবসার মাধ্যমে ভবিষ্যতে কোন ভালো পর্যায়ে পৌঁছে যেতে পারবে৷ তখন নায়িকার বাবা জিজ্ঞাসা করে যে সে কি ব্যবসা করা শুরু করেছে৷ তখন নায়ক বলে যে রিসাইকেল করার ব্যবসা। তখন নায়িকার বাবা বুঝতে পারেন যে সে আসলে কিসের ব্যবসা করে। তখন তিনি বলেন যে সে ভাঙ্গারির ব্যবসা করে এবং এই ব্যবসা দিয়ে কখনোই কোনো মানুষ ভালো পর্যায়ে পৌঁছে যাওয়াটা একেবারেই অসম্ভব একটি ব্যাপার৷ তখন তিনি বলেন সে যেন সেখান থেকে চলে যায় এবং নায়িকাকে কখনোই বিরক্ত না করে৷ নায়িকার সাথে যেন সে কোনভাবে আর কোন ধরনের যোগাযোগ না করে৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এরপর নায়িকার বাবা তার সাথে অন্য এক ছেলের বিয়ে দিয়ে দেয়৷ এরপর অনেক বছর চলে যায়৷ সেখানে দেখানো হয় যে নায়ক অনেক বড় একজন বিজনেসম্যান হয়ে গিয়েছে। সে এখন অনেক টাকার মালিক। তার কোম্পানিতেই নায়িকার যে হাজবেন্ড ছিল সে কাজ করে৷ একদিন যখন সে অনেক অসুস্থ হয়ে যায় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ নায়ক এই কথাটি শুনে সেও হাসপাতালে চলে আসে। হাসপাতালে আসার পরে সে যখন নায়িকাকে দেখতে পায় তখন তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন। সে তখন বলে যে তার হাজবেন্ড এই হাসপাতালে ভর্তি এবং তার কোম্পানিতে সে চাকরি করে৷ তখন তাদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয়৷ এর পরবর্তীতে নায়িকা নায়কের কাছে ক্ষমা চায় এবং নায়িকার বাবাও তার কাছে ক্ষমা চেয়েছিল এই কথাটি নায়িকা তাকে জানিয়ে দেয় এবং এভাবে নাটকটি শেষ হয়ে যায়।
আমার ব্যক্তিগত মতামত।
খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ একেবারে বাস্তবিক কিছু ঘটনাকে নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে৷ আসলে আমাদের বাস্তবিক জীবনে অনেকে অনেক ধরনের ব্যবসা করে থাকে। তবে সেই ব্যবসাগুলো যখন ছোট অথবা বড় হয় তখন আমাদের মধ্যে অনেক ধরনের চিন্তা আসতে থাকে। এই ব্যবসা যখন আমরা শুরু করতে চাই তখন প্রথমে আমাদের কাছে অনেক ধরনের বাধা আসে৷ এই বাধার কারণেই আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি৷
এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের অনেক কষ্টই করতে হয়৷ তবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন চাকরির দিকে ঝুঁকে পড়েছে৷ সবাই শুধু চাকরির পিছনে ঘুরতে থাকে৷ এই চাকরির পিছনে ঘুরতে ঘুরতে অথবা সেই চাকরি খুজছে খুজতে তার যে চাকরির বয়সের সময়সীমা রয়েছে সেই সময়সীমা পার হয়ে যায়। তাই আমাদের উচিত আমাদের নিজস্ব উদ্যোগে কোন কিছু করা৷ সেই উদ্যোগ অনুযায়ী যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা গড়ে নিতে পারব৷
নিজস্ব উদ্যোগে যদি কোন কিছু করা হয় তাহলে সেখানে কোন ধরনের খারাপ পরিস্থিতি অথবা খারাপ কোন কিছু হয়ে গেলেও তা নিজের উপরেই চলে যায়। তা অন্য কারো ক্ষেত্রেই চলে না। তাই আমাদের উচিত সবসময় আমাদের নিজস্ব উদ্যোগে কোন কিছু করা এবং নিজস্ব কাজের মধ্য দিয়ে ভালো একটি পর্যায়ে পৌঁছে যাওয়া।
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
---|
৯.৮/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | নাটক রিভিউ । |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
💥💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। এ জাতীয় নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে। নাটকের মধ্যে যেমন বিনোদন থাকে ঠিক তেমনি হাসি আনন্দ ভালবাসা ও শিক্ষা থাকে। তাই সব সময় আমি নাটক পছন্দ করে থাকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটা আসলে অনেক সুন্দর ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শেয়ার করা নাটকটির রিভিউ অনেক সুন্দর ছিল। আর আমার কাছে পুরো নাটকের রিভিউ অনেক ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লাগে জোভানের নাটকগুলো। থেমে যেতে নেই এই নাটকের পুরো কাহিনী সুন্দর ছিল। আমি সময় পেলে চেষ্টা করবো এই নাটকটা দেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি ভাইয়া ভালো আছেন? থেমে যেতে নেই এই নাটকটি আমি কয়েকদিন আগে দেখেছি। আমার কাছে ভালো লেগেছে । নাটকের গল্প এবং দৃশ্যপট খুবই দারুণ ছিলো। আপনার নাটক রিভিউ খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে এতো সুন্দর করে নাটক রিভিউ করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভালো থেকো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit