আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
কবিতা :আমাকে ঘিরেই আমি।
আমাকে ঘিরেই আমি
মাঝে মাঝে পৃথিবীটা,
ছোট মনে হয়।
মাঝে মাঝে ঘুমের ঘোরে,
হয়ে যায় সূর্য উদয়।
আবার মাঝে মাঝে ঘুমের ঘোরে,
সূর্যটা নেয় বিদায়।
আমার পৃথিবী নতুন করে,
জেগে ওঠে সদাই।
আমি তো শুধু,
আমার আমি কে ঘিরে।
যার কারণে কোন কিছু,
যায় আসে না আমার নিড়ে।
আমার পৃথিবী ভিন্ন,
কেননা আমি অতি নগণ্য।
আমার শহর জনশূন্য,
তাইতো আমি এক অনন্য।
আজকের এই কবিতা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত।আর যদি কারো কাছে ভাল লেগে থাকে অবশ্যই তা মন্তব্য করে জানাবেন।
আসলে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে কাজের গতি আরো বেড়ে যায়। সেজন্য ভালোলাগা-মন্দলাগা ভালো কাজের উপরে প্রভাব ফেলে। তাই সুন্দর মন্তব্য মানে সুন্দর কিছু কাজ।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
https://twitter.com/Nevlu123/status/1588724846707736576?s=20&t=7q1JxV_OyweoBFOBODAUxA
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো, এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরো কবিতা উপহার পাবো আশায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্যারাটা অসাধারণ হয়েছে ভাই। একেবারে দার্শনিক এর মতো কথা। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের পৃথিবী কিছুটা ভিন্ন অন্যদের তুলনায়। কবিতা টা সত্যি চমৎকার লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই মনের অন্তরালের কথা বার্তা কবিতায় তুলে ধরা এই আর কি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি খুব সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ঠিক বলেছেন ভাইয়া অনু কবিতা থেকেই আসলেই প্রেরণা পেতে শুরু করে। এরপর আস্তে আস্তে বড় কবিতা লিখতে পারে। তবে আমার কাছে অনু কবিতাগুলোই পড়তে বেশ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও অনু কবিতা অনেক পছন্দ ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তো সেরম কবিতা লিখতে পারি না। তবে আমআর বাংলা ব্লগে যে অনু কবিতার প্রতিযোগিতা হয় সেখানে কয়েকবার অংশগ্রহণ করেছিলাম। সেখান থেকে সত্যিই অনুপ্রেরণা পাওয়া যায়। আপনার লেখা বাস্তবিক। সুন্দর অনুকবিতা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার ভাবে সবলীরল্ল ভাষায় মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit