আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
https://maps.app.goo.gl/nNhzNacXU4EWg3qXA
নোয়াখালী মাইজদী, জেলা প্রশাসন কর্তিক আয়োজিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২ ভ্রমণ এর কিছু ফটো চিত্র, বা মেলার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা আমি আগেও বলেছি এই মেলাতে যাওয়ার পূর্বের উদ্দেশ্য ছিল, আমরা বন্ধুরা মিলে একটা জায়গাতে মিলিত হবো, এবং সেখান থেকে যখন ঘুরতে বের হই, তখনই মেলাটি দেখতে পাই।আর সেখানে কিছু সময় ব্যয় করি।
হ্যালো বন্ধুরা গত পর্বের মত এই পর্বেও ভিন্ন কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটি আমি জয়ন্তী মেলা ২০২২ এই মেলাতে কালেক্ট করেছি বা সংগ্রহ করেছি।
তো বন্ধুরা আজকের পর্বের প্রথমে দেখতে পাচ্ছেন একটি খাবার দোকান, বা খাবারের স্টল যেখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে, এবং যারা দর্শনার্থী তারা এখান থেকে কিনে কিনে খাচ্ছে।
এর পর যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি দোকানে পুতি দিয়ে খুব সুন্দর করে কিছু জিনিস বানানো হয়েছে। যেমন গাড়ি এবং আরও বিভিন্ন জিনিস। আবার কিছু মোড়া বানানো হয়েছে যেটি হস্তশিল্পের আওতায় পড়ে। সেখানকার একটি ফটোগ্রাফ আপনাদের সাথে শেয়ার করলাম।
তারপর দেখতে পাচ্ছেন বড় একটা বিল্ডিং কে ছোট আকারে তৈরি করা এবং সেটি প্রদর্শনী করা হচ্ছে। আর আমি সেখানকার দুটি ফটোগ্রাফি তুলে ধরলাম।
তারপর একটি স্টলে বসে রয়েছে কয়েক জন পুলিশ, যেখানে তারা কোন আইনের কোন ধারা অথবা কোন অপরাধের কি শাস্তি। বা আইন সংক্রান্ত যে তথ্যগুলো, সেগুলো নিয়ে তারা নিয়ে বসে রয়েছে। আর যারা যাচ্ছে তাদেরকে এ বিষয়ে সর্তকতা জানাচ্ছে।
তারপর দেখতে পাচ্ছেন একটি দোকানে অনেক রকম বীজের সমাহার রয়েছে। খাঁটি সরিষার তেল সহ বিভিন্ন রকম বীজ যেমন,বাদাম, বুট, এরকম আরো অনেক কিছু রয়েছে।
এবার বড় একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধান কাটার মেশিন। এই মেশিন দিয়ে ধান কাটলে ধানের যে গাছগুলো বা খড় গুলো আলাদা হয়ে পড়ে, এবং ধানগুলো আলাদাভাবে জমা হতে থাকে।
এরপর যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির নাম রিপার এবং এটি দিয়ে ধান এবং গম দুইটি কাটা যায়। সেটার একটা ফটো তুলে ধরলাম আপনাদের সাথে।
এরপর যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার। যেটা দিয়ে সারিতে ধানের চারা রোপন করা হয়। এটি অনেক উপকারী কৃষকদের জন্য এবং ধান চাষের জন্য।
এরপর যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি দোকানে জিমের কিছু ম্যাটেরিয়ালস নিয়ে একটি লোক বসে রয়েছে। যেখানে জিমের যে বিশেষ যন্ত্রাংশগুলো সেটা উপস্থিত রয়েছে।
এরপর কয়েকটি ফটোগ্রাফি করলাম কবুতরের যারা খাঁচায় বন্দি রয়েছে। যদিও তারা শান্তির প্রতীক, শান্তভাবে খাঁচায় বন্দী অবস্থায় কিছু ফটোগ্রাফি করলাম।
এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি কয়েক ধরনের বা কয়েক জাতের ফসলের বীজ। যেমন গম ধান সরিষা তিল এরকম অনেকগুলো বীজের সংরক্ষণ কৃত কিছু কোটা আমি ফটোগ্রাফি করলাম।
এরপর যেটা দেখাতে দেখতে পাচ্ছি ভার্মি কম্পোস্ট রয়েছে সেটার একটি ফটোগ্রাফি করলাম।
এরপর একটি ধানের নাম রয়েছে এবং কিছু ধানের বীজ রয়েছে এটাকে বলা হচ্ছে বঙ্গবন্ধু ধান-100
এরপর বিভিন্ন জাতের আলু সংরক্ষণ রয়েছে যেখানে কয়েকটি জাত বিদ্যমান।
তো বন্ধুরা এই ছিল আজকের পঞ্চম পর্বের ফটোগ্রাফি, এবং আশা করি সামনে বাকিগুলো আপনাদের সাথে তুলে ধরব ভালো থাকবেন সবাই।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ভ্রমণ |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | সেচুরেশন |
অবস্থান | https://maps.app.goo.gl/nNhzNacXU4EWg3qXA |
আপনারে মেলা ভ্রমণের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ফটো খুব সুন্দর, যাতে বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভ্রমণের ফটোগ্রাফি গুলো দেখলাম আর ভাবলাম এতো সুন্দর ভাবে সব কিছু সাজানো হয়েছে। আমার ও অনেক যেতে ইচ্ছে করছে। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের উপহার দিয়েছেন।। ভালো ছিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য। এভাবে সুন্দর মন্তব্য আমাদের ভালো কাজের উৎসাহ ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেলায় ঘুরতে আমরাও অনেক ভালো লাগে ভাইয়া, আপনি মেলায় অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন, আপনার মেলায় তোরা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে, অনেক গুছিয়ে আপনার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার স্বপ্ন ভাসে থেকে উৎসাহ দেওয়ার জন্য ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলার গিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই মেলাটিতে হরেক রকমের জিনিস প্রদর্শন করা হয়েছে, যার কারণে এটি দেখতেও খুব ভাল লেগেছিল।মেলাটি ঘুরে অনেক মজা করেছিলাম,
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে ভালোভালো মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও ভালোভালো মন্তব্য করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম মেলায় গেলে সত্যিই অনেক ভালো লাগে, কেননা বিভিন্ন রকম জিনিস উপভোগ করা যায়। আর আজকে আপনি মেলার বেশ কিছু বিষয় ছবি তুলে সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন ভাই,মেলাতে গেলে আসলে মন মানসিকতা একটু শান্ত হয়ে যায় বা আনন্দ বোধ করে।ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো মেলা আমার কাছে খুবই ভালো লাগে।অনেক কিছু দেখতে পারলাম আপনার মেলার ছবিগুলি থেকে।খাবারগুলো বেশ মজাদার ছিল এবং কবুতরগুলিও খুবই সুন্দর।আশা করি অপনারা দারুণ সময় কাটিয়েছেন, ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য ভালো থাকবেন সবসময় এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit