আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। |
---|
আজকে একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। মূলত এই বিষয়টি আপনারা সকলেই জানেন তবে আমি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করবো।টাইটেলে যে বাণীটি দেখতে পাচ্ছেন এটি মূলত শেক্সপিয়র এর বাণী।এবং এই বাণীটি খুবই প্রচলিত ও সমালোচিত বাণী।কারণ এই বাণীর সাথে বেশিরভাগ মানুষই পরিচিত। যাই হোক চলুন সরাসরি মেইন বিষয়বস্তুতে ফিরে যাই।
অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।বাণীটি যদিও শেক্সপিয়রের তবে মানুষের জীবনে এই বাণীটি ওতপ্রতভাবে জড়িত রয়েছে। একটু চিন্তা করলে দেখতে পাবেন মানুষের ভালোবাসা বলুন আন্তরিকতা বলুন এবং যেকোনো কিছুই, সবকিছুর মূলে রয়েছে টাকা। যার টাকা আছে তার সম্মান আছে। যার টাকা নেই তার সম্মানও নেই।
মাঝে মাঝে সম্মানিত ব্যক্তি যারা তারা ও টাকার অভাবে লাঞ্ছিত হয়।কিন্তু টাকার মাধ্যমে অনেক খারাপ লোকও সম্মান পাচ্ছে। আবার ভালোবেসে সাজানো ভালোবাসার সংসারও অনেক সময় টাকার অভাবে ভেঙে যায়।কারণ টাকা ছাড়া ভালোবাসায় তো শুধু পেট ভরবে না। পেট ভরতে হলে টাকার প্রয়োজন অনেক বেশি রয়েছে।
আমি অনেক দেখেছি টাকার অভাবে অনেক সাজানো গোছানো সংসার ভেঙে গেছে। পরিবারের ভরণপোষণ ও যথাযথ চাহিদা না মেটাতে পারায় ভালোবাসার মানুষটিও অন্যের হাত ধরে ভেগে গেছে।অর্থ ও প্রাচুর্যের মধ্যেই মানুষ সুখ খুঁজে নিচ্ছে। মান-সম্মান, সততা,এগুলো অভাবের কাছে বা টাকার কাছে নিতান্তই জিম্মি হয়ে আছে।
যতদিন আপনার কাছে টাকা আছে, তত দিন মানুষ আপনাকে ভয় পাবে, সম্মান করবে। আপনার সাথেই তারা লেগে থাকবে। আপনার থেকে সুবিধা ভোগ করবে।আপনি যেভাবে বলবেন সেভাবেই তারা কাজ করবে বা চলবে। তবে আপনার কাছে যদি টাকা না থাকে তখন দেখা যাবে আপনার সঠিক একটা সিদ্ধান্তেরও কোন মূল্য নেই।
সর্বোপরি টাকা আসলে শুধু যে জীবনে তা কিন্তু নয় মরণেও টাকার প্রয়োজন অনেক বেশি। টাকা ছাড়া একটা মানুষের দাফন কাফন ও সহজে হয় না।নিজের না থাকলে ও কারো না কারো টাকার মাধ্যমে এ দুনিয়া থেকে বিদায় নিতে হয়। তার মানে মরনেও টাকার প্রয়োজন রয়েছে। আর এটা আমরা মানতে বাধ্য।
যাই হোক হঠাৎ করে আজকে এই বিষয়টি মাথায় আসলো, আর এটা আসার একটা কারণও আছে। গ্রামে একটি ঘটনা ঘটেছে। এক লোক প্রেম করে বিয়ে করেছিল, পরবর্তীতে দেখা গেল যে অভাব অনটনের কারণে দিনে দিনে তার মূল্যবোধ হারিয়েছে। অবশেষে তার ভালোবাসার মানুষটা তাকে একা করে রেখে চলে গেল। তাই ভাবলাম আপনাদের মাঝে আমার মত করে একটু শেয়ার করি। যাই হোক কেমন লেগেছে সেটা মন্তব্য জানাবেন।
তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন। আশা করছি পুরো ব্লগ পড়েছেন।আর যারা পড়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাংটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1802164323940499608
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে টাকা এমন একটা জিনিস যেটা একটা মানুষের পুরো জীবনকেই ধ্বংস করে দিতে পারে। সুন্দর একটা সংসার সুন্দরভাবে সাজানো গোছানো থাকলেও, সেই সংসারটা কেউ ধ্বংস করতে পারুক বা না পারুক টাকাই পারে ধ্বংস করে দিতে। ভালোবাসার মানুষটাও অভাব আসলে চলে যায় তার প্রিয় মানুষের কাছ থেকে। আসলে যার কাছে টাকা থাকবে সে ই বেশি সম্মান পাবে। কিন্তু যখন তার কাছে টাকা থাকবে না তখন তার পাশে আর কেউ থাকবে না। যার কাছে টাকা আছে তার সবকিছুই থাকবে। কিন্তু যার টাকা থাকবে না তার কিছুই থাকবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকে বলে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। আবার এই টাকাই না থাকলে কেউ দাম দিতে চায় না। যতক্ষণ আপনার কাছে টাকা আছে ততক্ষণ আপনার দাম আছে। আর বর্তমানেতো মানুষ টাকার লোভে পরে ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে এক মিনিট ও ভাবে না। খুব বাস্তবসম্মত বিষয় নিয়ে লিখেছেন ভাইয়া। ভালো লাগলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ যখন অভাবে পড়ে তখন ধীরে ধীরে তার গুরুত্ব কমতে থাকে। তেমনি অভাবের কারণে প্রিয় মানুষের কাছে নিজের গুরুত্ব কমবে থাকে। এক পর্যায়ে সম্পর্কের ফাটল দেখা যায় আর এভাবেই অনেক সুখের সংসার অভাবের কারণে ভেঙে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকার কাছে মানুষ কিছুই না। হয়তো টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না এটা ঠিক। কিন্তু টাকা না থাকলে একেবারেই কিছু পাওয়া যায় না। টাকা না থাকলে কেউ আমাদেরকে না করবে শ্রদ্ধা, না থাকবে আমাদের প্রতি কারো ভালোবাসা। অভাব আসলে জানালা দিয়ে ভালোবাসা পালায় এটা ঠিক। যতক্ষণ একটা মানুষের টাকা থাকবে ততক্ষণই তার দাম থাকবে। আর টাকা না থাকলে তার দামও থাকবে না। সবাই বলে টাকা দিয়ে ভালোবাসা নাকি কিনা যায় না। কিন্তু টাকা না থাকলে তো সেই ভালোবাসাই চলে যায়। বাস্তবিক একটা টপিক নিয়ে লিখলেন এই পোস্ট দেখে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক বাস্তব একটা বাণী নিয়ে আপনি আমাদের সাথে তুলে ধরলেন। আসলে যদিও শেক্সপিয়ারের লেখা বাণী টি এটা বাস্তব যে যারা মনীষীরা আছেন তারা বাস্তবতার প্রেক্ষিতে এই বাণী গুলো লিখে থাকেন। অভাব যখন ঘরে আসে সত্যি ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা ছাড়া জীবন অচল এই বিষয়টিকে আজ পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। শুধু জীবনের জন্য টাকার প্রয়োজন এমনটা নয় মরণে ও টাকার বিশেষ প্রয়োজন রয়েছে।এই সত্যিটা অস্বীকার করার মতো নয়।টাকা দিয়েই আজকাল দুনিয়ায় টিকে থাকতে হয়।আর সেই টাকা যদি না থাকে তখন ভালোবাসা সত্যিই জানালা দিয়ে পালায়।তবে সত্যিকারের ভালোবাসা হলে যেকোনো কিছুতেই পালিয়ে যায় না।আটকে থাকে।কিন্তু সেই সময় এখন আর নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই বর্তমান যুগে টাকা ছাড়া আমরা অচল। কারণ কোনো একটা কাজ আমরা টাকা ছাড়া করতে পারি না। তাছাড়া টাকা না থাকলে মানুষ দাম দেয় না। যাইহোক অভাব আসলে ভালোবাসা আসলেই জানালা দিয়ে পালায় এবং এটা একেবারেই সত্যি কথা। আপনাদের গ্রামে যে ঘটনাটি ঘটেছে, এমন ঘটনা আসলে বিভিন্ন জায়গায় অহরহ ঘটছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ যদিও অস্বীকার করে যে টাকা দিয়ে সবকিছু পাওয়া সম্ভব না। আসলে টাকা দিয়েই সবকিছু পাওয়া সম্ভব। টাকা না থাকলে মানুষের ব্যক্তিত্ব হারিয়ে যায়, মানুষের দাম কমে যায়। শুধু জীবনে নয় টাকা মৃত্যুর সময়ও টাকার প্রয়োজন হয়।আর এই টাকার অভাবে ভালোবাসার মানুষও ছেড়ে চলে যেতে দ্বিধা করে না । ধন্যবাদ সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit