ঈদের ভ্রমনের কিছু ফটোগ্রাফি প্রথম পর্ব।১০%লাজুক-খ্যঁকের জন্য।

in hive-129948 •  3 years ago 
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে ঈদের ভ্রমনের কিছু ফটোগ্রাফি তুলে ধরবো। আর এ ফটোগ্রাফি গুলো আমি মোটরসাইকেলে করে যেতে যেতে তুলেছিলাম। আর আজকের পর্বে কিছু ফটোগ্রাফি শেয়ার করব এবং আগামী পর্বে আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

প্রথম শুরুতেই বলে রাখি
ঈদ মানেই আনন্দ।ঈদ মানেই হরেক রকম খাওয়া-দাওয়া।ঈদ মানেই বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি। ঈদ মানেই আনন্দের নেই কোন জুড়ি।

তাই আমি প্রথমেই ঈদের কিছু খাওয়ার এর ফটোগ্রাফি আপনাদের সাথে তুলে ধরলাম, যেখানে রয়েছে ফালুদা, কাস্টার্ড ও হালিম। এই তিনটি তিন বাড়িতে দেওয়া হয়েছে খাওয়ার জন্য নাস্তা হিসেবে।

আবার অন্যান্য আইটেমও দিয়েছিল তবে এ তিনটি আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে
SquareBlend_20225814311562.jpg
https://maps.app.goo.gl/6PE3mYhjtHZGuDbc9

এখন যেই ফটোটি দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা বা ছেলে মেয়ে আত্মীয়র বাড়িতে বেড়ানোর জন্য বের হয়েছে, এবং একটা অটোরিক্সার সাথে কনট্রাক করতেছে। সেই মুহূর্তের একটি ফটো আপনাদের সাথে তুলে ধরলাম।

IMG-20220503-WA0098.jpg
এরপর যেটি দেখতে পাচ্ছেন ঈদ এখনো শেষ হয়নি ঈদের কিছু দোকানপাট এখনো খোলা রয়েছে, এবং এখনো মানুষের সমাগম রয়েছে। আসলে এই জায়গাতে একেক টাইম অনুসারে দোকানগুলো বন্ধ করা হয়।

আমাদের এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার পরেও বাইকে করে যেতে দেখতে পাই পথে এখনো দোকানপাট বন্ধ হয়নি। যার কারনে এখনো মানুষজন এর আনাগোনা রয়েছে। এই অবস্থায় একটি ফটো আপনাদের সাথে তুলে ধরলাম।
IMG-20220503-WA0168.jpg
তিনটি বাচ্ছা ঈদ থেকে কেনাকাটা করে যাচ্ছে এবং একটি হাতে খেলনার পিস্তল এবং বাকি দুটি একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিল। এই অবস্তায় একটি ফটো তুলে ধরলাম।
IMG-20220503-WA0094.jpg

এই ফটোটা ও দেখতে পাচ্ছেন সবাই বেড়াতে যাওয়ার জন্য রিকশা কন্টাক্ট করতেছে এবং রিক্সার ও খুবই সংকট। সেরকম একটি দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম।
IMG-20220503-WA0189.jpg
বাইকে করে যাচ্ছিলাম এমতাবস্থায় দেখি, ছোট ছোট দুইটা মেয়ে পথ দিয়ে হেটে যাচ্ছে, রঙিন জামা কাপড় পড়ে। ঈদের আনন্দ তাদেরকে ও ঘিরে রয়েছে। সে মুহূর্তের একটি ফটো তুললাম
IMG-20220503-WA0206.jpg
কথায় আছে না বাদ যাবেনা একটা শিশু। এই চাচা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে রিক্সার ভাড়া মারতেছে। ছেলেটির হয়তোবা এভাবে রিকশায় বসে বসে ঈদ উদযাপন হবে। সেরকম একটি দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম।
IMG-20220503-WA0048.jpg
আমার বন্ধুর ভাই সম্রাট, তাদের গ্রামের বাড়িতে তার চাচার সাথে ঈদের কোলাকুলি করতে ছিল, এ সময়ের একটি ফটো ক্যামেরাবন্দি করে নিলাম।
IMG-20220503-WA0032.jpg
আমি এবং আমার বন্ধু সেন্টু, দুইজন একটা জায়গাতে দাঁড়িয়ে সেলফি নিলাম আর সেই সেলফি আপনাদের সাথে আজকে তুলে ধরলাম।
IMG-20220503-WA0024.jpg
বাইকে করে পথ দিয়ে যেতে দেখতে পাই অনেক লোক একসাথে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে।সাধারণত ঈদ জামাতের পরে সবাই এরকম করে থাকে। দুই জায়গাতে এই দুই রকম দৃশ্য দেখতে পাই তাই সেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম।

SquareBlend_202258141359981.jpg
ঘুরাঘুরি করতে করতে হঠাৎ দেখি বৃষ্টি আসছে তখন আমরা মোটর সাইকেলটিকে, রোডের পাশে রেখে আমরা অপেক্ষা করি। কবে বৃষ্টি থামবে এবং কবে আবার ঘোরাঘুরি করব।
SquareBlend_202258141616490.jpg
এইবার দেখতে পাচ্ছেন কয়েকটি মেয়ে একটি দোকানে ঢুকলো এবং সেখানে কিছু কেনাকাটা করতেছে। বিশেষ করে যখন বৃষ্টি এসেছে তখন এরা দোকানে ঢুকে কেনাকাটা করতে ছিল। আমিও তাদের পাশেই বৃষ্টির কারণে দাঁড়িয়ে ছিলাম। যার কারণে একটি ফটো তুলে ফেললাম, এবং আপনাদের সাথে শেয়ার করলাম।

SquareBlend_202258141754497.jpg

তো বন্ধুরা এই ছিল আজকে প্রথম পর্বের ফটোগ্রাফি গুলো। দ্বিতীয় পর্বে আসতেছে আরো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে, তো আজকের মত এখানেই বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণভ্রমণ এর ফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ & সেচুরেশন
অবস্থানhttps://maps.app.goo.gl/6PE3mYhjtHZGuDbc9

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি ঈদের দিনে অনেক জায়গা ভবন করেছেন। ঈদের দিনে আমার কোথাও যাওয়া হয়নি। বাসায় মেহমান দের সাথে গল্প করেছি। বাসায় আম্মুর সাথে মেহমানদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আপনার পোস্টটি আমার খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রইলো ভালোবাসা।

সত্যি বলতে সবাই যদি বাসার বাইরে চলে যায় বেড়াতে বা ঘুরতে তাহলে বাসায় থাকবে কে, এজন্য কেউ যাবে কেউ থাকবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য প্রদানের জন্য।

এবারকার ঈদ অনেক সুন্দর ভাবেই কাটিয়েছি আমি। ঠিক তেমনি ভাবে আপনার কাটানো ঈদের মুহূর্তগুলো আমাদের মাঝে ফটোগ্রাফি করার মাধ্যমে অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো প্রত্যেকটা খুবই স্পষ্ট এবং চমৎকার এমন সুন্দর পোস্ট করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

সুন্দর মতামত প্রদানের মাধ্যমে প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়, ভালোবাসা অবিরাম।

ঈদ মানে আনন্দ ঈদ মানে মজা মাস্তি। ঈদের খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আরো সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য। এভাবে সুন্দর সুন্দর মন্তব্য করবেন এই কামনা করি।

ঈদ মানে মজা মাস্তি আর আনন্দে ভরপুর। আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং ফটোগ্রাফি গুলো দেখে ঈদের আনন্দ মুহূর্তের কথা আবারও মনে পরে গেল।

জি ভাই অনেক আনন্দ হয়েছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য

একদম ঠিক ভাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে মাস্তি। আপনি খুব চমৎকার করে ঈদের বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। অনেক কিছু তুলে ধরেছেন। কে কিভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সবসময়

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে নানান রং বেরঙ্গের খাবার, আর ঘুরে বেড়ানো। তবে আপনি খুব সুন্দর করে ঈদ উদযাপনের চিত্রগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এবং প্রত্যেকটা ফটোগ্রাফির বিশ্লেষণ করেছেন। খুবই ভালো লেগেছে এবং আমাদের সাথে এত সুন্দর ঈদ উদযাপনের সময়টুকু শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

এত সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।

ঈদ মানে আনন্দ ঈদ মানেই মজা আপনি ঈদে অনেক জায়গায় ঘুরে যান দেখছে এবং দারুণ ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি গুলো ভিজিট করে খুব সুন্দর একটি মন্তব্য প্রদানের জন্য ভালো থাকবেন।

আপনার ঈদে ভ্রমণের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো, প্রথমের মিষ্টান্নর যে ছবিগুলো ছিল বেশ চমৎকার লাগছিলো দেখতে, আপনার ঈদের অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করেছেন আপনার অভিজ্ঞতা দেখে খুব ভালো লাগলো আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুচিন্তিত একটি মতামত প্রদানের জন্য, এবং আশা করি এভাবে সবসময় পাশে থাকবেন আবারো ধন্যবাদ।

ঈদ ভ্রমনের স্মৃতি গুলো আমাদের সাথে শেয়ার করা শুরু করেছেন। ঘুরাঘুরি করার পর যখন এর রিভিও লিখতে বসা হয় তখনও ভাল লাগে। মনে হয় তখনও ঘুরাঘুরির মধ্যেই থাকি। ভাল ছিল। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন।

খুব শীঘ্রই পরের পর্ব চলে আসবে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

ঈদের দিনের কিছু চমৎকার ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনাদের এলাকাতেও দেখতে ঈদের দিনে বৃষ্টি হয়েছিল আমাদের এলাকাতে ঈদের দিনে এতটা বেশি বৃষ্টি হয়েছিল যার কারণে আমরা ঘুরতে বেরন ওর মত কোন সময় পাইনি। ঈদের দিনের ঘোরাঘুরি ফটোগ্রাফির দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি গুলো দেখে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য

একদম ঠিক বলেছেন ভাই ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঘোরাঘুরি, আর খাওয়া-দাওয়া। তবে আমাদের ছোট বেলা যে রকম ঈদের আনন্দ ছিল এখন কিন্তু সেরকমটা নেই। এখন কিন্তু দেখছি কয়েক বছর ধরে ঈদের দিন বৃষ্টি পড়ছে। যেটা খুবই আসলে বিরক্তিকর। তবে আপনি আজকে ঈদের দিনের কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগছে

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সবসময়