আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
এ বি বি কিউরেশন এর বোনাস ভোট পেতে পুশ কিভাবে স্টেক করবেন (টিউটোরিয়াল)। |
---|
source from @rme দাদা
বর্তমানে পুশ স্টেকিং এর মাধ্যমে ভোটের যে ব্যবস্থাটা করা হয়েছে,এটি অনেক ভালো একটি বিষয়। যার কারণে অনেকগুলো পুশ হোল্ড থাকবে। যে কেউ চাইলে যেভাবে সেভাবে সেল দিতে পারবেনা এ কারণেই পুশের দাম আরো উপরে যাওয়ার সম্ভবনা রয়েছে।
তাই সবাই যার যার একাউন্টের পুশ গুলো অবশ্যই এভাবে স্টেক করে রাখলে অনেক বেশি উপকৃত হবে।আর সেই পুশ এর সাথে সাথে আমরা সবাইও অনেক বেশি উপকৃত হবো ।পুশের কয়েন মার্কেট ক্যাপ দেখলে বোঝা যায় পুশের কি পরিমান মার্কেট ভ্যালু রয়েছে। আর পুশ এর যদি আমরা চার্ট ফলো করি দেখতে পাওয়া যাবে যে ম্যাক্সিমাম সময় পুশ উর্ধ্বগতি এবং মিনিমাম সময় সে ডাউনে ছিল।
এটা ভবিষ্যতের জন্য অনেক ভালো একটি বিষয় হিসেবে কাজ করবে। কারণ পুশ প্রথম থেকেই ভালো একটি পারফরমেন্স নিয়েই এগিয়ে যাচ্ছে।আগামীতে আরো ভালো কিছু হবে এটা আমাদের সকলের প্রত্যাশা।যাইহোক আজকে আমি আপনাদের মাঝে এই পুশ কিভাবে স্টেক করবেন সেটাই তুলে ধরব। যদিও এ বিষয় অনেকেই জানেন, আবার অনেকে জানে না। যারা জানে না আশা করছি তাদের জন্য উপকার হতে পারে।
প্রথমেই ব্রাউজার থেকে এবিবি কিউরেশন ডট কম (https://abb-curation.com)এ প্রবেশ করতে হবে।তখন এবিবি কিউরেশন একটা পেজ ওপেন হয়ে যাবে।
এরপর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করার জন্য থ্রি ডট মেনুতে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন ক্লিক করলে সেখানে একটি পেজ আসবে যেখানে আপনাকে একটি স্টিমিট ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তারপর ট্রন প্রো লিংকের টি আর এক্স এড্রেসটি এখানে দিতে হবে। এরপর টিক মার্কে ক্লিক করে সাইন আপ এ ক্লিক করতে হবে।সাইন আপ এ ক্লিক করার পর পর একটি মেসেজ আপনার ইমেইলে যাবে সেটাকে ভেরিফাই করে নিতে হবে।
ভেরিফাই করা শেষে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে ইউজার নেমটা যেন স্টিমেট ইউজার নেম একদম বরাবর হয়। দেখুন আমি আমার ইউজার নেম দিয়ে লগইন করলাম।
এরপর আরেকটি পেজ দেখতে পাবেন যেখানে পুশ ডিপোজিট অ্যাড্রেস দেয়া থাকবে এবং পুশ ডিপোজিট এর অ্যামাউন্ট ও সেখানে দেখতে পাবেন। আর আপনার প্রতিটি ট্রানজেকশন ৫ মিনিটের মধ্যেই এগুলো সম্পন্ন হবে সেটাও নোটিফিকেশন দেওয়া আছে। এরপর আপনার করণীয় হচ্ছে এই অ্যাড্রেসটিকে কপি করে নিয়ে ট্রন প্রো লিংক থেকে ১ টি আর এক্স সেন্ড করবেন। আর এটা এই অ্যাড্রেসটিকে একটিভ করার জন্যই সেন্ড করতে হবে। এরপর ১ টি আর এক্স পাঠানোর পরে আবার কপি করে নিয়ে সেখানে কত পরিমাণে পুশ পাঠাতে যাচ্ছেন সেটা পাঠিয়ে দিতে হবে। আর ব্যালেন্সটা আপনি ৫ মিনিটের মধ্যেই দেখতে পাবেন।
এবার আপনি যদি ভোট হিস্টোরি দেখতে চান তাহলে কিভাবে দেখবেন। সেজন্য আপনাকে প্রথমত থ্রি ডট মেনুতে গিয়ে ক্লিক করতে হবে ও আপভোট হিস্টরিতে ক্লিক করার পর একটি পেজ আসবে। সেখানে দেখতে পাবেন আপনার কোন কোন পোস্টে ভোট গিয়েছে এবং কত পারসেন্ট ও কত ডলার গিয়েছে। ভোটের টাইমিং কতটুকু হয়েছে এসব দেখতে পাবেন একই পেজের মধ্যে।
এখন আপনি চাইলে পুশ হিস্টোরি ও দেখতে পারেন। আপনার এখানে কত পুশ পাঠিয়েছেন এবং কতবার সেন্ড করছেন সবটা এখানে দেখতে পাবেন।সেজন্য শুধু পুশ হিস্টোরিতে ক্লিক করলেই হবে ।
এরপর আপনি আপনার ডিপোজিট পুশ বা স্টেক কৃত পুশ আনস্টেক করতে হলে আপনাকে ক্লিক করতে হবে আনস্টেক এ।তারপর কি পরিমান পুশ আনস্টেক করতে যাচ্ছেন সেটা উপরে বক্সে লিখে তারপর আনস্টেক এ ক্লিক করতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে $EPUSS কে আনস্টেক করতে ২৮ দিন সময় লাগে।আর সেটি ৪টি লেনদেনে বিভক্ত।মানে প্রতিটি ব্যাচে ৭ দিন সময় লাগে।
যাই হোক পুশকে নিয়ে আসলে সবার মনে যে বিশ্বাসের জন্ম নিয়েছে সেটি থাকবে চিরকাল। যাইহোক কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পুশ । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
আপনার এই টিউটোরিয়াল পোস্ট টি আমাদের সকলের জন্য খুবই উপকারী একটি পোস্ট। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুস স্টেকিং করার বিষয়টি নিয়ে একটি টিউটোরিয়াল পোস্ট করেছেন। আশা করছি যারা নতুন তারা এই পোস্ট থেকে সাহায্য নিতে পারবে। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি সবার কাজে লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ স্টেক করবার বিষয়টি দারুন সুন্দর করে বুঝিয়ে দিলেন ভাই। যারা প্রথমবার করছে তারা অনেক উপকৃত হবে আপনার এই পোস্ট থেকে। আমাকে অনেক কষ্ট করে ব্যাপারটা শিখতে হয়েছিল। আজ আপনি দেখছি দারুন সুন্দর করে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম তাই তো আমি তুলে ধরলাম।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুস স্টেক করার জন্য খুবই সুন্দর একটি টিউটোরিয়াল পোস্ট আপনি করেছেন। এই পোস্টটি দেখতে পেয়ে আমিও শিখে নিলাম। আসলে পোস্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি ভাই সবার জন্য তুলে ধরতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া অন্যান্য কয়েন যেখানে একসঙ্গে অনেক বেশি ডাউন হয়ে যায় puss সেখানে খুব বেশি ডাউন হয় না। আবার আপ হওয়ার সময় খুব দ্রুত আপ হয়। যাই হোক স্টেকিং করার নিয়মটি খুব সুন্দর ভাবে আপনি শেয়ার করেছেন। এটি দেখে যে কেউ করতে পারবে। যা আমাদের জন্য খুবই উপকারী। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু অন্যান্য কয়েন যেখানে একসঙ্গে অনেক বেশি ডাউন হয়ে যায় puss সেখানে খুব বেশি ডাউন হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুষ আমাদের স্বপ্নের প্রজেক্ট যা বাস্তবিক রূপে রূপান্তরিত হয়েছে। সেই সাথে পুষ স্টেক করে কিভাবে ইনকাম করা সম্ভব সেই প্রসেস চালু হয়ে গিয়েছে। কিভাবে স্টেক করে ইনকাম করা সম্ভব সেই প্রসেসটি আমাদের মাঝে খুবই সুন্দর করে গুছিয়ে এবং সাবলীল ভাষায় উপস্থাপন করলেন। অবশ্যই আপনি প্রশংসার দাবিদার। পুষ স্টেক করা এবং কিউরেশন হিস্টোরি দেখার পুরো বিষয়টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইজান সুন্দর মতামতের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
PUSS and SuperWalk টাস্ক এখনো শেয়ার করা হয় নাই, কিউরেশন পূর্ব শর্ত এটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে একটু বিজি ছিলাম। এখন করছি ভাইয়া।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ স্টেক করবার বিষয়টি দারুন সুন্দর করে বুঝিয়ে দিলেন ভাই। আসলে আমি কালকে থেকে এই রকম একটা টিউটোরিয়াল খুঁজতেছিলাম । অনেক কয়জন কে জিজ্ঞেস ও করেছিলাম কিন্তু কেউ আমাকে সেই ভাবে হেল্প করেনি। আপনার মাধ্যমে নিখুঁত ভাবে বিষয়টি জানতে পারলাম।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইজান আশা করি কাজে আসবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। এ বিষয়টা সম্পর্কে আমার ধারণা পাওয়া একান্ত প্রয়োজন। আমিও চেষ্টায় রয়েছি বোনাস ভর্তি পাওয়ার জন্য যা করণীয় সেগুলো করার। গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের মাঝে সহজে উপস্থাপন করে শিখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি সুমন ভাই ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Nevlu123/status/1878024415004270742
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ স্টেক কিভাবে করতে হবে তার সুন্দর একটি টিউটোরিয়াল পোস্ট আপনি তৈরি করে শেয়ার করেচগেন। এতে অনেকের ই উপকার হবে ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে দারুণ উপকারী একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও আশা করি অনেকেরই উপকার হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান দিনকালের জন্য খুবই প্রয়োজনীয় পোস্ট এটি। আমরা অনেকেই পুশ স্টেক করেছি আবার অনেকে করেনি। কিন্তু পুশ স্টেক করলে কিউরেশনের ভোটটা বেশি পাওয়া যায়৷ তাই ট্রনে ৫০০০ পুশ রেখে সাধ্য ও সাধ মতো স্টেক করে দেওয়াই বুদ্ধিমানের কাজ৷ সেই উপলক্ষ্যে যারা বুঝতে পারেননি স্টেকিং কিভাবে করবেন তাদের জন্য এই পোস্টটা খুবই দরকারি৷ ধন্যবাদ ভাইয়া গুছিয়ে পোস্টটি লেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি দিদি আসলেই এটি খুবই প্রয়োজনীয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit