আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
রক্ষক যখন ভক্ষক। |
---|
বন্ধুরা আজকের টাইটেল দেখে বুঝে ফেলেছেন কি বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। "রক্ষক যখন ভক্ষক" আমি মনে করি এই বাক্যটির সাথে সবাই পরিচিত।আর সবাই এ বাক্যটির মর্মার্থ জানেন। তবুও আমি আজকে আমার নিজের মতো করে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মেইন পয়েন্টে ফিরে যাই।
রক্ষক যখন ভক্ষক এটা একদম কমন একটি শব্দ। আর দুষ্টুমি করে বলতে গেলে শিয়ালের কাছে মোরগ বর্গা দেওয়ার মত আর কি।আসলে আমাদের সমাজের রক্ষক নামে ভক্ষকের অভাব নেই। বড় বড় জায়গায় বা পজিশনে ভক্ষকরা রক্ষকের ভূমিকা পালন করে আছে। আর মানুষ নির্দ্বিধায় তাদেরকে বিশ্বাস করছে, ফলে পরিণত হচ্ছে শিয়াল আর মুরগি বর্গার মত।
আসলে এ ধরনের লোকের অভাব নেই। প্রতিটা জায়গায় এ ধরনের লোক রয়েছে। আর শুধু আমি নই, আপনারাও এ ধরনের লোকের সাথে পরিচিত। যারা রক্ষকের বেশে অনেক সুন্দর সাবলীল ভাবে জীবন যাপন করে কিন্তু সময় মত তারা ভক্ষকের কাজ করে। আর এটা মূলত অমানবিক।কিন্তু কি আর করার বেশিরভাগ মানুষই এমন আর বড় বড় পজিশনে যারা রয়েছে তারাও এই স্বভাবের।
আমরা সাধারণ মানুষেরা যেন তাদের কাছে জিম্মি। তবে একটা বিষয় কি!তাদের মুখে কিন্তু অনেক মিষ্টি আছে। এত সুন্দর কথা বলে তারা যে কেউ পটে যাবে, যে কেউ তার আমানত তার হাতে তুলে দিবে। ওই যে তার অস্ত্র বা হাতিয়ার হচ্ছে মিষ্টি কথা। তার যত রকম মিষ্টি কথা আছে সব দিয়ে সে বোঝাবে সে অনেক বড় একজন রক্ষক। কিন্তু সময় মত বোঝা যাবে সে রক্ষক নামে ভক্ষক।তখন সে কারো আমানত বা অন্যের ক্ষতি সাধনেও পিছপা হয় না।
এ ধরনের লোকজন মূলত সমাজের জন্য ক্ষতিকর। শুধু যে সমাজের জন্যই নয় রাষ্ট্র ব্যবস্থার জন্যও ক্ষতিকর এবং আম সাধারণের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এইজন্য এদেরকে বিশ্বাস করা ঠিক নয়। এদের মিষ্টি মিষ্টি কথার ছলে মানুষকে যাতে বোকা বানাতে না পারে সেদিকে সবার সচেতন থাকা উচিত। মানুষ যদি তাদের আসল চেহারা দেখে যায় তখন মানুষ এই ভক্ষক থেকে মুক্তি পাবে। সে জন্য মানুষ চেনাটাও জরুরী।
হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি। তবে কথাগুলো কিছুটা অগোছালো হয়েছে। আশা করছি হয়তো পড়লে বুঝতে পারবেন। আর যদি কারো খারাপ লেগে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আর কথা বলব না, আগামীতে ভিন্ন কোন বিষয়বস্তু নিয়ে আবারো উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং। |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
আমার তো মনে হয় ভক্ষক রাই সব সময় রক্ষক হয়। অর্থাৎ তারা রক্ষক সাজে। এই রক্ষকের পেছনে লুকিয়ে থাকে আসল সত্য। রক্ষক অনেক সময়ই ভক্ষকে পরিণত হয়ে থাকে। আপনি আজকে একেবারে দারুণ একটা টপিক নিয়ে লেখাগুলো লিখেছেন ভাইয়া। যেগুলো আমার অনেক ভালো লেগেছে পড়তে। মানুষ চেনা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। কারণ কোন মানুষ কখন কিসে পরিণত হয়, এটা আমরা কেউই বুঝতে পারবো না। বাস্তবিক এবং সত্য একটা কথা নিয়ে এই পোস্টটা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Nevlu123/status/1823198538085564792
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit