নামে আমি সম অধিকার কাজে আমি নয়।(স্বরচিত কবিতা।)

in hive-129948 •  11 months ago  (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1709686248859.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে কবিতা অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ নামে আমি সম অধিকার কাজে আমি নয়।

লিখেছি আমি : @nevlu123


ভেবেছিলাম লিখব না আর,তবুও লিখতে হয়।
নামে আমি সম অধিকার কাজে আমি নয়।
প্রয়োজনে পায়না খুঁজে,অপ্রয়োজনে হাজির।
ভেতর ভেতর আমি নিজে বড্ড একটা পাঁজি।


ভোর হলো দোর খোলো, এ যেন ছলা কলা।
ভালোর কান ভারী করি আমি এক আপদ বলা।
তবুও আমি অনেক ভালো,শুধু অবুঝদের মাঝে।
যারা বুঝের তাদের কাছে ভালো সাজা কি সাজে।


ব্যস্ত আমি কাজের মাঝে,কাজটা আমার কি?
শুয়ে বসে থাকা আর,আছে ঘোরাঘুরি।
তবুও আমি অনেক ভালো,খারাপ ভাববে কে?
যে ভাবার ভাবুক আমায়,নাটাই আমার হাতে।


পেয়েছি আমি লাজুক লতা,চেপে ধরেছি।
আমার লক্ষ্য পূরণ করে, যেতে চলেছি।
তবু মনে অতৃপ্তি রয়, সব হয় না কেন?
স্বয়নে স্বপনে চাই আমি,হয় ধ্বংস যেন।


আমার স্বার্থ হাসিল করব,গুণীজনের বুদ্ধি নিয়ে।
স্বার্থ শেষে দেখিয়ে দিব,সবাইকে বাঁশ দিয়ে।
দেখানোতে আমিও ওস্তাদ, কে ধরবে ভুল?
ভুল ধরবে যে হারাবে সে,পাবে নাতো কূল।


মনে মনে আমি চালাক,আমার মত করে।
চিন্তা করি আমার চালাকি,কে বা ধরতে পারে?
তবুও যেন কিছু লোক,ইশারায় কথা বলে।
ভালো হতে হবে আমায়,না হয় যাবে সব জলে।


এখন থেকে চলব ভালো, ছাড়বো কুটনামি
সবকিছু ছাড়তে পারলে, পাবো সম্মানী।
ভালোর মাঝে ফিরবো আবার,দিলাম বিদায় খারাপ।
ভালোর মুখে চুনকালি আর,লাগাবো না আরোপ।



কবিতার মর্ম কথা

পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যারা মুখে মধু অন্তরে বিষ বা উপর গত ভাবে দেখতে ভালো কিন্তু ভিতরে অনেক পচা নোংরা আর আমি কূটনৈতিক বিদ্যায় ভরা। আর এরকম পচা নোংরা লোকে সমাজ ভরে গেছে।তাই আমি নিজেকে দিয়ে এই স্বরচিত কবিতাটির মাধ্যমে কিছু মেসেজ আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

💕💫💥❤️

নামে আমি সম অধিকার কাজে আমি নয় এই কবিতাটি চমৎকার লিখেছেন ভাইয়া। এটা খুব সত্যি কথা মুখে মধু অন্তরে বিষ এমন মানুষ পৃথিবীতে ভরে গেছে।মানুষ আর মানুষ নেই।মানুষ হয়ে গেছে মনুষ্যত্বহীন।নিজের আখের গোছাতে ব্যস্ত।আপনি আপনার কবিতায় ভাষায় চমৎকার ম্যাসেজ দিলেন,ভীষণ ভালো লাগলো আপনার লেখা কবিতাটি আবৃত্তি করে।ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত চমৎকার চমৎকার কবিতা উপহার দেয়ার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

অসাধারণ মন্তব্য ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ আপু।

এরকম অসংখ্য লোক আছে ভাই যারা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। মূলত এ ধরনের লোকজন গুলো আসলেই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কলঙ্ক।সমাজকে নষ্ট করার মূলে এরা একনিষ্ঠভাবে দায়ী। যাইহোক এদের সুবুদ্ধি হোক সেটাই কামনা করি।

Posted using SteemPro Mobile

জি ঠিক ভাই এ ধরনের লোকজন গুলো আসলেই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কলঙ্ক।

মনে মনে আমি চালাক,আমার মত করে।
চিন্তা করি আমার চালাকি,কে বা ধরতে পারে?
তবুও যেন কিছু লোক,ইশারায় কথা বলে।
ভালো হতে হবে আমায়,না হয় যাবে সব জলে।

লাইনগুলো সত্যি অসাধারণ ছিল। আপনার এত সুন্দর উপস্থাপনা দেখে সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি ভাই ধন্যবাদ আপনাকে এমন চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ ইমন ভাই।।

আপনার কবিতার নামটি যেমন অসাধারণ তেমনি কবিতাটি পড়েও অনেক ভালো লাগলো।
বাস্তবতাকে কেন্দ্র করে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই ধরনের লোকদের জন্য আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। দারুণভাবে ছন্দ মিলিয়ে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

ঠিক আপু আসলেই এই ধরনের লোকদের জন্য আমাদের সমাজ ধ্বংস হচ্ছে।

কবিতার বিষয়বস্তুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা সত্যি নিজেকে সব বিষয়ে অনেক বড় মনে করি বা অন্যের কাছে নিজেকে অনেক বড় প্রমাণ করার চেষ্টা করি কিন্তু যখন কাজের বেলা আসে তখন আমরা পালিয়ে বাঁচি। তবে যাই হোক, আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

জি ঠিক ভাই আমরা সত্যি নিজেকে সব বিষয়ে অনেক বড় মনে করি।

এ ধরনের কুৎসিত মনের মানুষ অনেক রয়েছে, যারা নিজেদের সম অধিকার দাবি করে। কিন্তু কাজের বেলায় তারা ঠিকই কাজ না করে পালিয়ে বেড়ায়। এরা নিতান্তই ক্রিমিনাল ও খারাপ লোক। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

জি একদম ঠিক।💓💓