আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
https://maps.app.goo.gl/pbmJZWqnYPaFvujH6Location
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি পোকার ম্যাক্রো ফটোগ্রাফি, যার বৈজ্ঞানিক নাম:চারিডোটেলা। আশা করি আপনাদের ভাল লাগবে, কেননা সাধারণত এই পোকা কে আমরা খালি চোখে যেমনটা দেখি, ম্যাক্রো ফটোগ্রাফির মাধ্যমে তার চাইতে বেশি আকর্ষণীয় করে দেখার সুযোগ হয়ে ওঠে। আর সেজন্য আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি যে পোকাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটি কয়েক কালারের হয়ে থাকে।আমি কিছুটা সবুজ কালারের সমন্বয়ে পোকাটি দেখতে পেয়েছি। তবে এর আগে আমি গোল্ডেন কালার এর এই পোকা গুলো দেখেছিলাম।আবার এই পোকাকে ইন্টারনেটের মাধ্যমে খুঁজে দেখি আরো কয়েকটি কালার রয়েছে।
যাই হোক এই পোকাগুলো আমি আমাদের ছাঁদ বাগানে দেখি।আমি যখন ছাঁদে উঠি সেখানে লাল আলুর একটি পাতার উপরে বসে রয়েছে দুটি পোকা। তখন আমি ঘরে গিয়ে ম্যাক্রো লেন্সটা নিয়ে গেলাম ছাঁদে এবং মোবাইল সেট করলাম লেন্সটা।
তারপর আমি একের পর এক কয়েকটি অ্যাঙ্গেল থেকে এই চারিডোটেলা পোকা গুলোর ফটোগ্রাফি করি এবং সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি আপনারা উপভোগ করবেন এই ফটোগ্রাফি গুলো
আসলে ম্যাক্রো ফটোগ্রাফি করাটা অনেক কষ্টের বিষয়, তবে সেটি ম্যাক্রো লেন্স অথবা ভালো ক্যামেরা ও দক্ষতার সমন্বয় ঘটলে তখন ম্যাক্রো ফটোগ্রাফি করাটা সম্ভব হয়ে ওঠে।
যাই হোক আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদের সাথে তুলে ধরতে। তবে হয়তো আরো ভালো ক্যামেরা অথবা লেন্স হাতে পেলে, আরো ভালো কিছু ম্যাক্রো ফটোগ্রাফি আপনাদের সাথে তুলে ধরতে পারবো।
তো বন্ধুরা আজকে আমার এই চারিডোটেলা ম্যাক্রো ফটোগ্রাফির পোস্টটি কেমন লেগেছে তা জানাবেন। আর পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের ও কাজের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | https://maps.app.goo.gl/pbmJZWqnYPaFvujH6 |
This post was selected for Curación Manual (Manual Curation)
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য তবে আপনি যেটা চাচ্ছেন সেটা হয়তো মিস হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তোলা ম্যাক্রো ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ম্যাক্রো ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর হবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা মূলক আচরণ করার জন্য❤🌱
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit