আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পুশ এখন সবার আত্মবিশ্বাসের একটি জায়গা। |
---|
source from @rme দাদা
এইতো কয়েক মাস আগেই পুশ এর জন্ম হলো। আর দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। যারা যারা পুশকে নিয়ে স্বপ্ন দেখছেন, প্রমোশন করছেন, সবার মনে পুশকে ঘিরে আত্মবিশ্বাসের কোন সংকট নেই। সবাই এই প্রজেক্টটাকে সফল করতে প্রতিনিয়ত প্রমোশন করে যাচ্ছে। আর আমাদের দাদা এই কয়েনকে ঘিরে যতপ্রকার ডেভেলপমেন্ট ও যত পরিকল্পনা করার সবই করে যাচ্ছেন। এরপর ফলাফল স্বরূপ পুশ এর ভালো একটি মার্কেট আমরা পাচ্ছি।
বর্তমানে পুশ এর চারিদিকে চাহিদা রয়েছে। অনেক বাইরের ইনভেস্টরও পুশ কিনে হোল্ড করে রাখছেন। এতে করে তারাও লাভবান হচ্ছে আর পুশ এর মার্কেট ক্যাপ ও বেশ ভালই উন্নত হয়েছে। দিন দিন এই পুশ অনেক এগিয়ে যাচ্ছে। বিশেষ করে রেটের দিক থেকে বলতে গেলে একটা জায়গাতে এসে স্টেবল হয়ে আছে। বেশি আপডাউন হচ্ছে না এটা ভালো একটি লক্ষণ। আর পুশ এর সাপোর্ট লেভেলটাও বেশ ভালো।
source from @rme দাদা
বর্তমানে পুশ কে স্টেকিংয়ের মাধ্যমে এবিবি কিউরেশন এর ভোট সিস্টেম এটি অনেক ভালো একটি উদ্যোগ। যেটার জন্য অনেক অনেক সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই দাদার প্রতি। এই উদ্যোগের কারণে অনেকগুলো পুশ হোল্ড হবে এবং এতে করে পুশ রেট আরো উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। হুটহাট করে কেউ সেল দিতে পারবেনা।আর সেল দেওয়া থেকে সবাই বিরত থাকবে। আর এভাবেই পুশ দিন দিন সামনের দিকে এগিয়ে যাবে।
পুস নিয়ে দাদার যতরকম প্রকল্প, সেগুলো যদি বাস্তবায়ন হয়ে যায়, তখন দেখা যাবে যে এই ক্রাইফটো প্ল্যাটফর্ম এর মধ্যে পুশ উদাহরণস্বরূপ হয়ে থাকবে। বিশেষ করে এটিএম কার্ড এর বিষয়টি আমার বেশ ভালো লেগেছে। সেজন্য আবারো অনেক অনেক কৃতজ্ঞতা জানাই দাদার উপরে।কারণ দাদার পরিকল্পনার মাধ্যমে এমন আপডেট আমরা পাচ্ছি। আর ধীরে ধীরে ভবিষ্যতে আরো ভালো কিছু পাব।
বর্তমানে পুরুষের উপরে সবার আস্থা রয়েছে ১০০%।কেউ পুশ লিকুইড হোল্ড করে রেখেছে। কেউ স্টেকিং করে ইনকাম করছে। আবার কেউ এবিবি কিউরেশন এ স্টেকিং করে সেখান থেকেও লাভ হচ্ছে। সরাসরি পুশ দিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। আর এটার পুরো ক্রেডিটটা আমাদের দাদা। দাদার কারণেই আজ এতগুলো মানুষ এ পুশ নিয়ে ভালো একটা পর্যায়ে আছেন। আশা করছি ভবিষ্যতেও সবাই ভালো একটা পর্যায়ে যেতে পারবে তবে এক্ষেত্রে ধৈর্য এবং প্রমোশন দুটোরই প্রয়োজন রয়েছে।
source from @rme দাদা
যেকোনো সঠিক পরিকল্পনা ভালো একটি কাজকে সফলতার কাঠগড়ায় পৌঁছাতে পারে। ওই হিসেবে দাদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই পুশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে দাদার সাথে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি তাহলে অবশ্যই এটি সফল হবেই। যাই হোক পুশকে নিয়ে আসলে সবার মনে যে বিশ্বাসের জন্ম নিয়েছে সেটি থাকবে চিরকাল। যাইহোক কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পুশ । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1872836296613494909
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
♥️🙏♥️💭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের নিজস্ব টোকেন পুস এখন পুরো স্টিমিট প্লাটফর্মের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।আর এটি সম্ভব হয়েছে শুধু মাত্র আমাদের কমিউনিটির প্রিয় প্রতিষ্ঠাতা দাদার জন্য। দাদা দিন রাত পরিশ্রম করে এই প্রজেক্ট কে এতো দূর এগিয়ে নিয়ে এসেছেন। আশা করছি ভবিষ্যতে এই পুস আরো অনেক দূরে এগিয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রথম এবং নিজস্ব কয়েন পুষ। আর পুষ কে ঘিরে আমাদের সবার মাঝে রয়েছে হাজারও স্বপ্ন। এখন আমরা সবাই পুষ কে ঘিরে নতুন নতুন স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছি। সব মিলিয়ে আপনার পোস্ট পড়ে আরও বেশী অনুপ্রাণিত হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাকসুদা আপু ধন্যবাদ ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে আপনার মতামত পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। আপনি একদম ঠিক বলেছেন ভাই পুশ টোকেন এখন সবার আত্মবিশ্বাসের একটি জায়গা। যেহেতু আমাদের সকলের সাথে আমাদের বড় দাদা রয়েছে তাই আমরা সকলেই আস্থা রাখতে পারছি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ কিবরিয়া ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া পুশ এখন সবাই আত্মবিশ্বাসের জায়গা। এবং দাদার এই পুশ আমাদের সবার মনের জায়গা করে নিয়েছে। এবং পুশ কে স্টেকিংয়ের মাধ্যমে আমাদের মাঝে এবিবি কিউরেশন ভোট দিচ্ছে এটি আমাদের জন্য ভালো দিক। এবং দাদার প্রতি কৃতজ্ঞ এবং সম্মান রাখতে হবে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ঠিক বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ নিয়ে দারুণ সুন্দর একটি পোস্ট দিলেন ভাই। পুশ তো আমাদের স্বপ্নের মত। আর তাকে আমরা বিভিন্নভাবে লালন পালন করতে ভালোবাসি। আপনি সেই বিষয়গুলো দারুন সুন্দর ভাবে তুলে আনলেন। শুধু ভয়েস টাইপিং করার ফলে প্রচুর বানান ভুল থেকে গেছে। বিশেষ করে এক জায়গায় লিখে ফেলেছেন -
সম্পূর্ণ পোস্টটি আর একবার পড়ে একটু ভালো করে দেখে নেবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit