কোরিয়ান স্টাইলে বেগুনের ক্রিস্পি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই।

in hive-129948 •  3 months ago 

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

কোরিয়ান স্টাইলে বেগুনের ক্রিস্পি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই।

20240819_183619.jpg

20240819_183516.jpg
আজকের পোস্টে একদম ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার বাংলা ব্লগে তো এই সপ্তাহ ব্যাপী একটি দারুণ রেসিপি কন্টেস্ট চলছে।রেসিপি মানেই দারুণ,কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়।যেমন আজকেও আপনাদের মাঝে একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি।যেটা আসলে অনেকদিন থেকে খাবার ইচ্ছে ছিল। ইচ্ছা থাকলে তো আর আমি নিজেই সেটা রান্না করতে যাই না। কারণ সময় হয়ে ওঠে না। কিন্তু কনটেস্ট উপলক্ষে তো বিভিন্নভাবে নতুন নতুন কিছু রান্না করতেই হয়।

20240819_183222.jpg

20240819_183508.jpg

এক্ষেত্রে যদি সুযোগ পাই তখন সেটা হাতছাড়া করি না। আর যেহেতু এবার স্ন্যাকস নিয়ে একটা কনটেস্ট চলছে সেই হিসেবে ভাবলাম আমার প্রিয় একটা সবজি দিয়ে স্ন্যাক্সটা তৈরি করা যাক। আজকে আমার রেসিপিটা হলো বেগুন দিয়ে ক্রিসপি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই। এই নামটা দেয়ার মূল কারণ হলো এগুলো দেখতে অনেকটা ফুলের মত। দুটোই কিন্তু ফুলের মতোই দেখতে মনে হচ্ছিল। কোরিয়ান স্টাইলে কিন্তু এটা তৈরি করেছি। আর এটা কোরিয়ানদের মধ্যে অন্যতম একটা খাবার যেটা আসলে ভিডিওর মাধ্যমে দেখা হয়ে থাকে।
20240819_183511.jpg

যাইহোক কথা না বাড়িয়ে আমার এই রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগব। কারণ এটা অনেক মজার একটা রেসিপ। আর একবার খেয়ে দেখলে মনে হবে যেন বারবার খাই। আমি তো ভাবছি আরো তিনটি বেগুন বাকি আছে সেগুলো দিয়েও একইভাবে একদিন তৈরি করে খাব। যদিও সময় পাচ্ছি না,সময় পেলে আবারো তৈরি করব। যাইহোক আমার রেসিপি টা শুরু করি তাহলে।

20240819_183450.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ।

উপকরণপরিমাণ
বেগুন৬টি
চিলিসস১/২ কাপ
সয়াসস১/২ চা চামচ
টমেটো সস১/৩ কাপ
কর্ণফ্লাওয়ারপুরো ১টি
রসুন গুড়ো১ চা চামচ
মরিচগুড়ো৪ চা চামচ
হলুদগুড়ো১/২ চা চামচ
মাংসের মসলা৪চা চামচ
লবণ৪ চা চামচ
সয়াবিন তেল২ কাপ
লেবু১টি
ব্রেড ক্রাম্বস১ কাপ

20240819_163202.jpg

20240819_170518.jpg

প্রথম ধাপ

প্রথমে বেগুন গুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।এরপর খোসা গুলো সুন্দর ভাবে ছাড়িয়ে নিতে হবে।

20240820_201216.jpg

দ্বিতীয় ধাপ

২য় ধাপে ধারালো ছুরি দিয়ে বেগুনকে এক সাইজে দুই টুকরো করে কেটে নিয়েছি।

20240820_201250.jpg

তৃতীয় ধাপ

এবার কাটা বেগুন গুলোকে প্রথমে একপাশ থেকে কেটে নিলাম।তারপর অন্যদিক থেকে আবারও কেটে নিলাম। এইভাবে একটা একটা করে সবগুলো বেগুনের অংশ কেটে নিলাম।অনেকটা ফুলের মত করে।

20240820_201320.jpg

চতুর্থ ধাপ

এখন একটি পাত্রের মধ্যে পানি নিলাম এবং সেটাতে লবণ মিশিয়ে নিলাম ভালোভাবে। তারপর সেই লবণ মেশানো পানিতে বেগুন গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ লবণের পানিতে ভিজিয়ে রাখলাম।

20240820_201335.jpg

পঞ্চম ধাপ

এরপর আরো তিনটি বেগুনকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে সেগুলোকে ফ্রেন্স ফ্রাই এর মত করে কেটে নিলাম। তবে বোটা থেকে আলাদা করি নি।

20240820_201411.jpg

ষষ্ঠ ধাপ

এরপর সেই বেগুন গুলোকেও লবণ মেশানো একই পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য।

20240820_201443.jpg

সপ্তম ধাপ

এরপর প্রথমে যে বেগুন গুলো কেটেছিলাম সেগুলোর মধ্যে গুড়ো মসলা মিক্স করে ভালোভাবে লাগিয়ে নিলাম।

20240820_201515.jpg

অষ্টম ধাপ

এরপর মসলা মাখা শেষে সেই বেগুনগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম।তারপর প্রতিটা কাটা অংশে ভালোভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম।

20240820_201533.jpg

নবম ধাপ

এখন অনেকটা পরিমাণে তেল দিলাম ফ্রাইপ্যানে। তেল গরম হলে এক এক করে বেগুনের এই ফুলগুলো দিয়ে দিলাম।ভালোভাবে ফ্রাই করে একদম মুচমুচে আর ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাঁজলাম। তারপর উঠিয়ে নিলাম।

20240820_201603.jpg

দশম ধাপ

এভাবে আরেকটা বাটিতে ১/৩ কাপ পরিমাণ কনফ্লাওয়ার, এক চা চামচ করে মরিচ গুঁড়ো আর মাংসের মসলা, হাফ চা চামচ করে রসুন গুঁড়ো, লবণ আর সয়া সস এবং ২ চা চামচ চিলি সস দিয়ে দিলাম।একটু পানি দিয়ে সবকিছু মিক্স করে নিলাম।

20240820_201641.jpg

একাদশ ধাপ

এখন ফ্রেঞ্চ ফ্রাই এর মত কেটে রাখা বেগুনগুলোকে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিলাম। যাতে একদম ভেতরের অংশগুলোতেও এই মিশ্রণটা যায়। তারপর ব্রেডক্রাম্বস এর মধ্যে ভালোভাবে গড়িয়ে নিলাম। ভেতরের অংশগুলোতেও হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর গরম তেলে এগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিলাম মুচমুচে হওয়া পর্যন্ত।

20240820_201754.jpg

দ্বাদশ ধাপ

এই বেগুন গুলোকে প্রায় ১০ মিনিট যাবৎ একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি যাতে করে একদম মুচমুচে হয়। ব্রাউন কালার হলে নামিয়ে নিলেই এটা মুচমুচে হয়ে যাবে।

IMG-20240821-WA0000.jpg

ত্রয়োদশ ধাপ

এখানে আমি বেশ অনেকটা পরিমাণ চিলিসস নিয়ে নিলাম। তারপর এর মধ্যে একটা লেবুর রস দিয়ে দিলাম। দু চা চামচ পরিমাণ টমেটো সস দিলাম। তার পাশাপাশি এক চা চামচ পরিমাণ চিনি দিলাম। সবকিছু একসাথে মিশিয়ে নিলাম।

20240820_201834.jpg

চতুর্দশ ধাপ

এই ধাপে মিক্স করা সসটা আমি সবগুলো বেগুনের ফ্রাই এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে এটা খেতে অনেক বেশি মজা লাগে।
20240820_201902.jpg

পরিবেশন

এইতো তৈরি হয়ে গেল খুব মজাদার ক্রিসপি একটা স্ন্যাকস, যেটা আমাদের সন্ধ্যাটাকে অনেক বেশি আনন্দমুখর করে তুলেছিল।

IMG-20240821-WA0003.jpg

IMG-20240821-WA0001.jpg

IMG-20240821-WA0004.jpg

20240819_182752.jpg

20240819_183115.jpg

20240819_183205.jpg

20240819_183222.jpg

20240819_183516.jpg

20240819_183508.jpg

20240819_183623.jpg

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি কন্টেস্ট।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা দারুণ স্বাদের রেসিপি, এর আগে আমিও তৈরী করেছিলাম। বেশ সুন্দর হয়েছে আপনার রেসিপিটিও।

জি ভাইয়া বেগুন দিয়ে এভাবে তৈরি করলে অনেক বেশি সুস্বাদু লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

রেসিপির নামের সাথে একদম রেসিপিটাও মিলে গিয়েছে। ফুলের মতই লাগছে বেগুন গুলো দেখতে। ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে রেসিপিটা উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করার জন্য। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। ডেকোরেশন টাও ভালো লাগছে দেখতে।

  ·  3 months ago (edited)

কোরিয়ান স্টাইলে বেগুনের ক্রিস্পি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই।এই রেসিপির নামটা যেমন সুন্দর খেতেও অনেক দারুন হয়েছে।এতদিন বেগুন দিয়ে নাস্তা বানালাম তবে এইভাবে কোনদিন খাওয়া হয়নি। এই প্রতিযোগিতার মাধ্যমে বা তোমার আইডিয়ার কারণে খাওয়া হলো।তবে আমি মনে করি এটা বেস্ট ছিলো।ধন্যবাদ তোমাকে শুভকামনা রইলো তোমার জন্য।

বেগুন দিয়ে যে এতো মজাদার একটা খাবার তৈরি করা যায়, এটাতো একেবারে জানাই ছিল না। রেসিপিটা দেখেই তো আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে। বেগুনের ক্রিসপি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই খুবই মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতে পারছি দেখে। প্রতিযোগিতা উপলক্ষে মজার মজার রেসিপি তৈরি করলে কিন্তু খুব মজা করে খাওয়া যায় সবাই মিলে। আপনার কাছ থেকে আজকে অনেক মজাদার রেসিপি শিখে নিয়েছি। ভাবছি এই রেসিপিটা তৈরি করবো। আশা করছি খেতে অনেক ভালো লাগবে।

ভাইয়া প্রতিটি প্রতিযোগিতায় দেখি আপনি একেবারে আনকমন রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন । আজও কিন্তু তাই করলেন । বেশ লোভনীয় এবং আনকমন একটি রেসিপি শেয়ার করলে । রেসিপি দেখেই তো মনে হচ্ছে বেশ মজার ছিল । শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া ।

দারুন একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কোরিয়ান পদ্ধতিতে রান্নার কাজ সম্পন্ন করেছেন। অনেক ভালো লাগলো আপনার এই অসাধারণ রেসিপি দেখে। চেষ্টা করলে এমন সুন্দর রেসিপি তৈরি করে খাওয়া যায়। বেশ ভালো লাগলো আপনার সুন্দর রেসিপি।

আসলেই দারুন আপু,, খেতেও ভালো লাগলো।।

বেগুনের ক্রিস্পি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই রেসিপি অসাধারণ হয়েছে ভাইয়া। বেগুন দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। এই ধরনের খাবার গুলো সবাই পছন্দ করে। আপনার তৈরি করা রেসিপি উপস্থাপন অসাধারণ হয়েছে।

এবারের প্রতিযোগিতার মাধ্যমে সবার কাছ থেকে এতসব ভিন্ন ধরনের বিকালের হোমমেড স্ন্যাকস রেসিপি দেখে খুব ভালো লাগলো। এই প্রতিযোগিতার জন্য ইউনিক রেসিপিও শিখতে পারলাম। আপনি বাঙালি স্টাইল বাদ দিয়ে একদম কোরিয়ান স্টাইল নিয়ে এসেছেন দেখে ভালো লাগলো। আপনার এই রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে। নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছিল। পরিবারের সবাইকে নিয়ে বিকালের নাস্তার আড্ডাটা নিশ্চয়ই এই রেসিপি দিয়ে ভালোভাবে জমে উঠেছিলো। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ ভাইয়া মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া আপনার তৈরি করা এই রেসিপিটা আমার অনেক পছন্দ হয়েছে। বেগুন দিয়ে আপনি মজাদার রেসিপিটা তৈরি করে নিলেন দেখে খুব ভালো লাগলো। এরকম মজাদার রেসিপিগুলো তৈরি করে সবাই মিলে সন্ধ্যা বেলায় খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপি টার নাম যেরকম দেখতেও ঠিক ওরকম লাগছে। নিশ্চয়ই স্বাদটাও দারুন ছিল। এত সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

অনেক ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য।।

বেশ সুন্দর রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার বেগুনের ক্রিস্পি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই দেখে খুব ভালো লাগলো। বেগুন দিয়ে ক্রিস্পি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই বেশ দুর্দান্ত ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে, ভালো থাকবেন ভাইয়া।