বিভিন্ন এঙ্গেল থেকে সরিষা ফুলের কিছু ফটোগ্রাফি।১০% লাজুক-শিয়াল এর জন্য।

in hive-129948 •  3 years ago 
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সরিষা গাছের ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আর এটি একটি সরিষা ফুলের বাগান ও বলা যায়। আশাকরি আপনাদের ভাল লাগবে। কারন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এ ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে তুলে ধরছি

20210126_104550.jpg

20210126_104553.jpg20210126_104559.jpg

20210126_104618.jpg
লোকেশন | :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6

আসলে শীতকালে গ্রাম গঞ্জে এরকম বিশাল বিশাল জমিতে সরিষার চাষ করে থাকে চাষীরা, এবং ভালো পরিমাণে সরিষা প্রতিবছর এই ফসলের মাঠ থেকে তারা সংগ্রহ করে।
20210126_104458.jpg

20210126_104510.jpg20210126_104539.jpg

20210126_104545.jpg
লোকেশন | :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6

আমি এবং আমার এক ছোট ভাই দুইজন মিলে বের হয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য, মোটরসাইকেলে করে। তখন আমরা একটা এলাকায় সরিষা বাগান দেখতে পাই, সেখানে গিয়ে আমরা এই ফটোগ্রাফি গুলো করি।

20210126_103324.jpg

20210126_103328.jpg20210126_103514.jpg

20210126_104048.jpg
লোকেশন | :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6

আমি ফটোগ্রাফি করার জন্য একটা সেলফি স্টিক নিয়ে গিয়েছিলাম এবং সেটা দিয়ে আমি এই ফটোগ্রাফি গুলো করলাম।
20210126_104659.jpg

20210126_104709.jpg20210126_103313.jpg

20210126_103322.jpg
লোকেশন | :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6

তবে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক রকমের ফটো তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশাকরি আপনাদের আমার এই ফটোগ্রাফি অ্যাঙ্গেল গুলো ভালো লাগবে।

20210126_104920.jpg

20210126_104943.jpg20210126_104725.jpg

20210126_104625.jpg
লোকেশন | :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6

আমি মনে করি একই এঙ্গেল থেকে ছবি তুললে সেটা বরাবরই নরমাল বা কমন ফটোগ্রাফ হিসেবে বিবেচিত হয়।
20210126_104856.jpg

20210126_104905.jpg20210126_104907.jpg

20210126_104908.jpg
লোকেশন | :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6

কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে যখন ফটোগ্রাফি করা হয়, তখন সেই ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার ও পরিপাটি মনে হয়।
20210126_105113.jpg

20210126_105133.jpg20210126_104735.jpg

20210126_104836.jpg
লোকেশন | :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6

তাই আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করতে।আর সেটা যেমনই হোক।আবার আমি যে সাবজেক্টে ফটোগ্রাফি করতে চাই সেটার বিভিন্ন অ্যাঙ্গেল এবং ফটোগ্রাফির কালার কম্বিনেশন এগুলা সমন্বয় ফটোগ্রাফি করতে পছন্দ করি।
20210126_105517.jpg

20210126_105520.jpg20210126_105018.jpg

20210126_105037.jpg
লোকেশন | :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6
আসলে সরিষা ফুলের সৌন্দর্য ও রূপের কথা বলে শেষ করা যাবেনা। এই সরিষা গাছের পাতা সালাতের সাথে খাওয়া যায়।

আবার ফুলগুলো থেকে যখন সরিষায় পরিণত হয় সেগুলো দিয়ে তেল বানানো হয়। আর একদম খাঁটি সরিষার তেল, যেটা এই সরিষা ক্ষেত থেকে হয়।

বাংলাদেশের অনেক জায়গাতে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করা হয়।আর সেটা কৃত্তিম উপায়ে। বিভিন্ন ভাবে তারা মধু সংগ্রহ করে।

যেমন করে মধু সংগ্রহ করার জন্য, আগে থেকেই সরিষার ক্ষেত এর আশেপাশে বাসা বানিয়ে রাখে, যার কারণে ওইখানে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি আর সেই বাসায় গিয়ে সংরক্ষন করে।

20211225_094359.jpg20210126_105602.jpg

20210126_105348.jpg
লোকেশন | :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6

যার কারণে খুব সহজে সরিষা ফুলের আশেপাশে মধু সংগ্রহ করতে পারে চাষিরা এই সরিষার বাগানের মাধ্যমে।

যাইহোক বন্ধুরা আমি অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগল তা অবশ্যই জানাবেন।

তো আজকে আর বেশি বললাম না, এই বলে আজকে আমি এখানে বিদায় নিলাম। সবাইকে অগ্রিম ধন্যবাদ।

যাইহোক অনেক কথাই বললাম সবাই কথাগুলা ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিবেন এবং কোথাও ভুল থাকলে অবশ্যই আমাকে বলবেন। তো এই বলে আজকের জন্য এখানে বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

পোষ্ট ও ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩১
ক্যাপচার@nevlu123
সম্পাদনাশুধু সেসুরেশন
লোকেশন :https://maps.app.goo.gl/cE18H3miHwZJidUX6

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোষ্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।ভালো থাকুন সবাই এই কামনায় আজকের জন্য এখানে বিদায় নিলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ছবি তোলার সরিষা ফুল গুলো দেখে আমার গাইতে ইচ্ছে করছ,,,, সরিষার ফুলে ফুলে কি মায়া মাখা
হৃদয় মমতা দিয়ে চিত্র আঁকা
। প্রতিটি ছবি যেন নজরকাড়া বিভিন্ন এংগেলে তোলা ছবি গুলো আসলেই অসাধারণ লাগছে ।

  ·  3 years ago (edited)

সরিষার ফুলে ফুলে কি মায়া মাখা
হৃদয় মমতা দিয়ে চিত্র আঁকা

সুন্দর লিখেছেন ভাই।।। ধন্যবাদ।

সরিষা ফুলের সৌন্দর্য খুব বেশি মানুষ আকৃষ্ট করে। ফুলের সৌরভ মানুষের মনকে মাতিয়ে তোলে। আপনি খুব চমৎকারভাবে বিভিন্ন দিক থেকে সরিষা ফুলের ছবি ক্যামেরাবন্দি করেছেন অসাধারণ। আলোকচিত্র দেখে মনে হচ্ছে আপনারা দুইজন মিলে ফুলের সাথে কথা বলতেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থাকবেন ভাইয়া।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন। সরিষা ফুল দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। বিশেষ করে যে ছবিগুলো নিচ থেকে ক্যাপচার করেছেন এবং ব্যাকগ্রাউন্ড আকাশ দেখা যাচ্ছে সে ছবিগুলো অনেক ভালো লাগছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে সরিষা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমার পোস্ট সম্পর্কে আপনার সুন্দর কিছু মন্তব্যের জন্য ধন্যবাদ

সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনার ফটোগ্রাফির দক্ষতা আমার অনেক ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।

আমি যখন ফটোগ্রাফি করি তখন আমি সেরাটা দেওয়ার চেষ্টা করি

ভাইয়া আপনার সরিষা ক্ষেতের ফটোগ্রাফিগুলো খুবই চমৎকার হয়েছে। আসলে শীতকালে সরিষা ক্ষেতে গেলে অন্যরকম সুন্দর লাগে দেখতে। যেদিকে তাকাই সেদিকেই শুধু হলুদ আর হলুদ। আপনি খুব সুন্দর ভাবে সরিষা ক্ষেতের ফটোগ্রাফি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো।

অনেক ধন্যবাদ আমার পোস্ট সম্পর্কে আপনার সুন্দর কিছু বক্তৃতার জন্য।

ঠিকই বলেছেন ভাই এই সময়টাতে গ্রামে খেলেই এই সরিষার হলুদ সবুজ দৃশ্য চোখে পড়বে। আপনার বিভিন্ন এঙ্গেল থেকে তোলা সরিষার ছবিগুলো সত্যি ভালো হয়েছে। এবং মৌমাছির মধু আহরণ টা বেশি ভালো লেগেছে। দারুণ ছিল ফটোগ্রাফি গুলো।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সরিষার ক্ষেতে ফটোগ্রাফি করতে গেলে নিজের অনুভূতিটা একটু অন্যরকম লাগে। সরিষার ক্ষেত এর সম্পর্কে নিজের ব্যক্তিগত কিছু মতামত প্রকাশ করেছেন। ভাইয়া আপনার পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আমার পোস্ট সম্পর্কে আপনার সুন্দর কিছু মমন্তব্যের জন্য

এই সময়ে সরিষা ফুলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করতে পারে। সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত থাকে মৌমাছির দল গুলো। সরিষা ফুলের মনমুগ্ধকর দৃশ্য গুলো বিভিন্ন দিক থেকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরিষা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। সরিষা ফুলে ভরে গিয়েছে পুরো মাঠ অসাধারণ একটি দৃশ্য ফুটে উঠেছে। চারিপাশে হলুদের সমারোহ আমাকে মুগ্ধ করেছে। আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে আপনার মনের অনুভূতি গুলো আমাদের বাড়ি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

আমার পোস্টের প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আপনার তোলা ফটোগ্রাফি গুলো প্রত্যেকটি অনেক সুন্দর হয়েছে। আর দেখে চোখ জুড়িয়ে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আমার পোস্ট সম্পর্কে আপনার সুন্দর কিছু মন্তব্যের জন্য ধন্যবাদ।

সরিষা ক্ষেত দেখতে কার না ভালো লাগে। সরিষা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় অসম্ভব ভালো একটি গন্ধ নাকে এসে প্রবেশ করে। সেটা আসলেই অনেক ভালো লাগে। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।

ধন্যবাদ আমার পোস্ট সম্পর্কে আপনার সুন্দর কিছু বক্তৃতার জন্য

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আপনি দারুন ফটোগ্রাফি করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরিষা ফুলের। খুবই ভালো লাগলো এবং অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন


IMG_20220106_113311.png

হ্যাঁ, আমি যখন ফটোগ্রাফি করি তখন আমি সেরাটা দেওয়ার চেষ্টা করি

  • সরিষা ফুলের অসাধারণ ফটোগ্রাফি গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। এই হলুদ সুন্দরময় ফসলের মাঠ দেখতেই ভালো লাগছে।আপনার জন্য শুভকামনা রইল।
  ·  3 years ago (edited)

অনেক ধন্যবাদ আমার পোস্ট সম্পর্কে আপনার সুন্দর কিছু বক্তৃতার জন্য।

সরিষা ফুলের ক্ষেত দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। একদম মনে হচ্ছে হলুদ ফুলের সমারোহে ভরে আছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। একেকটা ছবি একেক ধরনের সৌন্দর্য বহন করছে। ভাল লাগল আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে। এমন আরো ভালো কাজের অপেক্ষায় রইলাম। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

আমার পোস্টের প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ আপু।