এক কাল চুলের এক কাল টাকের।

in hive-129948 •  last year 
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

এক কাল চুলের এক কাল টাকের।

Photo_1708187592637.png

বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আসলে আজকের বিষয়টা একটু ব্যতিক্রম, তবে এটা আমার নিজের কথিত একটি কথা। বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেকে বড় চুলের বিপক্ষে।আমার বড় চুল থাকাকালীন তাদেরকে বুঝ দেয়ার জন্য এই কথাটা বলতাম।তো বন্ধুরা বেশি ভূমিকায় না গিয়ে সরাসরি মেইন পয়েন্টে ফিরে যাই।

এক কাল চুলের,এক কাল টাকের। এ কথাটা আমি দুষ্টামি করে বলতাম। আর এটার কারণ হচ্ছে একটা সময় আমি অনেক বড় বড় চুল রাখতাম। এত বড় চুল রাখতাম যে, যখন ডাল খেতাম তখন চুলগুলো ধরে রাখতে হত। না হলে চুলগুলো ডালের মধ্যে ভিজে যেত। চুল রাখার বিষয়টি একটা সময়কালীন নিজের ব্যক্তিত্ব ও অস্তিত্বের সাথে মিশে ছিল। যদিও অনেকে অনেকভাবে কথা বলতো তবে সেসব কথায় কান দিতাম না।কারন আমার চুল কোকরা ও বাঁকা ছিল না। যার কারণে চুল রাখতে নিজেই স্বাচ্ছন্দ্যবোধ মনে করতাম।

1708183188607.jpg

তখনকার আমি।👆

আমার চুলের কিছু প্রেমি ছিল, যারা অনবরত চুলের প্রশংসা করত। আর কিছু কিছু তো ছিল আমার পাশে বসলে আমরা চুলে হাত দিত। আর আলতোভাবে ম্যাসাজ করত। মূলত শখের বসতেই চুলগুলো রেখেছিলাম। একটা সময় মোটরসাইকেলে চড়তাম আর চুলগুলো বাতাসে দোলা খেত। নিজের কাছে যেমন ভালো লাগতো তেমনি রাস্তাঘাটে মানুষের কাছেও চুল দোলা খাবার বিষয়টি অন্যরকম লাগতো। যদিও এটি আমি প্রমাণ পেয়েছি দুবার।

1708183219250.jpg1708183229540.jpg

তখনকার আমি।👆

একবার একটা জায়গাতে যাচ্ছিলাম এক মোড়ে মোটরসাইকেল একটু স্লো করলাম এবং সেই মোড়ে একটি মেয়ে ছিল যখন বাইকে থাকাকালীন বাতাসে চুল গুলো উড়ছিল মেয়েটি দূর থেকে সেটা ফলো করছিলো। যখন ওই মোড়ে গিয়ে বাইকটি স্লো করলাম, তখন মেয়েটি বলে উঠল ওয়াও। আরেকদিন সেম ভাবেই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশে একটা জায়গা থেকে একটি মেয়ে হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, আর বলছে ওয়াও কি সুন্দর।

সেই থেকেই বুঝতে পারলাম যে চুলের অনেক প্রেমি রয়েছে এবং নিজের কাছে অন্যরকম ভালো লাগতো তখন। একদিন পরপর শ্যাম্পু এবং কন্ডিশনার করতাম, কোনদিন মিস হতো না চুলের যত্ন ও চুলের ভিটামিনের জন্য। আবার মাঝে মাঝে ই-ক্যাপ ট্যাবলেটও খেতাম। যাইহোক সর্বোপরি চারিদিকে এই চুলের অনেক বেশি সুনাম ছিল।
1708183208184.jpg

তখনকার আমি।👆

যাইহোক এবার আসি দুঃখের বিষয় নিয়ে। যদিও জীনগতভাবে মানুষের অনেক কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আর এই রকম একটি বিষয় আমার সাথেও ঘটার কথা সে বিষয়টি যদিও আমি ঘটনা ঘটার আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম। আর সেই হিসেবে আমি এই কথাটা বলতাম যে এককাল চুলের এককাল টাকের। সত্যি বলতে আমার বাবার মাথায় চুল কিছুটা কম ছিল, যার কারণে আমি চিন্তা করেছি যে জিনগতভাবে হয়তো আমি সেটা পেতে পারি। তবে আমার চুলগুলো লম্বাটে এবং সোজা ছিল তাই চুল রাখতে নিজের কাছেও ভালো লাগতো।

তবে কি আর করার যেহেতু বাবার মাথায় চুল কম তাই হয়তো আমার মাথায়ও চুল কম হয়ে যেতে পারে। সেজন্য শখের বসতে যতদিন আমার চুল ঝরা শুরু হয়নি ততদিন অনেক বড় বড় চুল রেখেছিলাম। এরপর যখনই চুল পড়া শুরু করলো তখন বিভিন্ন রকম তেল এবং ই-ক্যাপ ট্যাবলেট খেতে শুরু করলাম। অবশেষে যেতে হল আমাকে প্রবাসে। প্রবাসে গিয়ে সেখানের গরম এবং ওইখানকার পানি ও আবহাওয়া চুলের বারোটা বাজিয়ে দিল এবং চুলগুলো পড়তে শুরু করল।
20240217_215247.jpg

এখনকার আমি।👆

একটা সময় দেখা গেল অনেকটা চুল পড়ে গেছে। মাথার দুই জায়গায় কিছুটা চুল কম হয়ে গেছে। যদিও এখনো টাক হইনি,তবে একটা সময় না একটা সময় টাক হতেই হবে। এক্ষেত্রে যতই ভালো তেল লাগাই না কেন কোন উপকারে আসবে না। কারণ এটি জিনগত সমস্যা বলে কথা।সেজন্যই মূলত বলতাম যে এক কাল চুলের এক কাল টাকের।এখন কেউ যদি টাক বলে তখন মনটা খারাপ হয় না। কারণ একটা সময় যে চুল রেখেছি যে এখন বলছে তার ও এত সুন্দর চুল ছিল না।

যদিও তেমন কেউ এভাবে বলে না। কারন আমার মাথায় এখনো অনেক চুল আছে। শুধু মাথার দুটো জায়গায় চুল একটু কম যেটা হয়তো ফটোতে বোঝা যায়। তবে সরাসরি কম বোঝা যায়। যাই হোক বন্ধুরা নিজের চুল গুলো মিস করছিলাম তাই আজকে এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনারা ইনজয় করেছেন।ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে রয়েছি, আর সেই প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

,💐📜📷💥

দারুন একটি বিষয় নিয়ে আজকে আপনি আমাদের মাঝে পোস্ট করেছেন ভাইয়া। হয়তো সেম অবস্থা আমারও হবে। তবে অতীতের ছবিগুলো এখন আমার কাছে নেই কিন্তু। একটা মোবাইলের মধ্যে ছিল যার মেমোরি অনেক বড় সেই মোবাইলটা নষ্ট হয়ে গেছে। মেমোরিতে থাকলে হয়তো বাঁচানো যেত,মেমোরিতে নেই মোবাইলের মধ্যে ছিল। চুল থাকার সময় আর না থাকার সময় নিয়ে সুন্দর পোস্ট করেছেন।

হায় হায় শুনে খারাপ লাগলো।💐💥

ভাই একটা কথা বলে না ৷ যে চুল আর হাত নিয়ে গর্ব করতে নেই ৷ যা হোক আগে আপনাক আগের ছবিতে দেখতে পুরো হিরো লাগছে ৷ আর এ জন্যই মেয়েগুলো আপনাক দেখে ওয়াও বলছে ৷ আসলে যে না চুলের বাহার আর সিল্ক ৷ কোনো মেয়ে ক্রাশ খাবে না ৷হিহিহি!!!

আবার এটাও ঠিক গ্রামে এখনো এমন মানুষ আছে যারা চুল দেখলে বলতো এতো বড় চুল রাখার কি দরকার ৷
যা হোক দিনশেষ বয়সটাই সব ৷
খুব ভালো লাগলো আপনার পোষ্ট টি পড়ে ৷
একদম সত্যি কিছু কথা তুলে ধরেছেন ৷

জি ভাই দিনশেষ বয়সটাই সব ৷,

সিল্কি চুল বড় রাখলে দেখতে খুব সুন্দর লাগে। সেজন্যই মেয়েগুলো ওয়াও বলেছিল আপনাকে। তবে চুল বড় রাখলে প্রচুর যত্ন নিতে হয় চুলের। সেজন্য অনেকের ইচ্ছে থাকলেও চুল বড় রাখে না। তবে ওমানে তো অনেক গরম পড়ে, সেজন্য আপনার চুল অনেক পরেছে। আমার এক বন্ধু দুবাইয়ে বিজনেস করে,তার মাথার সব চুল পড়ে গিয়েছে। আবার বংশগত কারণেও মাথায় টাক হওয়ার সম্ভাবনা থাকে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

জি ভাই ওমানে অনেক গরম পড়ে, সেজন্য চুল অনেক পরেছে।

ভাই আপনার এই পোস্ট পড়ে যা বুঝতে পারলাম আপনার টাইটেলের বিপরীত একটা টাইটেল বলে দিলাম।🤩 ভাই এক কাল সুখের আবার এক কাল দুঃখের। যেমনটা আপনার সাথে হয়েছে সুখের কালে অনেকে আপনাকে প্রশংসা এবং দেখে অবাক হয়েছে আর এখন তার বিপরীত। সত্যি এভাবে অনেকেরই দেখেছি বড় ভাই ব্রাদার এক সময় অনেক চুল ছিল। তাদের মাথায় এখন চুল নেই তারা অনেক চেষ্টা করছে কিন্তু আবার আগের মত ফিরিয়ে আনতে পারছে না।

Posted using SteemPro Mobile

জি ভাই এটাও ঠিক এক কাল সুখের আবার এক কাল দুঃখের।

সত্যি কিন্তুু আপনার চুল গুলো ভীষণ সুন্দর ছিলো।এজন্যই মেয়েরা ওয়াও বলতো আপনার চুল দেখে।আপনি আপনার চুলকে অনেক ভালোবাসতেন এবং চুলের অনেক কেয়ার করতেন আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম।আসলে চুল চিরজীবন এক রকম থাকে না। সত্যি এককাল চুলের ও এক কাল টাকের কথাটি একদমই সত্যি। ধন্যবাদ ভাইয়া পোস্টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

জি আপু।।ধন্যবাদ।

খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। পোস্টটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে ঠিকই বলেছেন আপনি এককাল
চুলের এককাল টাকে। খুব সত্য কথাগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার ফটো দেখে বুঝতে পারছি আগের চুল গুলো খুব সুন্দর ও ঘন ছিল। এই ব্যাপারটি আমিও দেখেছি যারাই প্রবাসে গিয়েছে তাদেরই বেশিরভাগ চুল উঠে চুলগুলো নষ্ট হয়ে গিয়েছে। আবার অনেক জায়গায় বংশ ক্রমা গতভাবেও টাক হওয়ার সম্ভাবনা থাকে।

জি আপু আগের চুল গুলো খুব সুন্দর ও ঘন ছিল।

আপনার পোস্টের উপরের কিছুটা লেখা পড়ে যতটা বুঝলাম, তাতে আপনার যখন বয়সকাল ছিল তখন অনেক মেয়েই আপনাকে এই চুলের কারণে ওয়াও বলেছে, এই ব্যাপারটা কিন্তু বেশ দারুন!🤭🤭 যদিও কথাটা তারা মন্দ বলিনি, আপনার চুলগুলো কিন্তু যথেষ্ট ভাল ছিল ভাই। তবে প্রবাসে যাওয়ার কারণে আপনার চুল বেশি পড়ে গেছে , এটা অনেকের ক্ষেত্রে হয় নতুন জায়গায়, নতুন আবহাওয়ায় যাওয়ার কারণে । তাছাড়াও একটা সময় পর গিয়ে মানুষের শারীরিক পরিবর্তন হবে, এটাই তো স্বাভাবিক। তবে এখনো কিন্তু আপনার যথেষ্ট চুল রয়েছে ভাই। এই বয়সে অনেকের তো আপনার থেকেও বেশি খারাপ অবস্থা হয়।

জি ভাই ধন্যবাদ আপনাকে।💐🙏

এটা সত্য কথা তোমার চুলগুলো অনেক চমৎকার ছিল। তবে যে মেয়েগুলো ওয়াও করেছে সেগুলোকে পেলে মার দিয়ে জিজ্ঞাসা করতাম কেন ওয়াও বলেছে। যাইহোক এটা আসলে প্রমাণিত তোমার মাধ্যমে, যে এক কাল চুলের আরেক কাল টাকের কথা কিন্তু খারাপ নয়। ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।