প্রিয় প্রাপক,
পত্রের শুরুতে তোমায় ভালোবাসায় দিলাম।
কুশলাদিতে লিখলাম তুমি ভালোই আছ।
ডাকপিয়নের আজকাল কাজ কমে গেছে।আধুনিক প্রযুক্তি নিঃশ্বাসের ও আগে খবর পৌঁছে দেয় প্রিয়জনের কাছে।আমি সে খবর ছুঁয়ে দেখে বুঝলাম এতে প্রাণ নেই,অনুভূতি নেই,ঠিকানা নেই।তাই তোমায় আজ প্রাণের খবর পোস্ট করলাম ডাক হরকরার মারফতে।
জ্যোৎস্না ভরা সন্ধ্যায় হাসনাহেনা তলায় কতকাল যাই না!তোমার কি সময় হবে?আমি ফুলতলায় চাঁদের আলো কুড়াবো।তুমি একটু সাথ দিবে আমায়?সমুদ্রের ধারে নাকি ঝিনুক হাসে?আমার বড্ড সাধ জাগে তোমায় নিয়ে ঐ হাসি কুড়াবো।সময় আছে তোমার? পাহাড় চুড়ায় হিজলফুলের দুলদুলানিতে তোমার গায়ের ঘ্রাণ মিশানোর ইচ্ছে জেগেছে।সময় হবে একটু?
ফের চিঠিতে উত্তর দিও।তোমার এলেমেলো কথামালায় ও আমি তোমার শিরার ধ্বনি শুনি।ভালো থেকো ভালোবাসায়।
ইতি প্রেরক