লাইফ স্টাইল :- ছোট বোনকে নিয়ে পড়াতে বসার কিছু মুহূর্ত।

in hive-129948 •  7 months ago 

1000008028.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার?আশা রাখি সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহিল কারীম আমি নিজেও ভালো আছি। আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের বিষয় ঘটে থাকে। আর এইসব বিষয় গুলো আপনাদের মাঝে শেয়ার করবো। তাই আজকে ও চলে আসলাম আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করা যাক আমার আজকের কিছু অভিজ্ঞতা:-

আমার ছোট চাচাতো বোন নাম মুনতাকা ইসলাম। সে তৃতীয় শ্রেণিতে পড়ে। আমাদের চাচাতো ভাই বোনদের মধ্যে সেই সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই সে আমাদের সাথে খুব বেশি মিশুক ছিল। বলতে গেলে তার ছোটবেলা কেটেছে আমাদের সঙ্গ পেয়ে। তার সমবয়সী কেউ না থাকলেও সে আমরা বড়দের সাথে বেশ মানিয়ে চলতো। সে আমাদেরকে তার খেলার সাথী হিসেবে দেখতো।দেখতে দেখতে সে আজ অনেক বড় হয়ে গেছে। সে মাঝেমধ্যেই আমাদের ঘরে বসে নিজের স্কুলের পড়া শেষ করতো। সেই ধারাবাহিকতায় আজ সে বায়না ধরেছে আমার কাছে পড়তে। কি আর করা যায় তাই আজ তাকে নিয়ে পড়াতে বসলাম।

তার মোট ৬ টি বিষয়ের বই আছে। প্রথমে সে বাংলা বই নিয়ে বসলো। বাংলা বইয়ের সে একটি কবিতা ধরলো। বেশ চমৎকার করে সে কবিতাটি পড়া শেষ করল।

1000008019.jpg

এরপর সে নিলো ইংরেজি বই। তার ইংরেজি বিষয়ে স্কুলে পড়া দিয়েছে নিজের সম্পর্কে কয়েকটি বাক্য। সে খুব ভালো করে সুন্দর করে পড়া দিলো।

1000008021.jpg

তারপর সে নিল তার গণিত বিষয়। গণিত বিষয়ের সে প্রথমে সাত এবং আটের ঘরের নামতা লিখে দিল। এই নামতাগুলো আমি তাকে আরও আগেই শিখিয়েছিলাম।এরপর সে কিছু গুণ অংক করলো।

1000008026.jpg

1000008010.jpg

এরপর সে নিল তার বিজ্ঞান বিষয়টি। তার বিজ্ঞান বিষয়টিতে পুষ্টি অধ্যায়ের কিছু পড়া স্কুলে তাকে দিল। সে এই বিষয়টি শিখতে অনেকটা সময় নিল কারণ সে গণিত ও ইংরেজির চাইতে অন্য বিষয় পড়তে অনেকটা অনাগ্রহী থাকে।

1000008011.jpg

এভাবে করে সে পরবর্তীতে তার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটি নিলো। সে বইয়ের সংস্কৃতি অধ্যায়ের কিছু রিডিং পড়লো সে।

1000008018.jpg

এরপর সে নিল তার ইসলাম বইটি।সে বইয়ের আরবি হরফের অধ্যায়ের কিছু চার্ট শিখে নিল।
সে তার ছয়টি বিষয়ে পড়া শেষ করতে করতে মাঝে মাঝে গল্প করার সুযোগ নিতে চাইল। তবে আমি তাকে মজার চলে বুঝিয়ে আগে সব পড়া শেষ করে দিলাম।

1000008027.jpg

তো বন্ধুরা এই ছিল আজ আমার ছোট বোনকে নিয়ে পড়াতে বসার কিছু মুহূর্ত। এই মুহূর্তটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে। তাই তা আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লাগবে। আগামীতে এরকম কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সাথে আবারো হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি। ধন্যবাদ সবাইকে।

আমার পরিচয়

IMG-20240330-WA0006.jpg

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের সকলের উচিত নিজের ছোট ভাইবোনদেরকে সুশিক্ষা দেওয়া এবং তাদের পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করানো। বেশ ভালো লাগলো আপনার ছোট বোন রয়েছে এবং তাকে কিছুটা সময় ধরে পড়ানোর চেষ্টা করেছেন দেখে। আশা করব এভাবেই আপনি সব সময় তাদের গাইড করবেন।

আপনার ছোট চাচাতো বোন দেখতে অনেক সুন্দর আপু। আর তার পড়াশোনা দেখে মনে হচ্ছে সে ভীষণ মনোযোগী পড়াশোনাতে। তবে এটা জেনে খুবই ভালো লাগলো যে সে আপনার সাথে খুবই মিশুক। তৃতীয় শ্রেণীতে পড়ে আপনার বোনের ক্লাসে কিছু পড়া দিয়েছিল সেগুলো আপনি পড়িয়েছেন। ছোট বোনকে নিয়ে পড়াতে বসার সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

ছোট বাচ্চারা সাধারণত লেখাপড়ার ব্যপারে একটু অন্যমনস্ক বা বেখেয়ালী থাকে। শৈশবের দুষ্টুমির ঝোঁকটা একটু বেশিই প্রকট চারিত্রিক বৈশিষ্ট্যে, কিন্তু আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। আপনার চাচাত বোনের লেখাপড়ার আগ্রহ দারুণ এবং সত্যিই ভালোলাগার মতো।
দোয়া করি ও যেন ভালো মেধা প্রজ্ঞা আর যত্নের সাথে ভবিষ্যতে সফলকাম হয়।
খুব ভালো লাগলো। ভীষণ ভালো লাগলো এই পোস্টটি দেখে। বাচ্চারা লেখাপড়া করতে দেখলে যে কি আনন্দ লাগো, বলে কখনোই বোঝাতে পারবো না। মন ভরে যায়।
আপনাকে ধন্যবাদ জানানোর সাধ্য নেই, তবে এতটুকু চাওয়া যে বাচ্চাটির লেখাপড়ায় সাহায্য করবেন, তাকে বিদ্যাচর্চার পথ দেখাবেন।
আল্লাহ আপনার ভালো করুন। আমিন।

আপু আপনি দেখতেছি আপনার চাচাতো বোন মুনতাকা ইসলাম কে ভালোভাবে পড়ালেখা করাইতেছেন। তবে আপনার চাচাতো বোনটি দেখতে অনেক মিষ্টি। সেই ছোট হলেও আপনাদের সাথে ভালই ভাবে মিশে। তবে দেখতেছি সেই অনেকগুলো বই পড়ালেখা করেছে বসে। আর ছোটদেরকে সবাই একটু ভালোভাবে পড়ালে তাদের জন্য ভালো হয়। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।