হ্যালো প্রিয় বন্ধুরা ,
আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি অন্যের কবিতা মনোযোগ দিয়ে পড়ি এবং নিজেও গুছিয়ে লিখতে চেষ্টা করি। সত্যি বলতে বিশেষ করে কবিতা লেখার অনুভূতিটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি মনে করি কবিতা লেখাটাও একটা অনুভূতির ব্যাপার। যেটা হয়তোবা সবার পক্ষে সম্ভব না। আমি যদিও মাঝেমধ্যেই লেখালেখি করার চেষ্টা করি। তবে যখনই সময় সুযোগ পাই আমি কবিতা লিখতে বসে পড়ি। কিন্তু কতটুকু সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব সেটা জানি না। তবে আজকে আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। আশা করবো আমার লেখা আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
একজন মানুষকে আমরা তখনই বীর বলতে পারি যখন তার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সৎ সাহস থাকে। সততা সাহসিকতা সবার মধ্যেই আছে। কিন্তু অন্যায়ের মুখোমুখি হওয়ার সৎ সাহসটুকু কেবলমাত্র একজন বীরেরই থাকে। বিশ্বব্যাপী জুড়ে ইতিহাসে যদি আমরা নজর দেই তাহলে দেখতে পাই প্রত্যেকটা যুদ্ধজয়ের পিছনেই এক একটা সাহসী বীরত্বের গল্প থাকে। যা সবার মাঝে সাড়া জেগে তোলে। একজন বীর যোদ্ধার বিশেষত্ব হল সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। সৎ উদ্দেশ্য নিয়ে সৎ সংগ্রামে সে অটুট থাকে। একজন সাধারন মানুষ যা চিন্তাও করতে পারে না একজন বীর কিন্তু তা করে দেখাতে পারে। বীর কখনো সংকটময় অবস্থায় চুপ করে থাকে না। সে পুরো উদ্যমেই অন্যায়ের মুখোমুখি হয়ে দাঁড়ায়। বীর সব সময় বীরত্ব আর সাহসিকতা নিয়েই বেঁচে থাকে। একজন বীর কখনো তার জীবনের পরোয়া করে না। তার জয় না আসা পর্যন্ত সে রাজপথ ছাড়ে না। একজন বীরের দৈহিক মৃত্যু হলেও কিন্তু সে আজীবন সকলের মাঝে অমর হয়ে বেঁচে থাকে। যুগ যুগ ধরে ইতিহাস তাকে মনে রাখে। এক একটা বীরের জীবন মানুষের জীবনের দৃষ্টান্ত হয়ে চিরকাল বহমান থাকে।
তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমার স্বরচিত কবিতাটি :-
" বীরের বীরত্ব "
পরিচিত চেনা এই শহর
আজ যেন থমথমে নিথর।
মুখে মুখে উচ্চারিত স্লোগান
জেগেছে তব আজ তরুণ প্রাণ।।
চাইনা মোরা কভু বৈষম্য
থাকবে না কোন ভেদাভেদ পার্থক্য।
আজ তবে গুছে যাক স্বৈরাচার
মুক্তি পাক মানবিক অধিকার।।
শাসকের নির্মম কষাঘাতে
বীরকে তোমরা পারবেনা দমাতে।
অন্যায়ের বিরুদ্ধে চির সোচ্চার
বীর চায় সবার অধিকার।।
দেখেছি মোরা আবু সাঈদ কে
আরও দেখেছি মুগ্ধ কে।
দেখেছি আরো সাহসী যোদ্ধাদের
দেখেছি মোরা লক্ষ বীরের রাজপথ।।
অন্যায়ের কাছে তারা হয়নি নত
পেতে দিয়েছে সাহসী বুক।
তাদের গুলিবিদ্ধ বিধ্বস্ত দেহ
ইতিহাস রেখেছে করে সংগ্রহ।।
হাজারো অশ্রু ঝরা আহাজারি
হয়েছে কত মাতা পিতার কোল খালি।
তবু তারা ভয়ে কভু পিছু হাঁটেনি
তারাই তো দুঃসাহসী সংগ্রামী।।
যতকাল রবে ইতিহাস বহমান
তোমরা চির উজ্জ্বল চিরকাল।
তোমরাই শ্রেষ্ঠ তোমরাই বীর
তোমরাই অমর তোমরাই উন্নত শীর।।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
লেখক | @nigarjebin |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।
ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য |
---|
https://x.com/Nigarjebin/status/1818992873976782890?t=nhm8GVkTO3W_6e-S6vZUMQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো কবিতা৷ শুধু এক জায়গায় 'ঘুচে গেছে' বদলে 'গুচে গেছে' হয়ে গেছে৷ কবিতাটি একটি কেন্দ্রীয় ভাবলার প্রতিফলন। বেশ ভালো লাগলো। দেশের বর্তমান পরিস্থিতির উপর লেখা কবিতাটি বিষন্ন চিত্রের কথা তুলে ধরলো। অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু, খুব ভালো লাগলো আপনার লেখা আজকের এই কবিতা পড়ে। দেশের পরিস্থিতি দেখে অনেকেই এভাবেই কবিতা লিখছেন প্রতিবাদস্বরূপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস সবার থাকে না। যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সেই প্রকৃত বীর। আপু আপনার লেখা কবিতার লাইনগুলো সত্যিই অসাধারণ ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit