হ্যালো প্রিয় বন্ধুরা ,
আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা অরিগ্যামি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি মূলত নতুন নতুন কিছু তৈরি করতে পছন্দ করি। বিশেষ করে আমি বিভিন্ন কিছু তৈরি করে আমার ঘর সাজাতে খুবই পছন্দ করি। যখন অবসর সময়ে কিছু সময় হাতে পাওয়া যায় তখন আসলে এই কাজগুলো করা যায়। আসলে রঙিন কাগজ কিংবা ক্লে বা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতেও খুব ভালো লাগে। প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কার করতে পারাটাও এক ধরনের দক্ষতা। আমরা অনেকে অনেক সময় নতুন কিছু করার চিন্তা ভাবনা করে থাকি আবার অনেকে কিছু করার চেষ্টাও করে থাকি। আমি মূলত চেষ্টা করি কাজগুলো সুন্দরভাবে করতে। হয়তো সারাদিনের ব্যস্ততার মাঝে সবসময় কিছু একটা করার সময় হয়ে উঠে না। মাঝেমধ্যে যখনই আমি সময় পাই তখনই কিছু বানাতে বসে পড়ি। সেই ধারাবাহিকতায় তাই আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ফুলের অরিগ্যামি পোস্ট নিয়ে আসলাম। আশা করবো আমার করা অরিগ্যামি আপনাদের সবার পছন্দ হবে।
তো প্রিয় বন্ধুরা চলুন শুরু করা যাক তাহলে আমার তৈরি করা ক্লে দিয়ে ফুলের অরিগ্যামিটি :-
উপকরণ
•ক্লে
•পুঁথি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কিছু গোলাফি রঙের ক্লে বের করে নিলাম।
ধাপ - ২ :
এরপর ক্লে টি হাতের আঙ্গুল এবং তালুর সাহায্যে ছোট ছোট কিছু বল আকৃতি করে বানিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি বেগুনি রঙের কিছু ক্লে নিলাম।
ধাপ - ৪ :
এরপর ক্লে টি আঙ্গুল এবং হাতের তালুর সাহায্যে গোল আকৃতি করে বানিয়ে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি বেগুনি রঙের বলটি মাঝখানে দিয়ে এর চারপাশে গোলাফি রঙের ক্লে বল গুলো জোড়া লাগিয়ে নিলাম। এটি দেখতে একটি ফুলের মতো হলো।
ধাপ - ৬ :
এরপর আমি কফি রঙের কিছু ক্লে নিলাম।
ধাপ - ৭ :
এরপর সেই ক্লে টি হাতের তালুর সাহায্যে লম্বা কাঠি আকৃতি করে নিলাম।
ধাপ - ৮ :
এরপর সেই কাঠিটি ফুলের সাথে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৯ :
এরপর আমি কালো রঙের কিছু ক্লে নিলাম।
ধাপ - ১০ :
এরপর কালো ক্লে টি একটি টব আকৃতি করে বানিয়ে কাঠিটির নিচে লাগিয়ে নিলাম।
<h2> ধাপ - ১১ : </h2>
এরপর আমি সবুজ রঙের কিছু ক্লে নিয়ে তা পাতা আকৃতি করে বানিয়ে তা ফুলের কাঠিটির সাথে লাগিয়ে নিলাম।
ধাপ - ১২ :
এরপর আমি কিছু পুঁথি নিয়ে সেগুলো ফুলের পাঁপড়িগুলোতে লাগিয়ে নিলাম।
ফাইনাল আউটপুট :
অবশেষে তৈরি হয়ে গেল আমার বানানো ক্লে দিয়ে ফুল তৈরি। সর্বশেষ আমি এর ফটোগ্রাফি করে নিলাম।
আমি চেষ্টা করেছি ফুলটি সুন্দর করে বানাতে। আশা করবো আমার তৈরি করা এই অরিগ্যামিটি আপনাদের সবার ভালো লাগবে। পরবর্তীতে আবারও নতুন কিছু নিয়ে ফিরে আসবো।সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করি।
ধন্যবাদ সবাইকে।
আমার পরিচয়
আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।
ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে, দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে তৈরি করেছেন দেখতে পেয়ে আমি মুগ্ধ হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যা প্রতিনিয়ত দেখতেছি এবং শিখতেছি। আপনি আজকে খুব সুন্দর একটি ফুল তৈরি করে নিলেন। ভিন্ন ধরনের তৈরি করা ফুল দেখতে খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে আপনি বিভিন্ন কালারের পুঁতি দেওয়ার কারণে খুবই সুন্দর দেখাচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে তৈরি করা সব গুলো জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা ক্লে দিয়ে ফুলটি অসাধারণ হয়েছে আপু।ক্লে দিয়ে কিভাবে ফুল তৈরি করছেন তার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তৈরি করা ফুল অসাধারণ হয়েছে। সাথে আবার পুঁথি ব্যবহার করেছেন। পুঁথি ব্যবহার করার কারণে আরও বেশি আকর্ষণীয় লাগছে। অসাধারণ একটি পোস্ট তৈরির পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে ব্যবহার করে খুব সুন্দর ফুল গাছ তৈরি করেছেন। পুঁথি গুলো ব্যবহার করার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। চেষ্টা করতে করতে ক্লে দিয়ে আরো দারুন কিছু তৈরি করতে পারবেন আশা করি। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর দেখতে একটা ফুল তৈরি করেছেন আপনি আজকে ক্লে ব্যবহার করে। কোনো কিছুই এমনিতেই পারা যায় না। চেষ্টা করলেই পারা যায়। আপনি প্রতিনিয়ত এরকম কাজগুলো করার জন্য চেষ্টা করতে থাকলে, অনেক সুন্দর করে অনেক কিছু তৈরি করতে পারবেন। পুঁতি গুলো এত সুন্দর করে বসিয়েছেন দেখে একটু বেশি সুন্দর লাগছে। আপনি এভাবেই প্রতিনিয়ত এগুলো তৈরি করার জন্য চেষ্টা করতে থাকুন। পরবর্তীতে আরো ভালো কিছু তৈরি করতে পারবেন অবশ্যই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি তো ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। বর্তমান সময়ে ক্লে দিয়ে অনেকেই অনেক ধরনের জিনিস তৈরি করে। তবে আপনার ক্লে দিয়ে ফুল তৈরির মধ্যে পুঁথি দেওয়ার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি হঠাৎ করে পোস্ট করেন আবার হঠাৎ করেই ইনএকটিভ হয়ে যান। এভাবে করে চলতে থাকলে আপনাকে ইন একটিভ লিস্টে পাঠাতে বাধ্য হব, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমাদের ফেনীর অবস্থা তো ভালো না। চারদিকে পানি আর বিদ্যুৎ না থাকাতে নেট এবং ফোনের চার্জও নাই। গত প্রায় ১৫ দিন ধরেই পানিবন্ধি হয়ে আছি। পানি নামার এখনো কোনো নিশ্চয়তা নেই।
ভাইয়া আমি চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit