কেমন আছেন সবাই ? আশাকরি অনেক অনেক ভালো আছেন সবাই। আবারও ধন্যবাদ জানাই " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাইকে আমাকে অনেক বেশি সাপোর্ট দেবার জন্য। আমার তোলা কিছু গ্রাম বাংলার কিছু ছবি।
ভোরের আলো।
শিশিরে ভেজা কলমি ফুল।
ফুলটি আমায় কিছু বলতে চাচ্ছে।
গন্ধরাজের গন্ধে মাতোয়ারা।
ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 30/12/2022
তো আজ আমি আপনাদের সাথে আমার লেখা চতুর্থ কবিতাটি শেয়ার করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
সোনার এ গাঁ
ছোট্ট সে গ্রাম আমার ,
সোনার চেয়ে দামি।
জন্ম নিয়ে ধন্য আমি ,
মায়ের মতো তুমি।
সবুজ শ্যামল আমার এ গাঁ ,
নাইকো তুলনা।
জীবন গেলেও তোমার স্বরূপ ,
আমি ভুলবো না।
ছোট্ট একটা ঘর সেটা ,
পাঠশালা তার নাম ,
জ্ঞানের শুরু সেথা থেকে ,
চলছে অবিরাম।
পড়ালেখা যেমনই হোক ,
বেতের বারি ভারি।
উঠতে বসতে কানমলা ,
নীলডাউন সাথে ফ্রি।
তখন থেকে ছেলে-মেয়ে ,
শিক্ষা নিয়ে শেষে।
ডাক্তার আর ইঞ্জিনিয়ার,
অফিসার আজ দেশে।
এই গ্রামের মাঠে ঘাটে ,
ফলে সোনার ফসল।
কৃষকদের মুখের হাঁসি ,
ব্যাকুল করে এ মন।
গায়ের পাশ দিয়ে বয়ে চলেছে ,
ছোট্ট সরু খাল।
ছোট মাছের আনাগোনা ,
থাকে বারো মাস কাল।
বহু লোকের জীবিকা ,
মৎস শিকার করে।
ছোট বড় পুকুর রয়েছে ,
সারা গ্রামটি জুড়ে।
বর্ষাকালে মাটির রাস্তা,
কাদায় যায় ভরে।
হাঁটার অনুপযোগী হলেও ,
নৌকায় তারা চড়ে।
শীতকালেটে সারা গ্রামটি ,
ঠান্ডায় পায় খুব কষ্ট।
সকাল সকাল কাজ করে ,
বাড়ি ফিরতে ব্যাস্ত।
সন্ধ্যে কালে উঠোনেতে ,
আগুন পোহায় তারা।
অতিথি পাখির আগমনে ,
গ্রামটি মাতোয়ারা।
এমন একটা গ্রাম তুমি ,
কোথাও পাবেনা খুঁজে।
তোমার বুকে জন্মেছি মাগো ,
মরতে চাই তোমার মাঝে।
ধন্যবাদ সবাইকে।
সোনার এ গাঁ
ছোট্ট সে গ্রাম আমার ,
সোনার চেয়ে দামি।
জন্ম নিয়ে ধন্য আমি ,
মায়ের মতো তুমি।
সবুজ শ্যামল আমার এ গাঁ ,
নাইকো তুলনা।
জীবন গেলেও তোমার স্বরূপ ,
আমি ভুলবো না।
ছোট্ট একটা ঘর সেটা ,
পাঠশালা তার নাম ,
জ্ঞানের শুরু সেথা থেকে ,
চলছে অবিরাম।
পড়ালেখা যেমনই হোক ,
বেতের বারি ভারি।
উঠতে বসতে কানমলা ,
নীলডাউন সাথে ফ্রি।
তখন থেকে ছেলে-মেয়ে ,
শিক্ষা নিয়ে শেষে।
ডাক্তার আর ইঞ্জিনিয়ার,
অফিসার আজ দেশে।
এই গ্রামের মাঠে ঘাটে ,
ফলে সোনার ফসল।
কৃষকদের মুখের হাঁসি ,
ব্যাকুল করে এ মন।
গায়ের পাশ দিয়ে বয়ে চলেছে ,
ছোট্ট সরু খাল।
ছোট মাছের আনাগোনা ,
থাকে বারো মাস কাল।
বহু লোকের জীবিকা ,
মৎস শিকার করে।
ছোট বড় পুকুর রয়েছে ,
সারা গ্রামটি জুড়ে।
বর্ষাকালে মাটির রাস্তা,
কাদায় যায় ভরে।
হাঁটার অনুপযোগী হলেও ,
নৌকায় তারা চড়ে।
শীতকালেটে সারা গ্রামটি ,
ঠান্ডায় পায় খুব কষ্ট।
সকাল সকাল কাজ করে ,
বাড়ি ফিরতে ব্যাস্ত।
সন্ধ্যে কালে উঠোনেতে ,
আগুন পোহায় তারা।
অতিথি পাখির আগমনে ,
গ্রামটি মাতোয়ারা।
এমন একটা গ্রাম তুমি ,
কোথাও পাবেনা খুঁজে।
তোমার বুকে জন্মেছি মাগো ,
মরতে চাই তোমার মাঝে।
ভাই আমি আপনার কবিতাটি মনোযোগ সহকারে দুইবার পড়ে নিলাম। কবিতাটি এতটাই ভালো লেগেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যি ভাই নিজের গ্রামকে আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন, তাও আবার কবিতার ছন্দে ছন্দে। সোনার এ গা সত্যি সোনার মতন। দারুন লিখেছেন ভাই, এক কথায় অসাধারণ, এভাবেই এগিয়ে চলুন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা লিখতে পড়তে আবৃত্তি করতে বরাবরই আমার অনেক ভালো লাগে আপনার কবিতাটি পড়ে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।।
আপনার কবিতার মাঝে প্রত্যেকটা ঋতুর ছাপ লক্ষ্য করা যাচ্ছে।। সুন্দরভাবে গ্রাম্য পরিবেশের এবং গ্রামের বিভিন্ন সময়ের সুন্দর লিখনী আমাদেরকে উপহার দিয়েছেন এক কথায় আপনার কবিতার সাথে মিলিয়ে যেন আমি হারিয়ে যাচ্ছি গ্রাম্য কোন পরিবেশে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও দাদা কবিতার বই খুব ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ ভাই। আপনার কবিতা টা পড়ে আমার গ্রামের কথা মনে পড়েছে যে জায়গা আমার রক্তের প্রতিটা কণায় কণায় রয়েছে হ এবং স্কুলের ব্যাপারটাও একেবারে ঠিক। ছন্দ এবং অর্থের দিক থেকে পরিপূর্ণ ছিল দাদা। সবমিলিয়ে দারুণ লিখেছেন দাদা। এবং ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের মত সুন্দর জায়গা আর কোথাও নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিলয় বাবু কবিতাও লেখ নাকি.. যাইহোক এর আগে তিনটি কবিতা লিখেছ কিন্তু এটাই মনে হয় আমি প্রথমবার পড়ছি। কবিতাটা বেশ সুন্দর ছিল। ছোটবেলায় এ ধরনের কবিতা পড়তাম। কবিতা পড়ছিলাম আর মনে হচ্ছিল সেই ছোটবেলায় গ্রামের বাড়িতে ফিরে গেছি আর মনে পড়ছে সেই পুরনো দিনের ফেলে আশা স্মৃতিগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনাদের এই সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। সোনার এ গা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আপনি লিখেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার লাইন গুলো অনেক সুন্দর ছিল। ইচ্ছে করছে বারবার পড়তে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা নং -৪,সোনার গাঁ পড়ে ভীষণ ভালো লেগেছে।নিজের গ্রাম যেন সোনার চেয়েও দামি।গ্রামের মানুষগুলো খাঁটি।আমার গ্রাম অনেক ভালো লাগে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সোনার গাঁ নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই গ্রামের কোনো তুলনা হয় না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit