গোধূলি লগ্নে তোলা কিছু ছবি। প্রকৃতির ফটোগ্রাফি পর্ব -০২

in hive-129948 •  2 years ago 

কেমন আছেন “ আমার বাংলা ব্লগ “ পরিবারের সবাই ? আশাকরি অনেক অনেক ভালো আছেন সবাই। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এতো ভালো একটা পরিবারে আপনারা আমায় একজন সদস্য হিসেবে গ্রহণ করেছেন তাতে আমি কি ভালো না থেকে পারি।



আজ আপনাদের সাথে আমি প্রকৃতির কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


তো হঠাৎ করে বন্ধুদের সাথে প্লান করে ঘুরতে বের হলাম কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশে। ঘুরতে ঘুরতে চলে এলাম শহর থেকে বেশ খানিকটা দূরে।


কিন্তু ওই স্থানে যেতে যেতে আমাদের বিকাল হয়ে গেলো। কিন্তু এই গ্রামটা ওই সময় এক অপরূপ সাজে সজ্জিত হয়েছিল।


চারিদিকে সোনালী আলোর পরশ আমায় মুগ্ধ করে দিয়েছিলো। তাই তো আমার মন বার বার চলে যায় এই গ্রাম বাংলায়। মাটির পরশে মন যেন ঠান্ডা হয়ে যায়।


তো আমরা বেশিক্ষণ আর ঘুরতে পারলাম না কারণ গ্রামে খুব দ্রুত কেন জানি সন্ধ্যা নেমে আসে।


তো আজ গ্রাম বাংলার পথ-ঘাটের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।


IMG_20221006_172122.jpg

ঐ দেখা যায় তাল গাছ , ওই আমাদের গাঁ।

IMG_20221006_172850.jpg

সোনালী তাল গাছ।

IMG_20221006_172903.jpg

মেঘের প্রতিচ্ছবি।

IMG_20221006_174222.jpg

সূর্য অস্ত যায় ওই দিগন্ত পাড়ে।

IMG_20221006_171041_edited.jpg

অসীম পানে চেয়ে থাকি তোমার পথ চাহিয়া।

IMG_20221006_171047_edited.jpg

আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা।

IMG_20221006_171109_edited.jpg

আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়।

IMG_20221006_171138_edited.jpg

দুই ধরে দুই রুই কাতলা ভেসে উঠেছে।

IMG_20221006_171442_edited.jpg

কি করে ভুলি তোমায় এ গোধূলি লগ্নে।

IMG_20221006_171355_edited.jpg

ভুলিতে পারিনা মা তোমার এ অপরূপ দৃশ্য।


ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 06/10/2022


সবাইকে ধন্যবাদ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনি দারুণ ভাবে প্রকৃতির ছবি তুলে ধরেছেন আমাদের মাঝে। এভাবে প্রকৃতির মাঝে হারাতে কিন্তু দারুণ লাগে। আমিও ছবি তুলতে অনেক ভালোবাসি। আমার কাছে খুবই ভালো লাগে এই বিষয় গুলো। শুভেচ্ছা রইলো দাদা।

ধন্যবাদ দাদা।

@tipu curate

আমার কাছে ফটোগ্রাফি পোস্ট ভীষণ ভালো লাগে যদি হয় প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি তাহলে তো কোন কথা নেই। আপনি গোধূলি লগ্নে তোলা খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো দেখে আমি তো একেবারে মুগ্ধ। এরকম মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল। আপনি কিন্তু সম্পূর্ণটা খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন।

ধন্যবাদ দিদি।

প্রতিটি ছবিই অসাধারণ। এজন্যই বাংলা মায়ের রূপের কোন তুলনা হয়না। প্রত্যেক সময়ে এই সৌন্দর্য আলাদা আলাদা রূপে ধরা দেয়। আপনার গোধুলী বেলার ছবি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল।তবে আপনি ফটোগ্রাফি পোস্টের নিয়ম ভঙ্গ করেছেন।কমপক্ষে ৫০শব্দের বর্ণনা দিতে হবে প্রতিটি ফটোর সাথে।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলোর জন্য।

সত্যিই বাংলা মায়ের কোনো তুলনাই হয় না।

ওই দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ, সত্যিই তাই ভাই। আপনার পোষ্টে থাকা ওই তালগাছটি দেখে আমার কাছেও তাই মনে হচ্ছে। গোধূলি লগ্নে প্রকৃতির কিছু ফটোগ্রাফি একদম মন ছুয়ে গেল। খুবই পারদর্শিতার সাথে ফটোগ্রাফি করেছেন যা দেখামাত্রই ভালো লেগে গেল। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনাই হয় না। অসংখ্য ধন্যবাদ ভাই, অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

বাংলার এই প্রাকৃতিক সুন্দর্যের কোনো তুলনাই হয় না।

প্রকৃতির সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ দাদা।

অসাধারণ আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আপনার ফটোগ্রাফি করার স্কিল দেখলেই বোঝা যায় যে আপনি ফটোগ্রাফিতে খুব দক্ষ।।
গোধূলি বিকেল টা অনেক সুন্দর ভাবে আপনার ক্যাপচার করা ফটোগ্রাফির মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন আসলে এই সময়টা একটু সহজ প্রকৃতি অথবা নদীর ধারে বসে থাকতে আমার অনেক ভালো লাগে।।

নদীর তীর বসে থাকার মজাই আলাদা।

আসলেই এরকম প্রকৃতিক দৃশ্যগুলো কখনো ভোলা সম্ভব না। আমার নিজেরও এরকম পরিবেশ অনেক ভালো লাগে। আপনি ঠিক তেমনি চমৎকার কিছু ফটোগ্রাফি করলেন। আমরা নিজেরাও জানিনা আমাদের চারপাশে কত সুন্দর প্রকৃতিক পরিবেশ আছে। কিন্তু ঘুরে দেখলে বোঝা যায় চার-পাঁচটা কতটাই না সুন্দর। আপনি অসাধারণ ফটোগ্রাফি করলেন আজকে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই ভালো লাগলো আমার কাছে।

প্রাকৃতিক দৃশ্যের কোনো তুলনাই হয় না।

আপনি ছন্দে ছন্দে খুব সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন। গ্রাম বাংলার এমন অপরুপ সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাই। আমার কাছে আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। আমার কাছেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকেও।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। সত্যিই অসাধারণ গ্রামের এই সৌন্দর্যময় দৃশ্য।

ধন্যবাদ দাদা।

আসলেই আপনি এতটুকু বাড়িয়ে বলেননি সেটা আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। গ্রামটা যেন অপরুপ এক সৌন্দর্যে সেজেছে। অনেক সুন্দর লাগছে গ্রামটা। এবং ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল দাদা। সবমিলিয়ে দারুণ।

ধন্যবাদ দাদা।

তোমার ফটোগ্রাফির প্রশংসা তো এমনিতেই আমরা সকলেই করি, যে আমাদের নিলয়ের ফটোগ্রাফির হাত খুব ভালো। আর বন্ধুবান্ধবের সাথে এইসব জায়গায় ঘোরার মজাই আলাদা। যদিও আমি এখন খুব বেশি সময় পাই না ঘুরাঘুরি করার, তবে তোমার ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগছে নিলয় বাবু।

ধন্যবাদ ।

আসলেই গ্রামে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে।তবে গ্রাম মানেই ভালো লাগার জায়গা।গ্রামের সবুজ সবুজে সমারোহ কার না ভালো লাগে।ভাই আপনার তুলা প্রতিটি ছবিই অনেক সুন্দর। এক কথায় অসাধারণ। এই দৃশ্য গুলো দেখলে যে কারো প্রান জুরিয়ে যাবে।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

আমার কাছে গ্রাম মনে স্বর্গ।

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি মুগ্ধ।ঐ দেখা যায় তাল গাছ , ওই আমাদের গাঁ। এটি ছোটবেলা একটি কবিতা ছিল আমি অনেক পড়েছিলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

ধন্যবাদ ভাই।

বাহ গোধূলি লগ্নে তোলা ছবিগুলো সত্যি অনেক সুন্দর ছিল। একদম নিরিবিলি পরিবেশ গাছগুলো নিরব নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। পুকুরের পাড়ে তাদের প্রতিচ্ছবি সত্যিই অসাধারণ লেগেছে আপনার করা ফটোগ্রাফি গুলো।

ধন্যবাদ।

পড়ন্ত বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার ফটোগ্রাফি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার তোলার প্রতিটা ফটোগ্রাফি বেশ অসাধারণ হয়েছে। গোধূলি বিকেলে অসাধারণ মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলে খুবই ভালো লাগে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।