কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আজকে কবিতার নামটি অবাক পৃথিবী হওয়ার প্রধান কারণ হয়তোবা আপনারা কবিতাটি পড়ে বুঝতে পারবেন। আসলে এই পৃথিবীটা আমরা যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কেননা এই পৃথিবীর মানুষগুলো যেভাবে এখন মানুষের সঙ্গে আচরণ করে এবং মানুষকে যেভাবে ঘৃণা করে তা কিন্তু সত্যিই অবাক করার মতো বিষয়। একজন মানুষ হয়ে যদি অন্য একজন মানুষকে হিংসা করা হয় এবং তার ক্ষতি করা হয় তাহলে মানুষ কতটা নিচে নেমে গেছে তা আমরা মোটেও কল্পনাও করতে পারব না। আসলে এই পৃথিবীতে বর্তমানে মানুষ সব সময় স্বার্থপর মন মানসিকতা নিয়ে চারিদিকে ঘোরাফেরা করে। তারা কখনো কেউ কাউকে আরো সাহায্য করে না। শুধুমাত্র নিজের যতটুকু প্রয়োজন ততটুকুই মানুষ কাজ করে চুপচাপ একাকী জীবন যাপন করতে পছন্দ করে।
আসলে এমন নিচু ধরনের মন মানসিকতা মানুষের ভিতরে কি করে গেল তা সত্যিই একটা অবাক করার মত বিষয়। আসলে এই পৃথিবীতে মনে হচ্ছে যেন দিন দিন মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমে যাচ্ছে এবং মানুষের প্রতি মানুষের হিংসা বেড়ে যাচ্ছে। আসলে মানুষ হিসেবে যদি আমরা মানুষের সাহায্যে এগিয়ে না আসতে পারি তাহলে আমাদের মানবজীবন সত্যিই বৃথা। কেননা এই মানবজীবন কিন্তু মানুষ বারবার পায় না। আসলে এই পৃথিবীতে মানুষ কিন্তু তার কর্মের মধ্যে বেঁচে থাকে। মানুষ যদি স্বার্থপরের মত চলাচল করার চেষ্টা করে তাহলে তার মৃত্যুর মধ্য দিয়ে তার অস্তিত্ব এই পৃথিবী থেকে শেষ হয়ে যায়। এই পৃথিবীতে সবাই যেমন জন্মগ্রহণ করে তেমনি সবাইকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর এই ছোট্ট সময়ে এই পৃথিবীর প্রতি আমাদের অনেক বেশি দায়িত্ব কর্তব্য থাকে।
কেননা আমরা যদি পৃথিবীর দায়িত্ব কর্তব্য গুলো পালন না করে শুধুমাত্র স্বার্থপর এর মতো চলাচল করি তাহলে এই পৃথিবীতে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। আসলে মানুষ হিসেবে মানুষের এইসব দায়িত্ব কর্তব্য পালন করতে পারলেই কিন্তু মানুষ আমাদেরকে ভালবাসবে এবং আমরা এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো। আসলে মানুষ যদি সারা জীবন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে তার কর্মের মাধ্যমে তাহলে তার পরবর্তী প্রজন্ম তাকে নিয়ে অবশ্যই গর্ব করবে। আর এজন্য আমরা যখন কোন মানুষ বিপদে পড়বে তখন আমরা কিন্তু অবশ্যই তাকে সেই বিপদ-আপদ থেকে রক্ষা করব এবং অন্যের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমাদের। আর আমরা যদি এভাবে মানুষ মানুষকে ভালবাসতে পারি এবং আবার পুনরায় নতুন করে একটা পৃথিবী করতে পারি তাহলে এই পৃথিবীতে সুখ শান্তির কোন শেষ থাকবে না।
✠ অবাক পৃথিবী ✠
চিৎকার করে কেঁদে লাভ নেই,
পৃথিবীটা এখন বদলে গেছে।
মানুষ মানুষকে ভালোবাসে না,
সবাই এখন স্বার্থপর হয়ে গেছে।
এমন যুগ তো চাইনি আমরা,
ভালোবাসা ছাড়া পৃথিবী কি করে চলে।
যে পৃথিবীতে ভালোবাসা নেই,
সেই পৃথিবীর মানুষের গড় আয়ু কমে।
খাদ্যের অভাবে মানুষ মারা যায় না,
মারা যায় মানুষ ভালোবাসার অভাবে।
কি করে মানুষ ভালোবাসার ক্ষেত্রে,
এতটা কৃপণ হয়ে গেছে এইভাবে।
যে মানুষ সব সময় এগিয়ে আসতো,
অন্য মানুষের কোন বিপদ হলে।
এখন তো মানুষ দূরে সরে যায়,
কোন মানুষ আবার বিপদে পড়লে।
বিপদে পড়ে মানুষ হয় দিশেহারা,
কোথাও কেউ আর সাহায্য করে না।
নিজের বিপদকে নিজেই সমাধান,
করা ছাড়া আর কোন উপায় হয় না।
জীবন বাজি রেখে যারা লড়াই করে,
তারাই সুন্দর একটি দেশ গড়ে।
শুধুমাত্র নিজের জন্য যারা কাজ করে,
তারাই শেষ জীবনে দুঃখে মরে।
মানুষের মাঝে মানবিকতার পরিচয়,
যদি আমরা এই জীবনে রাখতে না পারি।
মানব জন্ম হয়ে বৃথা হইল,
মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত রইলি।
সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে,
নতুন করে এক পৃথিবী গড়ি।
যে পৃথিবীতে শুধু ভালোবাসা থাকবে,
মানুষ হবে মানুষের দুঃখের সাথী।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit