কেমন আছেন "আমার বাংলা ব্লগ" পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে আমি লেভেল ৪ এ পৌঁছে গেছি। আর এটাই আমাদের শেষ রিটেন পরীক্ষা। এযাবৎকাল আমরা প্রফেসরদের সহযোগিতায় স্টিমেট সম্পর্কে অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। যাইহোক লেভেল-৪ থেকে যা যা জানতে পেরেছি ওই বিষয় গুলো নিয়ে যতটা সম্ভব আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো।
( ০১ ) p2p কি?
P2P বলতে সাধারণত আমরা Person to Person ট্রান্সফারকে বুঝি। একজনের একাউন্ট থেকে Steem, SBD এবং TRX অন্য একজনের একাউন্টে ট্রান্সফার করাকে P2P ট্রান্সফার বলা হয়। P2P ট্রান্সফারের সময় অবশ্যই মেমোতে কি কারণে ট্রান্সফার করছি সেই বিষয় উল্লেখ করতে হবে।
( 02 ) P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে SBD ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো:-
Step-1
Step-2
Step-3
Step-4
এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করতে হবে। ওয়ালেটের প্রবেশ করে স্টিম ডলারের পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করে পরবর্তী স্ক্রিনশট গুলো অনুযায়ী আমরা একেকটি ধাপ অনুসরণ করবো। তাহলে আমাদের SBD ট্রান্সফার সম্পূর্ণ হবে।
( ০৩ ) P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 Steem ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো :-
Step-1
Step-2
Step-3
Step-4
এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করতে হবে। ওয়ালেটের প্রবেশ করে স্টিমের পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করে পরবর্তী স্ক্রিনশট গুলো অনুযায়ী আমরা একেকটি ধাপ অনুসরণ করবো। তাহলে আমাদের Steem ট্রান্সফার সম্পূর্ণ হবে।
( ০৪ ) P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
Step-1
Step-2
Step-3
Step-4
এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করতে হবে। ওয়ালেটের প্রবেশ করে TRX পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করে পরবর্তী স্ক্রিনশট গুলো অনুযায়ী আমরা একেকটি ধাপ অনুসরণ করবো। তাহলে আমাদের TRX ট্রান্সফার সম্পূর্ণ হবে।
( ০৫ ) Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার স্ক্রিনশর্টটি নিচে দেওয়া হল:-
Step-1
Step-2
Step-3
এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করতে হবে। তারপর উপরের ডানদিকে ক্লিক করে Currency Market এ ক্লিক করব। এরপর Buy স্টিম সেকশনের নিচে Price এর ঘরে আমরা আমাদের পছন্দ মত price সিলেক্ট করব। এবার Total এর ঘরে কত SBD পরিমাণ Steem কিনবো সেটা দেবো। এরপর Buy Steem এ ক্লিক করবো। উপরে প্রতিটা ধাপের ছবি দেয়া হয়েছে।
( ০৬ ) Poloniex Exchange site এ একটি Account Create করুন।
একাউন্ট খোলার জন্য আমাকে প্রথমে poloniex এ যেতে হবে এরপর সাইন আপ এ ক্লিক করতে হবে। এরপর একটা ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে আট ডিজিটের। তারপর সাইন আপ এ ক্লিক করলে ইমেইল এ একটা মেসেজ যাবে। তার পর email এর ইনবক্সে গিয়ে কনর্ফাম করলেই আইডি এক্টিভেট হয়ে যাবে। যেহেতু আমি আগেই poloniex এ একাউন্ট খুলেছি তাই আপনাদের আমি নতুন একাউন্ট খোলার ছবি দেখতে পারলাম না।
NEXT
( ০৭ ) আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
প্রথমে Polonex একাউন্টে লগইন করে নিতে হবে এরপর ওয়ালেটে ক্লিক করতে হবে। তারপর ডিপোজিট থেকে সার্চ এর মাধ্যমে আমাদের steem সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর একটি মেমো এবং একটি ঠিকানা পাওয়া যাবে এবং সে সেই মেমো এবং ঠিকানাটিকে আমাদের অবশ্যই কপি করতে হবে। তারপর আমাদের পুনরায় ফিরে এসে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে। এরপর আবার স্টিম থেকে ট্রান্সফার অপশনে যেতে হবে। এরপর To তে লিখতে হবে কপি করা ঠিকানা এবং অ্যামাউন্ট দিয়ে কপি করা memo পেস্ট করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর সব ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করতে হবে। নিচে ছবির মাধ্যমে দেখানো হলো।
Step-1
Step-2
Step-3
Step-4
Step-5
( ০৮ ) আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
প্রথমে Polonex একাউন্টে লগইন করে নিতে হবে এরপর ওয়ালেটে ক্লিক করতে হবে। তারপর ডিপোজিট থেকে সার্চ এর মাধ্যমে আমাদের TRX সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর একটি মেমো এবং একটি ঠিকানা পাওয়া যাবে এবং সে সেই মেমো এবং ঠিকানাটিকে আমাদের অবশ্যই কপি করতে হবে। তারপর আমাদের পুনরায় ফিরে এসে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে। এরপর আবার স্টিম থেকে ট্রান্সফার অপশনে যেতে হবে। এরপর To তে লিখতে হবে কপি করা ঠিকানা এবং অ্যামাউন্ট দিয়ে কপি করা memo পেস্ট করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর সব ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করতে হবে। নিচে ছবির মাধ্যমে দেখানো হলো।
Step-1
Step-2
Step-3
Step-4
Step-5
Step-6
Step-7
Step-6
শেষে একটিভ কী দিলে হয়ে যাবে
লেভেল ৪ এর বিষয় গুলো তুলে ধরেছেন। প্রতিটা টপিক মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন। নিয়মিত ক্লাস করলে টপিক গুলো সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। এগিয়ে যান ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেলচার থেকে দেখছি বেশ ভালোই জ্ঞান অর্জন করেছেন। কারণ এই লেভেলের প্রশ্নগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা এখানে যে বিষয়গুলো জানতে পারি এই কাজগুলো করার টা আমাদের জন্য অতি প্রয়োজনীয়। আপনি শিখতে পেরেছেন এটা দেখেই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ৪ এর সব বিষয়গুলো খুব সুন্দর এবং গুছিয়ে উপস্থাপন করেছো দেখি। তোমার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছ লেভেল ৪ হতে। আশা করি অতি দ্রুত বাকি লেভেলও পাশ করে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা দুটো জিনিস বাদে সবই ঠিক হয়েছে। পোলোনিক্সে টি আর এক্স ট্রান্সফারের ক্ষেত্রে একটা ভুল করেছেন। আর ট্যাগ ব্যবহারে ভুল করেছেন। এ দুটো সংশোধন করে নিন। বাদবাকি সব ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেভেল চার এর অর্জন দেখে অনেক ভালো লাগলো ৷ লেভেল চার এর বিষয় গুলো আপনি অনেক সুন্দর ভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন ৷ প্রতিটি বিষয় ভালো ভাবে অর্জন করে আসা করি সেরা একজন ব্লগার হয়ে আমাদের সবার সাথে কাজ করবেন ৷ আপনার জন্য শুভ কামনা রইলো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit