এলোমেলো কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি পর্ব -৭৩

in hive-129948 •  last month 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি আবারও আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।

<br

1000006640.jpg

1000006648.jpg


আসলে অনেকদিন যাবত আমি কোন ফটোগ্রাফির পোস্ট দিই না। আসলে কাজের চাপের জন্য এখন ল্যাপটপে তেমন একটা বেশি বসা হয় না। কেননা আমার বেশিরভাগ ছবি সব ল্যাপটপে থাকে। আসলে এখন মাঝে মাঝে চেষ্টা করি মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করার জন্য। যদিও আমরা বাড়িতে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ লাগিয়ে থাকি। ঠিক তেমনি আমার বাড়িতে আমি একটা ড্রাগন ফ্রুট গাছের চারা এনে লাগিয়েছিলাম। আসলে এর আগে অনেকদিন হয়েছে যে আমি গাছে ফুলের করি দেখেছি কিন্তু এই ফুল কখনো ফুটতে দেখিনি। অর্থাৎ এই ফুল শুধুমাত্র রাতে ফোটে এবং রাত শেষ হবার সাথে সাথে এই ফুল আবার আগের মত হয়ে যায়। আসলে সেদিন একটু বেশি রাত করে ঘুমানোর জন্য হঠাৎ করে যখন বাইরে গিয়েছি তখন দেখি যে বাইরে কি একটা জিনিস সাদা দেখা যাচ্ছে।


1000006649.jpg


1000006641.jpg


1000006639.jpg


অর্থাৎ এই অন্ধকারের মধ্যে ড্রাগন ফ্রুটস এর সাদা ফুলটা যেন চকচক করছিল। তাই আমি আর দেরি না করে দ্রুত ঘর থেকে মোবাইল ফোনটি নিয়ে চলে গেলাম সেই ড্রাগন ফ্রুটস গাছের কাছে। আসলে আমরা সবাই পরাগায়ন পড়েছি ছোটবেলার বইয়ে। তাই আমি যখন ফটো তুলছিলাম তখন চারিপাশে ঘুরেফিরে ফটো তুলছিলাম। আসলে ফটো তোলার শেষে আমি পরাগ রেনু গুলো গর্ভদন্ডে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমি আবারও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে শুরু করলাম। আসলে ফুলটিকে দেখে মনে হচ্ছিল যে এই ফুলটি হল রাতের রানী। অর্থাৎ এই ফুলটি মনটা কেড়ে নেয়ার মত। যদিও এই ফুলের তেমন কোন গন্ধ নেই। আসলে রাতের বেলায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে আমি বিভিন্ন দিক থেকে ফুলটি দেখার এবং পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলাম।


1000006635.jpg


আসলে এর আগে শুনেছি যে রাতের বেলায় কোন কিছুতে হাত দিতে নেই। এছাড়াও এই ফুলে হাত দিলে নাকি ওই ফুল দিয়ে ফল হয় না। তাই আমি খুব সাবধানে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। আসলে এই ঘুরে দেখার সময় মাঝে মাঝে এই ড্রাগন ফ্রুটস গাছের কাঁটায় খোচা লাগছিল। আসলে এই ড্রাগন ফ্রুট গাছের কাঁটায় যদি ফুটো হয়ে যায় তাহলে খুব ব্যথা করে। কেননা আমি সেদিন এই কাটার খোচা খেয়ে বুঝেছি যে এই কাঁটায় কত ব্যথা হয়। আসলে আমার ফুলটি দেখে মনে হচ্ছিল যে এই ফুলটি তুলে নিয়ে গিয়ে ঘরে গিয়ে গিন্নাকে সারপ্রাইজ দিন। যদিও এমনটা করতাম তাহলে আমার মার একটাও মাটিতে পড়তো না। যাইহোক এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কেননা এই ফুলের সৌন্দর্য সত্যিই মায়াবী।


1000006632.jpg


1000006631.jpg


যাইহোক আমি আর বেশিক্ষণ বাইরে ঘোরাফেরা করলাম না। কেননা আমি যখন বাইরে বেরিয়ে ছিলাম তখন প্রায় রাত দুটো বাজে। যাইহোক আশেপাশে আরেকটু ঘুরে এবং আবারও দুই একটা ফটো তুলে আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। ঘরে গিয়ে দেখি যে গিন্নি খাটের উপরে বসে আছে। তখন সে আমাকে প্রশ্ন করল এত রাতে আমি কোথায় গেছি। যাইহোক কথা না বাড়িয়ে গিন্নির হাতটি ধরে আমি তাকে ফুলটি দেখাতে নিয়ে গেলাম। আসলে সেও কখনো এই ড্রাগন ফ্রুটস গাছের ফুল দেখেনি। আসলে সে ফুলটি দেখে খুবই খুশি। কি আর করা যাবে আরো কিছুটা সময় এই ফুলের কাছে কাটাতে হলো। এরপর আমরা একটু বাইরে ঘোরাফেরা শেষে আবার পুনরায় রুমে চলে এলাম। যাইহোক রাতের বেলার তোলা ছবি কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন।


ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 5.89 mm



আশাকরি আজকের এই ফটোগ্রাফিক পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ড্রাগন ফলের ফুলগুলো দেখতে এতো সুন্দর সত্যি আগে জানতাম না। আগে কখনো এই ফুল দেখিনি। আজি প্রথম দেখলাম আপনার পোস্টে। এই সুন্দর ফুলের ফটোগ্রাফিটি আপনার পোষ্টের মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

image.png

ড্রাগন ফ্রুটস গাছের ফুল আমি আজ পর্যন্ত কোনদিন দেখিনি। সেই দিক থেকে সুযোগ পেয়ে গেলাম আপনার পোস্টে এসে। ড্রাগন ফ্রুটসের ফুল যে এত সুন্দর হয় তা আমার জানা ছিল না। চমৎকার একটি ফটোগ্রাফি করেছেন এই ফুলটিকে কেন্দ্র করে। আপনার পোস্টে দেওয়া তথ্য থেকে অনেক কিছু জানতেও পারলাম। অনেক ধন্যবাদ খুব সুন্দর ফটোগ্রাফি পোস্ট করার জন্য।

অনেক সুন্দর ভাবে ড্রাগন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এত চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগুলো ধারণ করেছেন। দেখতে বেশ চমৎকার ছিল আপনার এই ফুলের ফটোগ্রাফি।

এলোমেলো ভাবে আপনি অনেক দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো অনেক সুন্দর হয়েছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আপনি সবসময় সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। এত সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, এজন্য অনেক ধন্যবাদ।

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। সব সময়ের মত আপনার আজকের ফটোগ্রাফিও সুন্দর হয়েছে দাদা। এই ফুলটার সৌন্দর্য দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। এই ধরনের ফটোগ্রাফি আমি খুব পছন্দ করি। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আশা করছি সব সময় আমাদের মাঝে ভাগ করে নিবেন।

দাদা আপনার ফটোগ্রাফি মানে অসাধারণ কিছু দেখতে পাওয়া।ড্রাগন ফুলের ফটোগ্রাফি এত সুন্দর ভাবে করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ফুলটিকে ক্যাপচার করেছেন যা দেখতে খুব দারুণ লাগছে। অনেক ধন্যবাদ দাদা এলোমেলো কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমাদের একটা ড্রাগন গাছ আছে। গাছে ফুলও আছে। কিন্তু কখনো ফুটতে দেখি নাই। কারণ জানতাম না এই ফুল যে রাতে ফোটে। এই তথ্য জানানোর জন্য হলেও আপনি একটা ধন্যবাদ প্রাপ্য। এই প্রথম ড্রাগন ফুল দেখতে পেলাম। খুবই ভালো লাগছে।

ব্যস্ততার কারণে কয়েকদিন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন না আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ড্রাগন ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার এই পোস্ট থেকে একটি তথ্য পেলাম এই ফুলে হাত দিলে ফল হয় না। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

ড্রাগন ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফুলটি ফোটা অবস্থায় কখনো দেখা হয়নি। সব সময় বন্ধ দেখেছি। আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে মুগ্ধ হয়েছি ভাইয়া। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো।

আপনার ড্রাগন ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে দাদা। দারুনভাবে আপনি ফুলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আসলে এই ফুলটা আমাদের এদিকে তেমন একটা নেই কারণ ড্রাগন চাষ হয় না। তাই এই ফুলটা তেমন একটা দেখি না। ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিল।

বাহ আপনি তো অনেক সুন্দর করে ড্রাগন ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আমাদের ড্রাগন ফল গাছ আছে এখনো ফুল ফুটে নাই। আপনার ফটোগ্রাফি সত্যি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনি অসাধারণ ফটোগ্রাফি করেন। তবে আপনার ড্রাগন ফুলের ফটোগ্রাফি পোস্টের মধ্যে ড্রাগন ফুলের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম।

অসাধারণ ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। রাত্রি বেলা সাদা পাপড়ির ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। ড্রাগন ফ্রুটস এর ফুলের সৌন্দর্য বেশ দারুণ। ফুল সম্পর্কে সুন্দর অনুভূতি শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

ড্রাগন গাছের ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। অনেকদিন পর আপনার ফটোগ্রাফি পোস্ট দেখলাম। ড্রাগন গাছের ফুল গুলো অনেক সুন্দর হয়। আপনাকে ধন্যবাদ এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য

বাহ্ ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে দাদা।এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে বেশ সুন্দর লাগে। ফুলটি সাদা হওয়াতে বেশি সুন্দর লাগতেছে।আর ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।